Mahashivratri: মহাদেবকে সন্তুষ্ট করতে কোন ফুল প্রয়োজন জেনে নিন শিবরাত্রির আগেই

Mahadev will be pleased with the flowers on Mahashivratri: দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা সত্যি বড় কঠিন কাজ। তিনি হলেন আদিদেবতা এবং এই জগত সংসারের স্রষ্টা। তাকে সন্তুষ্ট করতে ভক্তদের আরাধনা করতে হয় এবং তার আশীর্বাদ লাভ করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে। তার আশীর্বাদ লাভের জন্য বহু মানুষ তার আরাধনা করে থাকেন। ঘরে যদি আপনার শিবলিঙ্গ কিংবা শিবের ছবি থাকে তাকে উদ্দেশ্য করেও আপনি পুজো করতে পারবেন। আসন্ন শিবরাত্রিতে (Mahashivratri) কোন ফুলে মহাদেবকে সন্তুষ্ট করবেন জেনে নিন আজকের প্রতিবেদনে।

বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রি (Mahashivratri)। হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস এই বিশেষ দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পার্বতী এবং মহাদেব। মহাদেবকে আরাধনার মাধ্যমে সন্তুষ্ট করতে চাইলে এই দিনটি আপনার জন্য একেবারে শ্রেষ্ঠ। মার্চ মাসের ৮ তারিখ হল শিবরাত্রি। রাত ৯টা ৫৭ মিনিট থেকে ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী পড়বে। ৯ মার্চ সন্ধ্যা ৬টা ১৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।

এবার জেনে নিতে হবে মহাদেবের পুজোয় কোন ফুলের প্রয়োজন হয় অর্থাৎ কোন ফুল দিয়ে তাকে তুষ্ট করা যাবে। শিবের পুজোয় বেলপাতা অবশ্যই প্রয়োজনীয় কিন্তু বেলপাতা যেন ছেঁড়া না হয়। শিবকে রোজ বেলপাতা অর্পণ করলে আপনি এর শুভ ফল পাবেন এমনটাই মানুষের বিশ্বাস। জ্যোতিষ মতে, শিবের পুজোয় ধুতরো ফুল কাজে লাগে। মহাদেব এই ফুলে সন্তুষ্ট হন। এছাড়াও ব্যবহার করতে পারেন আকন্দ ফুল। শিবরাত্রির দিন (Mahashivratri) এই ফুলেই করুন শিবের আরাধনা।

আরো পড়ুনঃ শিক্ষায় অমনোযোগ? শুভ কাজে বাধা? বৃহস্পতি সচল রাখতে জপ করুন এই মন্ত্র

প্রতিদিন শিবলিঙ্গে ৫টি করে চাল নিবেদন করলে আপনার সুপ্ত মনোবাসনা পূর্ণ হবে শীঘ্রই। আর ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনে কখনও অর্থাভাব হয় না। ১১ মুঠি অখণ্ড কাঁচা চাল শিবলিঙ্গে নিবেদন করলে উপকার পাবেন। পুজো শেষে এই চাল কোনও দরিদ্রকে দান করুন। রোজ শিবলিঙ্গে ৫টি করে চাল যদি নিবেদন করেন তাহলে হর-গৌরীর আশীর্বাদ পাওয়া যায়। ফলে শিব-পার্বতীর আশীর্বাদে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। পাশাপাশি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে কাঁচা চাল নিবেদন করলে এর ফল আপনি অবশ্যই পাবেন। মহাশিবরাত্রির (Mahashivratri) আগে এই নিয়মগুলো পালন করুন নিয়মিত।

আরো পড়ুনঃ হাতে এই ৩ রেখা থাকলে বৈবাহিক জীবনে অশান্তি ডেকে আনবে! এখন থেকেই সাবধান হন

কোন কোন ফুল মহাদেবকে একেবারেই দেওয়া যায় না সেটাও এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন। কলকে ফুল কখনওই শিবকে দেওয়া উচিত নয়। এতে ভগবান সন্তুষ্ট হয় না। এছাড়া কেতকী ফুল কখনও দেওয়া উচিত নয় শিবপুজোয়। আবার শিবের পুজোয় ভুল করেও তুলসি পাতা দেবেন না।