Palash Flower for Saraswati Puja: বাগদেবীর আরাধনায় কেন লাগে পলাশ ফুল? না জানলে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ুন

The main reason why Palash Flower is used in Saraswati Puja: বাঙ্গালীদের কাছে সরস্বতী পুজোর মাহাত্ম্য অপরিসীম। চলতি মাসের ১৪ই ফেব্রুয়ারি বাগদেবীর আরাধনায় মেতে উঠবে সকলে। সারা বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে ছোট বড় সবাই। সাধারণত মাঘমাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর আরাধনা হয়ে থাকে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ। এই পুজোতে বিভিন্ন রকম উপকরণ সামগ্রী লাগে যার মধ্যে অন্যতম হল পলাশফুল। এই ফুল ছাড়া দেবী সরস্বতীর পুজো একেবারে অসম্পূর্ণ (Palash Flower for Saraswati Puja)।

কেন দেবী সরস্বতীকে পলাশ ফুল অর্পণ করা হয় তা আমরা অনেকেই জানিনা। আজকের প্রতিবেদনটি পড়লে কিছুটা ধারণা অবশ্যই লাভ করতে পারব। আমরা সবাই কমবেশি জানি যে সরস্বতী পুজোর আরেক নাম হলো বসন্ত পঞ্চমী। সাধারণত বসন্তকালে এই পূজা আয়োজিত হয়ে থাকে, তাই জন্যই এই নামকরণ। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে ঠিক এই সময়তেই টকটকে লাল পলাশ ফুল ফোটে। সেই কারণেই দেবী সরস্বতীকে এই ফুল অর্পণ করা হয় (Palash Flower for Saraswati Puja), কারণ বসন্তকালের পঞ্চমী তিথিতে এই ফুল সব জায়গাতেই পাওয়া যায়।

বাগদেবীর অন্যতম পছন্দের ফুল হল এই পলাশ ফুল (Palash Flower for Saraswati Puja)। এই ফুল ছাড়া কিন্তু পুজো একেবারে অসম্পূর্ণ। আমাদের সকলেরই ধারণা আছে যে ঋতুমতী নারীই গর্ভধারণে সমর্থ। আর পলাশ কিন্তু রক্তবর্ণ। ঋতুমতীর রজোদর্শনের রং তাই। সেই কারণেই শ্বেতশুভ্রা বাগদেবী হয়ে উঠেছে পলাশপ্রিয়া। হিন্দু পুরাণ অনুসারে কিন্তু বাগদির সঙ্গে সম্পর্ক রয়েছে প্রজনন এবং উর্বরতা অর্থাৎ বন্ধ্যাত্ব মোচনের।

আরও পড়ুনঃ পুরোহিত ছাড়াও কি বাড়িতে সরস্বতী পুজো করা সম্ভব? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

ঋতুরঙ্গের ছয়টি ঋতুর মধ্যে শীতকাল হল জড়তার কাল। মাঘ মাসের পঞ্চমী তিথি থেকেই সেই জড়তা যেন অনেকটা কেটে যায়। ঋতুতে লাগে প্রথম বসন্তের ছোঁয়া। দেবীর আবির্ভাবে প্রকৃতি থেকে শুরু করে মানুষের মধ্যেও যেন নতুনত্বের ছোঁয়া লাগে। জানেন কি আজও বহু মানুষ বিশ্বাস করেন যে, পলাশ পাতা বন্ধ্যাত্ব দূর করতে ব্যবহৃত হয়। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো লাল মাটি অধ্যুষিত অঞ্চলে পুত্রসন্তান লাভের জন্যে মহিলারা পলাশপাতা বেটে খেতেন। তাই দেবীর আরাধনাতে এই ফুলের মাহাত্ম্য অপরিসীম (Palash Flower for Saraswati Puja)।

আরও পড়ুনঃ অর্থলাভ হবে একেবারে নিশ্চিত যদি ব্রাহ্ম মুহূর্তে একবার দেখেন এই স্বপ্ন

আবার সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীর অর্চনা করা হয়। মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান ভূমিষ্ঠ হয় এমনটাই বিশ্বাস করা হয়। আর সরস্বতী পুজোর ঠিক পরের দিন ঠান্ডা খাবার খেয়ে তাঁরই অর্চনা করা হয়। এইসব কারণেই পলাশ ফুল ছাড়া ‘পলাশ প্রিয়া’ সরস্বতীর আরাধনা সম্পূর্ণ হতে পারে না। ঋষি গৃৎসমদ ঋক্‌মন্ত্র উচ্চারণ করে বলেছেন, ‘অম্বিতমে নদীতমে দেবিতমে সরস্বতি।’ এর অর্থ হলো দেবী সরস্বতীকে মাতৃশ্রেষ্ঠা, শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবীরূপে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ব্যুৎপত্তিগত অর্থে সরস্বতী নদী, সরস্‌ (জল) + মতুপ্‌ +ঙীপ্‌ (অর্থাৎ স্ত্রীলিঙ্গবাচক ‘ঈ’ = সরস্বতী। নদীদের মধ্যে তিনি শুদ্ধা, ‘নদীনাং শুচির্যতী’, আসমুদ্র তার ধারপথ, ‘গিরিভ্য আসমুদ্রাৎ’।