Vastu Shastra tips: আদর্শ ঘরের আকার কেমন হওয়া উচিত? বাস্তু শাস্ত্র দিচ্ছে ৭ টিপস

Make the size of the room according to the tips of Vastu Shastra: নতুন বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন? কিংবা নতুন কোনো বাড়ি কিনতে চলেছেন? বাস্তুশাস্ত্র (Vastu Shastra tips) মেনে বাড়ি তৈরি করছেন তো? অনেক সময় বাড়ি তৈরির সময় বাস্তুশাস্ত্র মেনে বাড়ি তৈরি করা হয় না। বিশেষ করে প্রমোটাররা যখন ফ্ল্যাট তৈরি করে, তখন এই সব বাস্তুশাস্ত্র মেনে তৈরি করে না। এর ফলে অনেক অশুভ প্রভাব পড়ে বাড়ির মানুষের উপর। তাই বাড়ি কেনার আগে বা তৈরি করার আগে অবশ্যই তা বাস্তুশাস্ত্র সম্মত কিনা তা যাচাই করে নেবেন। একটি আদর্শ ঘর কেমন হওয়া উচিত? কী বলছে বাস্তুশাস্ত্র? জেনে নিন।

১) লিভিং রুমের আকার: বাস্তুশাস্ত্র মতে, একটি লিভিং রুমের আয়তন হওয়া উচিত ১৭০ বর্গফুট। লিভিং রুমে যেন পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করতে পারে। লিভিং রুম সর্বদা উত্তর, পূর্ব কিংবা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিত। এর সাথে লিভিং রুমে থাকা আসবাবপত্র পশ্চিম কিংবা দক্ষিণ পশ্চিম দিকে রাখা উচিত।

২) আদর্শ বেডরুম: বাস্তুশাস্ত্র অনুসারে একটি আদর্শ বেডরুমের আয়তন হতে হবে ১৩০ বর্গফুট। উত্তর-পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব দিকে বেডরুমে করা উচিত নয়। এতে সমস্যা সৃষ্টি হয়। সর্বদা দক্ষিণ-পশ্চিম দিকে বেডরুমে রাখা ভালো। এছাড়া শোয়ার ঘরে মন্দির রাখা উচিত নয়।

৩) রান্না ঘরের আকার: বাস্তুশাস্ত্রে (Vastu Shastra tips) ৮৫ বর্গফুট এলাকা জুড়ে প্রশস্ত রান্নাঘর তৈরি নির্দেশ দেওয়া হয়েছে। রান্না ঘরকে ডাইনিং রুম ও লিভিং রুমের সঙ্গে সংযুক্ত রাখা আদর্শ। আর রান্না ঘর বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে রাখা ভালো।

৪) পূজার ঘরের আকার: বাড়িতে পূজার ঘর কিংবা একটি মন্দির থাকা খুবই শুভ। তবে বাস্তুশাস্ত্রে এর কোনো নির্দিষ্ট মাপ বলে দেওয়া নেই। বাড়ির পূর্ব কিংবা উত্তর-পূর্ব দিকে পূজার ঘর রাখা ভালো। তবে কখনোই সিঁড়ি ঘরের নীচে পূজার ঘর করবেন না।

৫) বাথরুমের আকার: বাস্তুশাস্ত্রে (Vastu Shastra tips) একটি আদর্শ বাথরুমের মাপ বলা রয়েছে ৪০ ফুট থেকে ৬০ ফুট। এর বেশি হওয়া উচিত নয়। আর বাথরুম সর্বদা বাড়ির উত্তর বা উত্তর-পশ্চিম দিকে তৈরি করা ভালো।

৬) ঘরের উচ্চতা: একটি ঘরের উচ্চতা কেমন হওয়া উচিত সেটাও বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। শাস্ত্র মতে, একটি ঘরের উচ্চতা ৯ থেকে ১২ ফুট হওয়া উচিত। এর কম হলে তা বাস করার জন্য অস্বস্তিকর।

৭) কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ: অনেকেই কক্ষের দৈর্ঘ্য ও প্রস্থ ১:১.২ অনুপাতে তৈরি করে। তবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra tips) অনুযায়ী, একটি আদর্শ কক্ষের অনুপাত ১:১.৫।