Shiva linga: পূরণ হবে মনস্কামনা যদি শিব লিঙ্গে বেলপত্র অর্পণ করেন এইভাবে, রইল বেলপত্র অর্পনের নিয়ম

Offer belapatra like this to the Shiva Linga to fulfill the wish: হিন্দু ধর্মে সপ্তাহে সাতটি দিনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শব্দের সাতটি দিনই সনাতন ধর্মের কোনো না কোনো দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। তেমনি সাপ্তাহিক সোমবার হল মহাদেব শিবের বার। প্রতি হিন্দু বাড়িতেই নারীরা স্বামী-সন্তান সহ বিভিন্ন কামনার্থে শিবের বার করেন। উপবাস করে শিব লিঙ্গে (Shiva linga) বিল্বপত্র অর্পণ করে জলাভিষেক করেন। কিন্তু তাতেও অনেকের মনোস্কামনা পূরণ হয় না। কারণ বিভিন্ন মনস্কামনা পূরণে বেলপাতা অর্পণের নিয়ম রয়েছে। এই ৫টি নিয়ম মানলে তবেই নির্দিষ্ট মনোবাঞ্ছা পূরণ করেন মহাদেব। আসুন জেনে নিন সেই বেলপত্র নিবেদনের ৫ নিয়মাবলী।

কোন মনস্কামনায় কিভাবে বিল্বপত্র অর্পণ করবেন
  • মানসিক চিন্তা দূরীকরণে:- মানসিক অবসাদে ভুগছেন? জীবনে শান্তি নেই? সোমবারে শিব পূজায় ত্রিপত্র যুক্ত বিল্বপত্রের ডাঁটি ধরে শিব লিঙ্গে (Shiv ling) সমর্পণ করুন। দূর হবে মানসিক চিন্তা। মনে ইতিবাচক ভাবনার আগমন ঘটবে।
  • সন্তানের স্বাস্থ্য উন্নতিতে:- এমন অনেক দম্পতি রয়েছেন যারা সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও সন্তানের গ্রোথ হচ্ছে না, দুর্বল হয়ে পড়ছে। ফলেই সন্তানের স্বাস্থ্য কামনার্থে সোমবার শিবের উপাসনা করুন। পাশাপাশি একটি বেলপাতা নিয়ে দুই ধারের দুটি পাতা স্পর্শ করে শিব লিঙ্গে সমর্পণ করুন। সন্তানের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মনের কামনা পূরণ করবে পার্বতী পতি শিব।
  • ধন-সমৃদ্ধি বৃদ্ধিতে:- অর্থ সংকটে ভুগছেন? কঠোর পরিশ্রমের পরেও অর্থ সঞ্চয় হচ্ছে না? আর্থিক বৃদ্ধিতে শিব লিঙ্গে অর্পণ করুন বেলপাতা। একটি তিন পাতা যুক্ত পরিষ্কার বেলপাতা নিন। বেলপাতার মধ্যভাগের পাতাটি তিন আঙুল দিয়ে ধরে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করুন। ধন-সম্পদ সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হবে। আয়ের উৎস তৈরি হবে।
  • শারীরিক রোগ দূরীকরণে:- গুরুতর রোগে ভুগছেন? কিছুতেই মুশকিল আসান খুঁজে পাচ্ছেন না? শারীরিক রোগ দূরীকরণের মনস্কামনা জানান দেবাদিদেব মহাদেবের কাছে। সোমবার শিবের উপবাস করে একটি কোঁকড়ানো বেলপাতা নিন। তারপর তা মনস্কামনা জানিয়ে শিব লিঙ্গে সমর্পণ করুন। বাবার কৃপায় শারীরিক রোগ থেকে মুক্তি ঘটবে। জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন।
  • গ্রহের দশা কাটাতে:- জন্ম ছকে অনেক ব্যক্তিরই গ্রহের অশুভ অবস্থানে গ্রহ দোষ লাগে। যার ফলে ব্যক্তির জীবনে নানা রকম নেগেটিভ এনার্জি প্রভাবিত হয়। এই গ্রহ দশা কাটাতে একটি বিল্বপত্র নিন। হাতের অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা তিনটি আঙুল দিয়ে বিল্বপত্রের মধ্যভাগ ধরে শিব লিঙ্গে (Shiva linga) অর্পণ করুন। গ্রহ দোষ দূর হয়ে জীবনে শুভ প্রভাব প্রভাবিত হবে। মহাদেবের আশীর্বাদ পাবেন সেই ব্যক্তি।
বিল্বপত্র অর্পণ করার নিয়ম

মাথায় রাখবেন যে মনস্কামনা পূরণেই হোক না কেন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করবেন তিনটি আঙুলের স্পর্শে মধ্যমা, অনামিকা এবং বৃদ্ধাঙ্গুষ্ট। পাশাপাশি অবশ্যই বিল্বপত্র উল্টে অর্থাৎ মসৃণ দিকটি উল্টে শিব লিঙ্গে সমর্পণ করবেন তবেই ফল মিলবে। বাবার কৃপা লাভ করতে পারবেন সেই ব্যক্তি।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?