Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে এই ৪ রাশির উপর বজায় থাকবে বজরংবলীর আশীর্বাদ; জানুন বিস্তারিতভাবে

On Hanuman Jayanti, the blessings of Bajrangbali will remain on these 4 Rasis: বজরংবলী হলেন রামের প্রধান ভক্ত। হিন্দুধর্ম অনুসারে তার পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং বাধাবিপত্তি থেকে নিষ্কৃতি পাওয়া যায়। প্রত্যেক বছর ধুমধাম করে হনুমান জয়ন্তী পালন করা হয়। জানেন কি এই বছর কবে পালন করা হবে? হনুমান জয়ন্তী পালন করা হবে ২৩ এপ্রিল, মঙ্গলবার। চৈত্র মাসের পূর্ণিমা তিথির দিনই হনুমানের জন্ম হয়েছে বলে মনে করা হয়। হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন এই বিশেষ রাশিগুলির উপরে বজায় থাকবে বজরংবলী আশীর্বাদ।

চারটি রাশির জীবনে আগামী মাসে অর্থাৎ হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন নেমে আসবে চরম সৌভাগ্য। সমস্ত কাজেই সফলতা লাভ করবে এরা। হনুমানজির কৃপায় সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এই ৪ রাশি বিশেষ কৃপা পাবেন। পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র পূর্ণিমার তিথি ২৩ এপ্রিল ২০২৪, ভোর ৩টে ২৫ মিনিট থেকে শুরু হবে এবং ২৪ এপ্রিল ২০২৪ সকাল ৫টা ১৮ মিনিটে সমাপ্ত হবে। এই কারণে হনুমান জয়ন্তী পালন করা হবে ২৩ শে এপ্রিল। তারা কোন কোন রাশি আসুন জেনে নিই বিস্তারিতভাবে।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) দিন ভালো সময় থাকবে। অর্থপ্রাপ্তি ঘটবে এবং চাকরির ক্ষেত্রেও বিশ্বাসযোগ্য লাভের সম্ভাবনা রয়েছে। কর্ম ক্ষেত্রে আপনি বিশেষ পদোন্নতি লাভ করতে পারবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারাও বিশেষ লাভ করবে এই সময়ে।

সিংহ রাশি

হনুমানজির কৃপা ও সূর্যের গোচরে এই রাশির জাতকদের লাভই লাভ হতে চলেছে। চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা (Hanuman Jayanti) ভালই কাটবে। দাম্পত্য জীবন আরো মধুর হবে।

আরো পড়ুনঃ শনির কৃপায় মালামাল হতে চলেছে এই পাঁচটি রাশি; তালিকায় আপনি আছেন তো?

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) বিশেষ দিনটি খুবই শুভ। আর্থিক দিক থেকে পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে। আপনার রাশিচক্রে শুভ অবস্থানে থাকা তিন গ্রহ আপনাকে সবদিক দিয়ে লাভ করাবে। দাম্পত্য জীবন ভাল থাকবে।

আরো পড়ুনঃ অভাব অনটন দূর করতে আজই বাড়িতে আনুন কুবেরের প্রিয় গাছ; ফল হবে আশ্চর্যজনকভাবে

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই বিশেষ দিনটি শুভ বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে। বিভিন্ন রকম সমস্যার সমাধান হবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে। চাকরিতে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা পড়ুয়া তাদের জীবনেও সফলতা আসবে।