Shiva Panchaakshari Mantra : পঞ্চাক্ষরী মন্ত্র পাঠের সময় এই ভুল করছেন না তো? করলে পাবেন না প্রার্থনার ফল

Shiva Panchaakshari Mantra : দেবাদিদেব মহাদেবকে বলা হয় সর্বজ্ঞ। তিনি ভোলেনাথ। তার কাছে সব ভক্তই সমান। বিশ্বব্রহ্মাণ্ডে সব কূল তার আরাধনা করেন। শিব উপাসকদের কাছে শিবের পঞ্চাক্ষরী মন্ত্রের গুরুত্ব অসীম। পঞ্চাক্ষরী হিসেবে কেউ বলেন ওম নমঃ শিবায়। আবার কেউ বলেন নমঃ শিবায়। কিন্তু জানেন কি এই দুটি মন্ত্রের মধ্যে রয়েছে বিস্তর ফারাক।

আসুন প্রথমে জেনে নেওয়া যাক পঞ্চাক্ষরী মন্ত্র কি? পাঁচটি অক্ষর নিয়ে শিবের যে মন্ত্র রয়েছে, তাকেই পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। শিবের আরাধনার ক্ষেত্রে যতগুলি মন্ত্র রয়েছে, তার মধ্যে অন্যতম এই মন্ত্র অন্যতম। খুব ছোট্ট হলেও পঞ্চাক্ষরী মন্ত্রের ক্ষমতা অসীম। এই মন্ত্র সমস্ত উপাসকদের জন্য কার্যকরী। যে কোনও ভক্ত এই মন্ত্র জপ করে ভগবান শিবকে খুশি করতে পারেন। পাঁচটি অক্ষর যুক্ত এই পঞ্চাক্ষরী মন্ত্র হল নমঃ শিবায়।

তাহলে যে ওম নমঃ শিবায় বলেন, সেটা কি ভুল? না সেটাও নয়। পঞ্চাক্ষরী এই মঞ্চের সঙ্গে ওম যুক্ত করলে, তার মানে হয়ে যায় অন্য। এই দুটি মন্ত্রের ফারাক রয়েছে সেখানেই। প্রার্থনার সঙ্গে ওম যুক্ত করবেন, নাকি করবেন না, তা আপনার প্রার্থনার ধরন অনুযায়ী ঠিক হবে। তাহলে কখন বলবেন নমঃ শিবায়, আর কখন বলবেন ওম নমঃ শিবায়? আসুন সেটা জেনে নেওয়া যাক।

শিবের পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায়। যেকোনও ভক্ত এই মন্ত্রী পাঠ করতে পারেন। ভোলেনাথকে খুশি করার জন্য এই মন্ত্র পাঠের বিশেষ মুহূর্ত রয়েছে। সোমবার শিবলিঙ্গ অভিষেক করার পর নমঃ শিবায় জব ১০৮ বার করলে, তার সুফল মেলে। যখন কোনও ভক্ত বা সাধক ব্যক্তিগত কার্যসিদ্ধি বা ব্যক্তিগত মনস্কামনা পূরণের জন্য দেবাদীদেব এর কাছে প্রার্থনা করেন, তখন নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়। আপনার পরিবারের সঙ্গে যুক্ত কেউ, আপনার কেরিয়ার অথবা অন্য কোনও বিপদ হরণ করতে নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়।

অন্যদিকে, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয় জগত সংসারের কল্যাণ চেয়ে। যখন আপনার চারপাশে ত্রাহিত্রাহি রব, চারিদিকে ধ্বংস লীলা চলে, যখন আপনি সমগ্র ব্রহ্মাণ্ডের মঙ্গল কামনা করেন, তখন ওম নমঃ শিবায় জপ করার নিদান রয়েছে। এর পিছনেও রয়েছে কারণ। বলা হয় ওম শব্দটি থেকে এই ব্রহ্মাণ্ডের উৎপত্তিস্থল। সমস্ত শব্দের উৎস ওম। তাই যখন আপনি সমগ্র জগত সংসারের কল্যাণ কামনা করবেন, তখন জপ করবেন ওম নমঃ শিবায়।