Broken mirror: ভাঙা কাঁচ মানেই দুর্ভাগ্য? বাস্তুবিদরা কিন্তু অন্য কথা বলছেন

Seeing a face in a broken glass mirror is good or bad: হিন্দু ধর্মের মানুষদের মধ্যে অনেক বিষয় নিয়ে নানা ধারণা প্রচলিত রয়েছে। যেগুলি যুগ যুগ ধরে মানুষ মেনে আসছে। এর সঙ্গে শুভ ও অশুভের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। অনেকেই বিশ্বাস করেন, দৈনিক জীবনে ঘটে চলা ঘটনা আমাদের জীবনে শুভ ও অশুভের ইঙ্গিত দেয়। যেমন অনেকে কাঁচ ভেঙে (Broken mirror) যাওয়াকে অশুভ শক্তির ইঙ্গিত বলে মনে করেন। বিশেষ করে বাড়িতে আয়না ভেঙে যাওয়া অশুভ লক্ষণ বলে ধরা হয়।

পরিবারের আর্থিক ক্ষতি, মানসিক চাপ বৃদ্ধি ইত্যাদির পিছনে নানা কারণ কাজ করে থাকে। বাস্তুশাস্ত্রে এ বিষয়ে অনেক নিয়ম বলা রয়েছে। আমাদের প্রতিদিন কী ভাবে চলা উচিত বা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে প্রত্যেকটি জিনিস আমাদের জন্য কতটা শুভ তার বর্ণনা রয়েছে বাস্তুশাস্ত্রে। অনেকে মনে করেন, বাড়িতে ভাঙা কাঁচ, ভাঙা দরজার, ভাঙা মূর্তি, ভাঙা বিছানা ইত্যাদি রাখলে ক্ষতিকর প্রভাব পরে। যদিও কাঁচ ভাঙা (Broken mirror) নিয়ে বাস্তুশাস্ত্র অন্য কথা বলছে।

বাস্তুশাস্ত্র মতে, কাঁচ ভাঙার শুভ সংকেত গুলো কী কী জানুন-

● বাস্তুশাস্ত্রে কাঁচ ভেঙে (Broken mirror) যাওয়া নিয়ে অনেক শুভ ইঙ্গিত দেওয়া রয়েছে। কাঁচ এমনিতে ভঙ্গুর। সহজে ভেঙে যায়। তবে কাঁচ ভেঙে গেলে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ বাস্তুশাস্ত্র মতে, কাঁচ ভাঙা অসুস্থ মানুষের স্বাস্থ্যের উন্নতিকে ইঙ্গিত করে।

● বাস্তুশাস্ত্রে কাঁচ ভেঙে যাওয়া নিয়ে অনেক বর্ণনা রয়েছে। যেখানে বলা হয়েছে যদি হটাৎ করে কাঁচ ভেঙে যায়, তাহলে বুঝতে হবে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করছিল তবে কাঁচ বা আয়না ভেঙে যাওয়ার তা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। কারণ ভাঙা কাঁচ অশুভ শক্তি আত্মস্থ করে নেয়।

● বাস্তুশাস্ত্রে অনুসারে, বাড়ির আয়না বা দরজা-জানালার কাঁচে ফাটল শুভ শক্তিতে ইঙ্গিত। যদি বাড়ির দরজা বা জানালায় কিংবা আয়নায় ফাটল দেখা দেয় তাহলে চিন্তায় পড়ার কোনো কারণ নেই। হতে পারে বাড়িতে অর্থের আগমন ঘটতে চলেছে।

● তবে অনেকেই বাড়িতে গোল বা ডিম্বাকৃতির আয়না লাগিয়ে থাকেন। কারণ এগুলি দেখতে খুব সুন্দর হয়। কিন্তু বাস্তুশাস্ত্র মতে, এই ধরণের আয়না বাড়ির শুভ শক্তিকে টেনে নেয়। যে কারণে বাড়িতে চার চৌক বা চতুর্ভূজ আকৃতির আয়না লাগানো উচিত।

সুতরাং এবার থেকে বাড়িতে কাঁচ (Broken mirror) বা আয়না ভেঙে গেলে অযথা চিন্তার কোনো কারণ নেই। কারণ কাঁচ ভাঙা কোনো অশুভ শক্তির লক্ষণ নয়, বরং এটি শুভ। তাই এবার থেকে কাঁচ ভেঙে গেলে চিন্তা না করে চুপ চাপ কাঁচের টুকরো পরিষ্কার করে ফেলে দিন। নয়তো সেই ভাঙা টুকরো থেকে অশুভ কিছু ঘটতে পারে।