Shani Dev: সংসারের মঙ্গল চাইলে শনিবার ভুলেও খাবেন না এই ৫টি জিনিস! শনির দশা আপনাকে কুরে কুরে খাবে!

Shani Dev: সকলেই চান শনিদেবকে ঠাণ্ডা রাখতে। তাই সপ্তাহের একটা দিন অর্থাৎ শনিবার বড়ঠাকুরকে পুজো করে থাকেন। এমনকি প্রভুকে খুশি করার জন্য নানারকমের নিয়মনিষ্ঠাও পালন করেন। মন্দিরে গিয়ে সরষে তেলের প্রদীপ জ্বালিয়ে, কেউ কেউ আবার তিল অর্পণ করে মহারাজকে তুষ্ট করতে চান। তবে কর্মের দাতা শনিকে তুষ্ট করে এত সহজ নয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে মহারাজকে তুষ্ট করতে চাইলে শনিবার এই কয়েকটি খাবার না খাওয়াই মঙ্গল। এই খাবারের কারণে গরমগ্রহ শনি (Shani Dev) আপনাকে হাত খুলে অভিশাপ দেন।

লাল লঙ্কা

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনিবার শনিঠাকুরকে (Shani Dev) ঠাণ্ডা করা হয়। তাই তিনি সর্বদা শীতল জিনিস পছন্দ করেন। কিন্তু লাল লঙ্কার প্রভাব আপনার মন আর শরীর গরম করে তোলে, পাশাপাশি শনি ঠাকুরও গরম হয়ে যায়। শুধু তাই নয়, লাল লঙ্কার কারণে শনিদেবের অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে। তাই শনিবার করে লাল লঙ্কা খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন।

মুসুরি ডাল

শনিবার দিন ভুলেও মুসুরি ডাল পাতে রাখবেন না। যেহেতু মুসুরি ডালের রং লাল। তাই মনে করা হয়, এই ডাল মঙ্গলের সাথে সম্পর্কিত। জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনি (Shani Dev) এবং মঙ্গল হচ্ছে একে অপরের শত্রু। তাই শনিবার এই মুসুরির ডাল খেলে আপনার উপর সাড়ে সাতি কিংবা ধাইয়ার প্রভাব পড়তে পারে। তাই এদিন মুসুরি ডাল এড়িয়ে চলাই ভালো।

দুধ

এদিন দুধ কিংবা দুগ্ধজাত কোন জিনিসও খাবেন না। শনিবার দই বা দুধ খেলে শনির (Shani Dev) বক্র দৃষ্টি আপনার উপর পড়তে পারে। শুধু তাই নয়, বড়ঠাকুরের কুপ্রভাবে কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যবসায় নানাবিধ সমস্যা তৈরি হয়। এমনকি মানসিক শান্তি পর্যন্ত নষ্ট হতে থাকে। এবং যেকোনো কাজেই শুধু জটিলতা দেখা যায়।

আরো পড়ুন: বিনামূল্যে পেলেও এই ৫টি জিনিস বাড়ি আনবেন না! শনির কোপে পড়া অবসম্ভাবী

আমের আচার

বিষয়টি শুনে অবাক লাগলেও, প্রচলিত বিশ্বাস অনুসারে শনিবার করে আমের আচার খাওয়া উচিত নয়। অনেকের মতে আমের আচার খেলে সূর্য পুত্র এতটাই রেগে যান যে আপনার চরম অবনতি হতে শুরু করে। বিশেষ করে, অর্থ সংক্রান্ত ক্ষয়ক্ষতি শুরু হয়। সংসারে অভাব অনটনের মত সমস্যা দেখা দেয়। তাই জীবনে কাঙ্গাল দশা না চাইলে,শনিবার করে আমের আচার খাওয়া বন্ধ করুন।।

কালো তিল

যদি শনিবার করে আপনারা কালো তিল খেয়ে থাকেন, এই কাজ করা এখনই বন্ধ করুন। পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেবের (Shani Dev) অত্যন্ত প্রিয় হচ্ছে কালো তিল। তাই শনিবার বড় ঠাকুরের প্রিয় জিনিস দান করা কিংবা খাদ্য হিসেবে গ্রহণ করা কোনটাই পছন্দ করেন না তিনি। নইলে ঘোরতর সমস্যা তৈরি হতে পারে।