Narak Chaturdashi 2023: ভূতেদের দিনে খুশি করুন লক্ষ্মীকে! করুন এই ছোট্ট উপায়

Make Lakshmi happy on Narak Chaturdashi the day of ghosts 2023: দুর্গাপুজো, লক্ষ্মী পুজো শেষ হলেও বাঙালির উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। আজ থেকেই শুরু হয়েছে নভেম্বর মাস। আরে নভেম্বর মাসে মাত্র কয়েকদিন পরে আসছে আলোর উৎসব অর্থাৎ দীপাবলি। দীপাবলির অমাবস্যা তিথিতে কালীপুজোর মাধ্যমে উৎসবে মেতে ওঠে সারা বাংলা। তবে দীপাবলির আগে আছে ধনতেরাস ও নরক চতুর্দশী। সাধারণত দীপাবলীর আগের দিন সারা রাজ্যে জুড়ে পালিত হয় এই নরক চতুর্দশী উৎসবটি (Narak Chaturdashi 2023)।

কার্তিক মাসেরকৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিকে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী হিসাবে পালন করা হয়। এই তিথিকে আবার রূপ চতুর্দশীও বলা হয়। এই তিথিতে যমের পুজো করা হয়। চলতি বছর এই বিশেষ তিথিটির সূচনা হবে ১১ নভেম্বর দুপুর ১টা ৫৭ মিনিট থেকে এবং শেষ হবে ১২ নভেম্বর দুপুর ২টো ৪৪ মিনিটে। এই বছর উদয়া তিথি অনুযায়ী ১২ নভেম্বর অর্থাৎ দীপাবলির দিন দেশ জুড়ে নরক চতুর্দশী পালিত হবে (Narak Chaturdashi 2023)।

১১ নভেম্বর চতুর্দশী তিথি পড়ায় যম পুজো ওই দিন করা যেতে পারে। স্বাস্থ্য অনুযায়ী মনে করা হয় এই দিন যমের পুজো করলে অকাল মৃত্যু থেকে মুক্তি পাওয়া যায়। পুরাণ অনুসারে এই তিথিতে নরকাসুরকে বধ করে দেবতা ও ঋষিরা অসুরের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন। নরক চতুর্দশী তিথিতে সারা শরীরে উবটন লাগিয়ে স্নান করার বিশেষ রীতি প্রচলিত আছে। একে অভ্যঙ্গ স্নান বলা হয়ে থাকে। এ বছর অভ্যঙ্গ স্নানের সময় পড়েছে ১২ নভেম্বর সকাল ৫টা ২৮ মিনিট থেকে ৬টা ৪১ মিনিট পর্যন্ত। এই দিন আরো বেশ কিছু নিয়ম পালন করতে হয়। দেখে নিন সেগুলি কি কি –

১) এই তিথিতে ভোরবেলা স্নান করে স্বচ্ছ পোশাক পরে দিনের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে।
২) এই তিথিতে যমরাজ, শ্রী কৃষ্ণ, মা কালি, শিব, বজরংবলী ও বিষ্ণু দেবের বামন অবতারের পুজো করা উচিত। তাহলে জীবনে শুভ ফল মেলে (Narak Chaturdashi 2023)।
৩) বাড়ির ঈশান কোণে সমস্ত দেবদেবীর প্রতিমা বা ছবি স্থাপন করে পুজো করা উচিত।
৪) দেবতাদের কুমকুমের তিলক অর্পণ করে পুজো সম্পন্ন করা উচিত। এবং পুজোর সময় ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে মন্ত্র জপ মাধ্যমে পুজো সম্পন্ন করা উচিত।