Ratanti Kali Puja: এই দিন নাকি রটে গিয়েছিল কালীর মহিমা, কি আছে রটন্তী কালী পূজার ইতিহাস!

Ratanti Kali Puja is observed on Chaturdashi of Krishna Paksha of Magha month: রটন্তী কালী পূজা (Ratanti Kali Puja) মাঘ মাসে প্রধানত ভারতের পূর্বাঞ্চলে দেবী শক্তি উপাসকদের দ্বারা পালন করা হয়। দিনটিতে দেবী কালীর পূজা করা হয়। এই দিনে দেবী কালীকে সদয় মায়ের রূপে পূজা করা হয়। এই বছর রটন্তী কালী পূজা পড়েছে ৮ই ফেব্রুয়ারি। ৮ই ফেব্রুয়ারি থেকে চতুর্দশী থাকবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। দিনটিকে রটন্তী চতুর্দশী নামেও অভিহিত করা হয় এবং বাংলার মুর্শিদাবাদ, নদীয়া এবং বীরভূম জেলায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে।

রটন্তী কালী পূজা (Ratanti Kali Puja) মাঘ কৃষ্ণপক্ষ চতুর্দশীতে বা মাঘ মাসের চাঁদের অস্তমিত পর্বের ১৪তম দিনে পালন করা হয়। দক্ষিণেশ্বর কালী মন্দিরেও দিনটির অত্যন্ত তাৎপর্যপূর্ণ রয়েছে। মানুষ পাপ মোচনের জন্য পবিত্র নদীতে স্নান করেই দিনে বিপুল সংখ্যক মানুষ কালী মন্দিরে যান এবং প্রার্থনা করেন। কথিত আছে যে, রটন্তী-র অর্থ হল “প্রিয়।” আরেকটি বিশ্বাসও রয়েছে যে রটন্তী মানে ‘তারা কথা বলে।’

রটন্তী পুজার (Ratanti Kali Puja) ইতিহাস পাওয়া যায় শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমকাহিনীতে। রাধার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ। তার স্ত্রীর প্রতি ছিলে অগাধ বিশ্বাস। অপরদিকে রাধার মন মজেছিল শ্রীকৃষ্ণের বাঁশিতে। তাই কৃষ্ণ যখনই বাঁশি ধরতেন, রাধা তখনই তার ঘর, সংসার ফেলে ওই বাঁশির সুরে ছুটে চলতেন। তার ননদ, শাশুড়ি সকলেই নিন্দা করতেন। কিন্তু তার স্বামী এই কথা কিছুতেই বিশ্বাস করতেন না।

আরো পড়ুনঃ ভূতের প্রাসাদ দেখার ইচ্ছা থাকলে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে

বিখ্যাত কালীর সাধক রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে কে না চেনেন। তিনি স্বয়ং রটন্তী কালী পূজার সম্পর্কে বেশ কিছু তথ্য জানিয়ে দিয়ে গেছেন। তিনি বলেছেন, এই পবিত্র দিনে সকলের নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয়। তার কারণ আমিষ আহার গ্রহণ করলে কোন না কোন প্রাণীকে হত্যা করা হবে। রটন্তী কালী পূজার মতো পবিত্র দিনে প্রাণী হত্যা পাপের সমান। তাই অন্তত এই দিনটিতে নিরামিষ খাওয়াই উচিত। এই দিন যে সমস্ত ব্যক্তিরা দেবী কালীর সাধনা করবেন, পূজা করবেন তারা তাদের জীবন থেকে পাপ খন্ডনে সমর্থ হবেন।

আরো পড়ুনঃ এই মন্দিরে পুরুষের প্রবেশ সম্পূর্ন ভাবে নিষিদ্ধ! এর কারণ কি জানুন!

এছাড়া ‘রটন্তী’ কথার অপর একটি অর্থ হল রটে যাওয়া। রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের মতে এই দিনে দেবী কালীর মহিমা জগতের আনাচে-কানাচে রুটে গিয়েছিল। তাই এই পূজাকে রটন্তী কালী পূজা বলা হয়ে থাকে। এই দিন গঙ্গা স্নান করে শুদ্ধ মনে ও শুদ্ধ শরীরে দেবীর পূজা করলে সকলের মঙ্গল হয়।