Full Moon: কখনো পূর্ণিমাতে ভুলেও করবেন না এই কাজগুলো; জীবনে নেমে আসতে পারে দুর্যোগ

Never do these things on full moon: বাংলা পঞ্জিকা বাড়িতে থাকলে দেখবেন প্রত্যেক মাসে নিয়ম করে আসে পূর্ণিমা (Full Moon) এবং অমাবস্যা। এই দিনগুলো বিশেষ নিয়ম-কানুন মেনে পালন করতে হয়। অনেকে বিভিন্ন দেবদেবীর পূজা করেন। আবার অনেক ব্যক্তি আছেন যারা পবিত্র স্নান এবং দান ধ্যান করে এই দিনগুলো কাটান। তবে পূর্ণিমা তিথিতে দেব দেবীদের আশীর্বাদ লাভ করতে গেলে কিছু কাজ একেবারেই নিষিদ্ধ। যদি সারা বছর এই কাজগুলো নিয়ম করে করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন।

আমিষ খাবার

হিন্দুশাস্ত্র মতে বিশ্বাস করা হয়, প্রত্যেক মাসির পূর্ণিমারই (Full Moon) বিশেষ কিছু নিয়ম আছে। সেইজন্য তামসিক খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ। অনেকেই পূর্ণিমার দিনে ভগবানকে ভোগ নিবেদন করে থাকেন। তাই এই দিনে আমি না খাওয়াই ভালো। পূর্ণিমা তিথিতে যদি আপনি তামসিক খাবার খান তা অশুভ বলে মনে করা হয়। তামসিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নেশা জাতীয় দ্রব্য সেবনও এড়িয়ে চলা উচিত নয়।

রাগ করা

পূর্ণিমা তিথিতে (Full Moon)কখনোই অন্যের ওপর রাগ দেখাবেন না। এতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এছাড়া কোন ব্যক্তিকে পূর্ণিমার দিনে অপমান করা যায় না। কথা কাটাকাটি, রাগ করে যা তা মুখের উপর বলে দেওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা, অপমান করা, এমন কাজ কখনোই করা উচিত নয়।

আরো পড়ুনঃ কেমন কাটবে ২৭ শে ফেব্রুয়ারি দেখে নিন দৈনিক রাশিফল

চুল-নখ কাটা

অনেকেই হয়তো কুসংস্কার বলে উড়িয়ে দেবেন কিন্তু পূর্ণিমার দিনে (Full Moon)চুল ও নখ কাটা শুভ বলে মনে করা হয় না। পাশাপাশি এই বিশেষ দিনে দাঁড়ি শেভ করা ঠিক নয়। কথিত আছে, এতে পূর্বপুরুষরা রুষ্ট হন।

আরো পড়ুনঃ এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন সর্বদা নাহলেই ঘটবে বিপদ; জানুন বিস্তারিতভাবে

দেরিতে ঘুমনো

আজকালকার নবীন প্রজন্মের ছেলেমেয়েরা দেরি করে ঘুম থেকে উঠতেই বেশি পছন্দ করে। কিন্তু মাসের বিশেষ দিনগুলোতে এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। পূর্ণিমার দিন বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। পূর্ণিমা তিথিতে ব্রাহ্ম মুহুর্তে সকালে ঘুম থেকে উঠা সবচেয়ে শুভ বলে বলা হয়। ব্রাহ্ম মুহুর্তে না জেগে থাকেন অন্তত দীর্ঘ সময়ের জন্য ঘুম এড়ানো উচিত।

কালো পোশাক পরা

কালো জিনিসকে সব সময় অশুভ হলে মনে করা হয়। কখনোই পূর্ণিমার দিনগুলোতে কালো রঙের পোশাক পরা উচিত নয়। এতে ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে। শুঘু পূর্ণিমার দিনেই নয়, কালো পোশাক কখনওই শুভ দিনে পরিধান করা উচিত নয়।