Lakshmi Puja on Holi: দোল পূর্ণিমাতে অবশ্যই মা লক্ষ্মীকে পূজা করুন ৬টি উপায়ে; দূর হবে সমস্ত সমস্যা

Perform Lakshmi Puja on Holi in by following these 6 rituals: হিন্দুধর্মের মানুষের কাছে দোল বা হোলি হল একটি গুরুত্বপূর্ণ উৎসব। গোটা দেশের মানুষ রঙের উৎসবে মেতে উঠে এই বিশেষ দিনে। শুধুমাত্র রং খেলাই নয় তার সঙ্গে জড়িয়ে আছে নানা রকম খাওয়া দাওয়া, হই-হুল্লোড়। পাশাপাশি দোল পূর্ণিমা থেকে অনেকের ভাগ্যে আসবে বিরাট পরিবর্তন। দোল উত্‍সব হল আর্থিক সমৃদ্ধির প্রতীক। এই পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পুজো (Lakshmi Puja on Holi) করলে জীবনে আর্থিক সৌভাগ্য আসে বলে মনে করা হয়। একবার চটজলদি দেখে নিন সময়সূচী, আগামী ২৫ মার্চ ২০২৪ সোমবার পালিত হবে দোল উত্‍সব। এই দিনে যদি মা লক্ষ্মীর পুজো করেন অবশ্যই আপনি তার আশীর্বাদ লাভ করতে পারবেন।

শ্রীযন্ত্র প্রতিষ্ঠা

হোলিকা দহনের রাতে বাড়িতে অবশ্যই করুন এই কাজ। একটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন, এর ফল আপনি অবশ্যই পাবেন হাতেনাতে। তার সঙ্গে ১১ হাজার বার ওম শ্রী কমলা কমলায় নমহঃ জপ করুন। এছাড়া শ্রীযন্ত্র একটি লাল কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন। এছাড়া আপনি লাল কাপড়ের মধ্যে কয়েক দানা চালও রাখতে পারেন। এর ফলে আপনার সব আর্থিক সমস্যা কেটে যাবে।

আলপনা ও স্বস্তিক চিহ্ন

হোলির আগের দিন ধুমধাম করে পালন করা হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। সকালবেলা অবশ্যই সমস্ত বাড়ি ভালোভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর বাড়ির মূল দরজায় স্বস্তিক আলপনা আঁকুন।এছাড়া ন্যাড়া পোড়ার দিন সন্ধেবেলা কর্পূর ও লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান। অবশ্যই রাতে ১১ বার লক্ষ্মী স্তোত্র ও লক্ষ্মী চালিশা পাঠ করুন।

তামার মুদ্রা

হোলি কিংবা দোল পূর্ণিমায় মা লক্ষ্মীর পুজো করার পর লক্ষ্মীর (Lakshmi Puja on Holi) ঝাঁপিতে একটি তামার মুদ্রা রাখুন। আপনার জীবনের সমস্ত দুঃখ-কষ্ট খুব সহজেই দূর হয়ে যাবে।

ক্ষীর নিবেদন

ক্ষীর মা লক্ষ্মীর প্রিয় খাবার। হোলিকা দহনের দিন (Holi)সকালে মা লক্ষ্মীর পুজো করে ক্ষীর নিবেদন করুন। এদিন মা লক্ষ্মীর পুজোয় ক্ষীর নিবেদন করলে আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন

আরো পড়ুনঃ শনির কৃপায় টাকার পাহাড়ে বসতে চলেছে এই তিন রাশি; জানুন আজকের প্রতিবেদনে

রূপোর মুদ্রা

দোলের দিন (Holi) আপনি যদি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে অবশ্যই একটি রুপোর টাকা তাঁর পায়ের কাছে লাল আবীর মাখিয়ে নিবেদন করুন। পরে এই টাকাটা নিজের ব্যাগে রেখে দিন। পার্সে টাকাটা রাখার সময় জপ করুন ‘ওম শ্রী ক্লীন মহালক্ষ্মী মহালক্ষ্মী এহেহি সর্ব সৌভাগ্যম দেহি মে স্বহা।‘কোনদিনও আপনাকে অর্থ কষ্টে ভুগতে হবে না।

আরো পড়ুনঃ শনির কৃপায় মালামাল হতে চলেছে এই পাঁচটি রাশি; তালিকায় আপনি আছেন তো?

মা লক্ষ্মীকে নিবেদন

আগামী দোল পূর্ণিমায় ক্ষীর, মালপোয়া ও মধু একসঙ্গে মিশিয়ে হোলিকা দহনের আগুনে নিবেদন করুন। পাশাপাশি আপনাকে ওম শ্রী লক্ষ্মমায়ি স্বহা মন্ত্র ১০৮ বার জপ করতে হবে। আপনি যদি কঠোর পরিশ্রম করেও সৌভাগ্য লাভ করতে না পারেন, এই টোটকা অনুসরণ করলে তার ফল আপনি হাতেনাতেই পাবেন।