Budhha Purnima: মা লক্ষীর কৃপায় বুদ্ধপূর্ণিমায় ভাগ্য খুলবে এই পাঁচরাশির; জানুন বিস্তারিত

On Budhha Purnima fortunes of these five Zodiac signs will open with the grace of Maa Lakshmi: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৪৩১ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ এবং ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী ২৩ শে মে ২০২৪ সালে পালন করা হবে বুদ্ধ পূর্ণিমা (Budhha Purnima)। এই দিন অনেক জায়গাতেই মা লক্ষ্মীর আরাধনা করা হবে। বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীর আরাধনা করা এমনিতেই অত্যন্ত শুভ মনে করা হয়। পাশাপাশি এই দিন যদি আপনি গঙ্গাস্নান করেন তাহলে পুণ্য অর্জন করতে পারবেন। আজকের প্রতিবেদনে জেনে নিন এই বিশেষ দিনে কোন কোন রাশির ভাগ্যে থাকা ঘুরতে চলেছে।

বুদ্ধ পূর্ণিমার দিন আম, বস্ত্র এবং ছাতু দান করুন এতে আপনার সৌভাগ্য ফিরে আসবে। মা লক্ষ্মীর কৃপা এর ফলে আপনার ওপর বর্ষিত হবে। আপনার জীবনের সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপায়। বুদ্ধ হল বিষ্ণুর নবম অবতার। চলতি বছরের বুদ্ধ পূর্ণিমায় (Budhha Purnima) মা লক্ষ্মীর আরাধনা করুন ফল অবশ্যই পাবেন হাতেনাতে। চটজলদি দেখে নিন তালিকায় কার কার নাম রয়েছে।

মেষ রাশি

বুদ্ধ পূর্ণিমার (Budhha Purnima) দিন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে শুভ সময়। জীবনের সর্বক্ষেত্রে লাভের মুখ দেখবেন এরা। যদি আপনার নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা পূরণ হবে খুব শিগগিরই।

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুদ্ধ পূর্ণিমার দিন অত্যন্ত শুভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হবে। জীবন অনেক বেশি সুন্দর হতে চলেছে আপনাদের জন্য।

মিথুন রাশি

চলতি বছরের বুদ্ধ পূর্ণিমাতে (Budhha Purnima) মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে ঘটতে চলেছে বিশাল পরিবর্তন। আর্থিক সমস্যা কেটে যাবে জীবন থেকে এবং অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুনঃ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করলে পাবেন না কোন ফল; জেনে নিন পূজো করার আসল নিয়ম

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকারা এই বুদ্ধ পূর্ণিমাতে অনেক কিছু পেতে চলেছেন এবং আপনাদের জীবনেও বিশাল পরিবর্তন আসবে। সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং পাশাপাশি আপনারা আর্থিক দিক থেকে সচ্ছল হবেন।

ধনু রাশি

ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই বছর বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত শুভ সময় আনতে চলেছে। আর্থিক দিক থেকে আপনারা সচ্ছল হবেন। আপনার রোগের হাত থেকে মুক্তি ঘটবে এবং কর্মজীবনে আপনি উন্নতি লাভ করতে পারবেন।