Pochetgarh Shiv Linga: মাটির তলা থেকে আবির্ভাব হলো এই শিবলিঙ্গ; কোথায় ঘটলো এই কাণ্ড?

Pochetgarh Shiv Linga emerges from the underground: পটাশপুরের গভীর জঙ্গলের মধ্যে দেখা গেছিল এক উঁচু ঢিবি এবং সেখানেই কয়েকটা গরু এসে প্রত্যেকদিন দাঁড়াতো। তাদের বাঁট থেকে ঝরে পড়তো দুধ। এই অলৌকিক খবর নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং কানে পৌঁছে যায় রাজা কালুমুরারির। তিনি তৎক্ষণাৎ পটাশপুরের জঙ্গল সাফ করার ব্যবস্থা করেন। এবং যেই বিশেষ জায়গায় গরুরা অদ্ভুত আচরণ করতো সেইখানে খননকার্য চালান। শুনতে অদ্ভুত লাগলেও এই কাহিনী প্রচলিত গোটা পটাশপুরে। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কোথায় এই পটাশপুর? এটি অবস্থিত অধুনা পূর্ব মেদিনীপুর জেলায়। সেই উঁচু ঢিবি খনন করে পাওয়া গেছিল এক আস্ত শিবলিঙ্গ (Pochetgarh Shiv Linga)।

এলাকাটি বিখ্যাত পচেটগড় নামে, এর পেছনেও লুকিয়ে আছে এক অদ্ভুত কাহিনী। কেন এই অদ্ভুত নাম হয়েছে জায়গাটির জানেন কি তা? প্রাচীনকালে যখন সারা ভারতবর্ষ ছিল মোগল শাসনের অধীনে, সেই সময় মসনদে রাজত্ব করছিলেন জাহাঙ্গীর। এই কালু মুরারিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলা বিহার এবং তাম্রলিপ্ত বন্দরের দেখাশোনা ও পরিচালনা করার জন্য। নিজের কাজ আরো ভালোভাবে পালন করার জন্য তিনি পটাশপুর এলাকার খাঁর কল্যাণপুরে বসবাস করতে শুরু করেন এবং তখনই নিজের কর্মচারীর মারফত জানতে পারেন এই আশ্চর্যজনক ঘটনা। কিভাবে উদ্ধার করা হয়েছিল সেই শিবলিঙ্গ (Pochetgarh Shiv Linga)।

কথিত আছে যে, যখনই মাটি খুঁড়ে এই শিবলিঙ্গ উদ্ধার করার চেষ্টা হয়েছিল তখনই আঘাতপ্রাপ্ত হয় শিবলিঙ্গটি (Pochetgarh Shiv Linga)। এমনকি ভেঙ্গে পর্যন্ত গিয়েছিল যাতে খুবই দুশ্চিন্তায় পড়ে যান কালুমুরারি। রাত পুরোহিতের নির্দেশে তিনি বেনারস থেকে আনান আরও চারটি শিবলিঙ্গ। আগের শিবলিঙ্গের পাশেই বসানো হয় আরও চারটি শিবলিঙ্গকে। এভাবেই রাজা কালুমুরারি দাস মহাপাত্র নির্মাণ করেন পঞ্চেশ্বর মন্দিরের।

আরো পড়ুনঃ কেন ছাই ভস্ম মেখে থাকেন ভগবান শিব? শিবরাত্রির পূর্বে জেনে নিন মহাদেবের অজানা কাহিনী

এই পঞ্চেশ্বর মন্দির থেকে এই পচেটগড় গ্রামের উৎপত্তি হয়েছে। এখানেই তিনি নির্মাণ করেছিলেন তার রাজবাড়ী। পরবর্তীকালে রাজবাড়ীর সকল রাজারাই শিব পুজোয় ব্রতী হন এবং তারা সকলেই শৈব হয়ে যান। বর্তমানে যিনি রাজ পুরোহিত তিনি বলেছেন একসময় এখানে জঙ্গল ছিল এবং গরুরা একটা উঁচু ঢিবির সামনে এসে দাঁড়াতো এবং তাদের বাঁট দিয়ে দুধ ঝরে পড়তো। এই স্থান থেকে উদ্ধার হয়েছে এই শিবলিঙ্গ (Pochetgarh Shiv Linga)।

আরো পড়ুনঃ ব্যবসাতে অর্থই হলো শেষ কথা! বিস্তারিত জানতে পড়ুন আজকের প্রতিবেদনটি

বর্তমানে এলাকাবাসীর এই মন্দির নিয়ে উৎসাহের কোন শেষ নেই। শিবরাত্রির শুভতিথি উপলক্ষে এখানে দশ দিন যাবত হয় মেলা। শিবের মাথায় জল ঢালতে আশেপাশের প্রচুর মানুষের ভিড় জমে এই মন্দিরে। যদি কোন কারনে এলাকায় অনাবৃষ্টি হয় তাও নাকি গ্রামবাসীর উপরে আশীর্বাদ বজায় রাখেন স্বয়ং মহেশ্বর। যদি বৃষ্টি না দেখা দেয় এই মন্দিরে ১০৮ টি বেলপাতা দিয়ে পুজো শুরু হয়ে যায়। শিব লিঙ্গের মাথায় ঢালা হয় ১০৮ টি কলসির জল। এরকমই নানা অলৌকিক কাহিনী ঘুরে বেড়াচ্ছে এই মন্দিরকে কেন্দ্র করে।