Baba Lokenath Puja Rituals: আগামী ১৯শে জ্যৈষ্ঠ বাবার চরণে দিন এই নীল ফুল; ফল পাবেন হাতেনাতে

Place this blue flower at his feet on the next 19th Baba Lokenath Puja Rituals: বাবা লোকনাথ ব্রহ্মচারীর ভক্তসংখ্যা প্রচুর এবং বাবাকে নিয়ে সকলের মধ্যে ধর্মীয় আবেগ কাজ করে ভীষণভাবে। তাঁর ভক্তরা তাঁকে নানারকম বিপদে স্মরণ করে এবং সেখান থেকে উদ্ধার করেন বাবা স্বয়ং এমনটাই ভক্তদের মধ্যে বিশ্বাস। তাঁর জন্মদিবস কিংবা মৃত্যুদিবস দুটোই ধুমধাম এবং আড়ম্বরের সঙ্গে পালন করা হয়, প্রত্যেকটি মন্দির ও ভক্তদের বাড়ি বাড়ি। আজকের প্রতিবেদনে জানতে পারবেন বাবাকে (Baba Lokenath Puja Rituals) সন্তুষ্ট করতে পারবেন কোন কোন উপায়ে।

আগামী ১৯শে জৈষ্ঠ অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২রা জুন পালন করা হবে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। একেবারে ঘরোয়া উপকরণের দ্বারাই বাবাকে সন্তুষ্ট করতে পারবেন তাঁর ভক্তরা। কিন্তু কিভাবে পুজো করলে বাবাকে সন্তুষ্ট করা যাবে এবং কোন কোন উপকরণের প্রয়োজন তা আপনারা হয়তো অনেকেই জানেন না। সেটাই জানতে পারবেন আজকের প্রতিবেদনে।

বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজোতে সাদা ফুল অতি অবশ্যই প্রয়োজনীয়। সাদা ফুল দিয়ে পুজো দিলে বাবা সন্তুষ্ট হন তাঁর ভক্তদের প্রতি। পাশাপাশি আরও একটি ফুল বাবার চরণে নিবেদন করতে পারেন, সেটি হল নীল শাপলা কিংবা নীল শালুক ফুল। তাঁর চরণে এই ফুল নিবেদন করলে তিনি সন্তুষ্ট হন ভক্তদের উপর।

আরো পড়ুনঃ ১ না ২! লোকনাথ ব্রহ্মচারীর পুজো কবে? জানুন সঠিক দিনক্ষণ

এছাড়া এই বিশেষ দিনে বাবাকে নিবেদন (Baba Lokenath Puja Rituals) করুন অমৃতি, পায়েস এবং যেকোনো সাদা রঙের মিষ্টি। পাশাপাশি জানুন কোন বিশেষ ফলে সন্তুষ্ট হবেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। তাঁর পুজোর ফলপ্রসাদে আপনাকে রাখতে হবে তালশাঁস এবং কালো জাম৷ এছাড়াও সাজিয়ে দিতে পারেন আম, কালোজাম, লিচু-সহ নানা মরশুমি ফল৷

বাবা লোকনাথের পুজো করুন প্রতি সোমবার। এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তাঁদের বিশ্বাস তাঁর পুজো করলে সংসারে বজায় থাকবে সুখশান্তি ও সমৃদ্ধি। তাই এই নিয়মগুলি অবশ্যই পালন করুন।