Tulsi plant for money: ভুল দিকে রাখলে ঘোর অনর্থ! তুলসী রাখার সঠিক দিক জানুন

Placing the Tulsi tree in the wrong direction will lead to money shortage: বর্তমানে আধুনিক সময়ে এখনো অনেকেই রয়েছেন যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাস করেন। বাস্তুশাস্ত্র মতে এখনো এমন কিছু নিয়ম রীতি রয়েছে যা গৃহের সুখ ও শান্তি বজায় রাখতে দারুন কার্যকরী (Tulsi plant for money)। তবে নিয়মে ভুল হলে তা আবার বিপদ ডেকে আনতে পারে। যেমন তুলসী গাছ। বাস্তুশাস্ত্র বলছে, তুলসী গাছ যেমন উপকারী তেমন ভুল নিয়ম করলে অপকারীয় বটে।

এই তুলসী গাছ অত্যন্ত উপকারী একটি গাছ। যা শারীরিক সমস্যার সহায়তা করে। পাশাপাশি গৃহের সুখ-শান্তিও বজায় রাখে। শাস্ত্র মতে এই তুলসী গাছকে অত্যন্ত ‘পবিত্র’ বলে আখ্যা দেওয়া হয়। বহুগুণ সম্পন্না এই তুলসী গাছ। এই তুলসী গাছে রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেম্যাটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। সর্দি-কাশিতে এই তুলসী গাছের পাতা অত্যন্ত কার্যকরী। তবে শুধু ঔষধি গুণ নয়, গৃহে পজিটিভ এনার্জি প্রবেশ করাতেও এই তুলসী গাছ বেশ উপকারি (Tulsi plant for money)। আপনি কি গৃহে তুলসী গাছ বসাতে চান বা বসিয়েছেন? তাহলে জেনে নিন তুলসী গাছ বসানোর উপযুক্ত দিক এবং উপকারিতা ও অপকারিতা সম্পর্কে।

তুলসী গাছ বসানোর শুভ দিক

বহুগুণ সম্পন্না তুলসী গাছ আজকের নয়, যুগ যুগ ধরে বহু বাড়িতে বা মন্দিরে এই তুলসী গাছ পালিত হয়ে আসছে। এমনকি বিভিন্ন পূজা-অনুষ্ঠানে উপকরণ হিসেবে একটি প্রয়োজনীয় উপকরণ এই তুলসী পাতা। তবে তুলসী গাছ গৃহে যদি বসাতে চান তা বসানোর সঠিক দিক রয়েছে। বাস্তুশাস্ত্র বলছে, তুলসী গাছ বসানোর শুভ দিক হলো পূর্ব দিক। কারণ এর প্রথম সূর্য রশ্মি যদি তুলসী গাছে পরে তা গাছ সহ গৃহের জন্য খুবই উপকারী। তবে পূর্ব দিকে এই গাছ বসানো যদি সম্ভব না হয় তাহলে উত্তর বা পশ্চিম দিকে বসাতে পারেন। তবে ভুলেও দক্ষিণ দিকে বসাবেন না তুলসী গাছ। যা গৃহের ক্ষতিসাধন করতে পারে। গৃহে নেতিবাচক প্রভাব বয়ে আনতে পারে। তুলসী গাছ সব সময় রৌদ্দ্রজ্বল পরিবেশে রাখবেন। নিয়মিত সারও দিতে পারেন। তবে এই গাছের গোড়ায় জল জমতে দেওয়া যাবে না।

তুলসী গাছের উপকারিতা
  • বাড়িতে তুলসী গাছ বসালে তা একটি বা একাধিক বসাতে পারেন। তবে সবসময় তুলসী গাছ বিজোড় সংখ্যা অর্থাৎ একটি, তিনটি, পাঁচটি এমন সংখ্যায় বসাবেন। যার ফলে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে।
  • এছাড়াও, তুলসী গাছ বাড়িতে রাখলে তা পারিপার্শ্বিক ক্ষতিকর উপাদান শোষণ করে বিশুদ্ধ বাতাস প্রদান করতে সহায়তা করে।
  • বাস্তুশাস্ত্র মতে, তুলসী গাছ নেগেটিভ এনার্জি দূর করতে অত্যন্ত কার্যকারী। যদি তা ঠিক জায়গায় থাকে।
  • গৃহে তুলসী গাছ রাখলে তা বাড়ির পরিবেশ শান্ত রাখে। গৃহের আর্থিক দিক উন্নত হয় (Tulsi plant for money)। পরিবারের একতা এবং সুস্বাস্থ্যের বার্তা বহন করে। সম্পর্ক মজবুত করে। পাশাপাশি সেই পরিবারে কোনো সমস্যা এলে তুলসী গাছের প্রভাবে তা সমাধানও দ্রুত হয়।