Hanuman puja mantra: অর্থাভাবকে পিছু হটাবেন হনুমানজি! জানুন তার পুজো পদ্ধতি

Perform Hanuman puja with the proper mantra to repel monetary crisis: হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদন। সেই সূত্র ধরেই মনে করা হয় মঙ্গলবার হনুমানজির পুজো করা অত্যন্ত শুভ। কারণ মঙ্গলবার হনুমানের পুজো করলে তিনি খুশি হয়ে ভক্তকে আশীর্বাদ করেন এবং সেই আশীর্বাদের প্রভাবে ভক্তের জীবন অর্থ, সম্পদ এবং সুখে ভরে ওঠে। সংসারের সকল সংকটের উদ্ধারকর্তা হিসেবে হনুমানজি পূজিত হন।

প্রাচীন হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে তার বীরত্বের কাহিনী কারোর অজানা নয়। পবনদেব এবং অঞ্জনী দেবীর পুত্র হনুমান শিশু কাল থেকেই প্রবল শক্তিশালী ছিলেন। রামের পরম ভক্ত হনুমান রাবণের সঙ্গে প্রবল যুদ্ধ করে সীতা দেবীকে উদ্ধার করে এনেছিলেন। তাই বিশ্বাস করা হয় সঠিক পদ্ধতিতে তার উপাসনা করলে (Hanuman puja mantra) পরিবারের কোনো কুদৃষ্টি বিরাজ করে না। পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় হনুমান শিশুকাল থেকেই খুবই চঞ্চল প্রকৃতির বালক ছিলেন। তার এই চঞ্চল প্রকৃতি এবং প্রবল ক্ষমতার প্রকাশের কারণে ছোটবেলায় বারবার তাকে অভিশাপ লাভ করতে হয়েছিল।

জানা যায় কোনো এক শক্তিশালী ব্যাক্তি তাকে বলেছিলেন ভবিষ্যতে তার শক্তি সম্পর্কে তাকে যদি কেউ স্মরণ করিয়ে দেয় তাহলেই তিনি আবার তার অসীম শক্তি ফিরে পাবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে তাকে মহাশক্তির আধার রূপে চিহ্নিত করা হয়। সেই সঙ্গে বিশ্বাস করা হয় সকল বাধা বিঘ্নকে তিনি নাশ করতে পারেন। একারণেই জ্যোতিষ শাস্ত্র অনুসারে বলা হয় সঠিক পদ্ধতিতে হনুমানজির সেবা করলে (Hanuman puja mantra) জীবন থেকে যে কোনো সমস্যা দূর হয় এবং জীবন সুখে পরিপূর্ণ হয়ে ওঠে। তাই জেনে নিন কোন কোন পদ্ধতি গ্রহণ করে পুজো করলে হনুমানজির আশীর্বাদ লাভ করতে পারবেন।

১) জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মহাশক্তির আধার হনুমানজিকে তুলসি পাতা দিয়ে পুজো দেওয়া অত্যন্ত শুভ (Hanuman puja mantra)।

২) বিশ্বাস করা হয় লাড্ডু হনুমানজির খুব প্রিয় একটি খাবার। তাই হনুমান পুজোর সময় পুজোর প্রসাদ হিসাবে লাড্ডু রাখলে তিনি অত্যন্ত খুশি হন।

৩) শ্রীরামের একজন পরম ভক্ত হলেন হনুমানজি। তার সামনে শ্রীরাম লেখা পতাকা হনুমান রাখলে সেই ভক্তের জীবন থেকে সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট দূর হয়ে যাবে। সেই সঙ্গে হনুমান পুজোর শেষে অবশ্যই রাম নাম জপ করতে হবে (Hanuman puja mantra)। এতে সংসারে সুখ শান্তি বৃদ্ধি পাবে।

৪) মঙ্গলবার হনুমানজিকে পান অর্পণ করলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সফলতা নেমে আসে।

৫) মঙ্গলবার গ্রহশান্তি করলে হনুমানের আশীর্বাদে জীবন থেকে গ্রহের কুপ্রভাব দূর হয় (Hanuman puja mantra)। এবং সব কাজে সাফল্য নেমে আসে।

৬) মঙ্গলবার সহ সপ্তাহের অন্যান্য দিনগুলিতে হনুমানের জপ করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?