Effect of planets: রাশি মিলিয়ে দেবীকে নিবেদন করুন! দুর্গার কৃপায় সুখ আসবে

Offer to the goddess by matching the horoscope Effect of planets happiness will come: বাঙালির প্রিয় উৎসব দুর্গোৎসব। এই উৎসবকে ঘিরেই বাঙালি সব দুঃখ ভুলে আনন্দে মেতে ওঠে কয়েকটি দিন। মহালয়ার পর থেকেই শুরু হয় শারদীয়া নবরাত্রি। এই সময় থেকেই দেবী দুর্গার মাতৃশক্তির আরাধনা করা হয়। দেবীর বিভিন্ন রূপের পূজা করা হয় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয়গান গাওয়া হয়। আর এই সময়েই ভক্তরা তাদের রাশি অনুযায়ী দেবী দুর্গার কাছে কিছু নিবেদন করেন তাহলে তারা দেবীর আশীর্বাদ লাভ করতে পারেন (Effect of planets)। আসুন জেনে নেওয়া যাক কোন রাশি অনুযায়ী দেবীর কাছে কি অর্পণ করলে ভালো হয়।

মিথুন

এই রাশির গ্রহ অধিপতি বুধ। এই রাশির শুভ রং হলো সবুজ। তাই পুজোর সময় হোক বা যেকোনো সময় সবুজ রঙের পোশাক বা যেকোনো জিনিস ব্যবহার করা ভালো (Effect of planets)। তবে দেবীর পূজায় এই রাশির জাতক-জাতিকারা লাল ফুল দিয়ে নিজের ঘর সাজাতে পারেন। এতে দুর্গা প্রসন্ন হবেন। কারণ দেবী দুর্গার প্রিয় রং লাল।

মেষ

মঙ্গল হলো মেষ রাশির গ্রহ অধিপতি। যার রং লাল। অন্যদিকে দেবী দুর্গার প্রিয় রং লাল। তাই এই রাশির জাতক-জাতিকারা দেবীর পূজায় লাল রঙের ফুল, ফল বা লাল রঙের কাপড় অর্পণ করতে পারেন। এতে দেবী তুষ্ট হবেন।

বৃশ্চিক

দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে এই রাশির জাতক-জাতিকারা লাল ফুল অর্থাৎ জবা সাথে গুড় দিয়ে পূজা নিবেদন করতে পারেন। পাশাপাশি সোনার গয়না দিয়েও মায়ের পূজা দিয়ে দেবীকে প্রসন্ন করতে পারেন।

কন্যা

এই রাশির গ্রহ অধিপতি বুধ। শুভ রং সবুজ। সেই অনুযায়ী মাতৃশক্তি আরাধনায় এই রাশির জাতকরা দেবীকে সবুজ রঙের ফুল, ফল বা কাপড় দিয়ে পূজা নিবেদন করতে পারেন। এতে দেবীর সর্বকৃপা লাভ করতে পারেন।

কর্কট

চন্দ্র বা চাঁদ হল কর্কট রাশির গ্রহ অধিপতি। শুভ রং সাদা। তাই দেবীর সর্বকৃপা লাভ করতে দেবীকে সাদা রঙের উপকরণ দিয়ে পূজা নিবেদন করতে পারেন। পাশাপাশি পুজোর সময় নিজেও সাদা রঙের বেশি করে খাবার খেতে পারেন।

সিংহ

এই রাশির গ্রহ অধিপতি সূর্য। দেবী দুর্গার বাহন সিংহ। ফলস্বরূপ এই রাশির জাতক-জাতিকাদের ওপর বিশেষ কৃপা থাকে মা দুর্গার। পূজায় দেবীকে প্রসন্ন করতে জবা ফুল, লাড্ডু এবং সোনার গয়না দিয়ে পূজা দিতে পারেন।

তুলা

দেবীর সর্বকৃপা লাভ করতে দেবীর পূজায় সাদা রঙের ফুল, সাদা সাবুদানার পায়েস, লাল রঙের ফুল বা চুনরি দিয়ে পুজো দিতে পারেন।

কুম্ভ

দেবী দুর্গার আরাধনায় আপনি দেবীকে তুষ্ট করতে নীল অপরাজিতা ফুল এবং রুপো দিয়ে পুজো নিবেদন করতে পারেন।

মীন

দেবীকে প্রসন্ন করতে চাইলে পুজো দিন পেস্তাবাদাম, হলুদ ফুল, চুনরি এবং মিষ্টি দিয়ে।

মকর

আপনি মাতৃশক্তি আরাধনায় নীল রঙের কাপড় এবং আমন্ড বাদাম দিয়ে পুজো দিতে পারেন। পাশাপাশি নিজেও এই সময় নীল রঙের কাপড় বেশি করে পড়তে পারেন। যার ফলে দেবী প্রসন্ন হবেন।

ধনু

এই রাশির গ্রহ অধিপতি বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা দেবীর পূজায় হলুদ রঙের যেকোনো উপকরণ, তেল এবং কাপড় দিয়ে দেবীর পূজা দিতে পারেন (Effect of planets)।