Shani sade sati 2023: শনির সাড়ে সাতি রোষ কোপ বড় খারাপ! কি করলে মুক্তি পাবেন?

Saturn’s sade sati is the way to get rid of dosha: শনির সাড়ে সাতি দশাকে নিয়ে প্রতিটি মানুষই দুশ্চিন্তায় থাকে৷ কারণ একবার নিজের জন্মকুণ্ডলীতে এই সাড়ে সাতি যোগ তৈরি হলে আপনাকে জীবনে নানা ক্ষতির সম্মুখীন হতে হবে৷ জ্যোতিষশাস্ত্রে শনিকে অশুভ ও নিষ্ঠুর গ্রহ হিসাবে চিহ্নিত করা হয়৷ শনিকে বলা হয় কর্ম বিচারক৷ কোনো মানুষের কর্ম অনুযায়ী শুভ-অশুভ ফল দেন শনি৷ শনি তুষ্ট থাকলে সেই ব্যক্তির জীবন সুখ-সমৃদ্ধি-সৌভাগ্যে ভরে ওঠে৷ কিন্তু কোনো ব্যক্তির প্রতি রুষ্ট শনিদেব তার জীবনকে নরক করে দিতে পারেন৷ শনির সাড়ে সাতি দশা (Shani sade sati 2023) জীবনের উপর নানা কু-প্রভাব বিস্তার করে৷

শনির সাড়ে সাতির (Shani sade sati 2023) প্রকোপ থেকে বাঁচতে নানা ব্যবস্থা অবলম্বন করার কথা বলা হয় জ্যোতিষশাস্ত্রে৷ কালো তিল শনিদেবের অত্যন্ত পছন্দের জিনিস৷ তাই শনিদেবের পছন্দের এই কালো তিল শনিবার দান করলে এবং নীলা রত্নটি শরীরে ধারণ করলে সাড়ে সাতির প্রভাব থেকে বাঁচা সম্ভব৷ তবে কোনো গ্রহরত্ন ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নেবেন৷

শনিবার শমী বা অশ্বত্থ গাছের পুজো করলে শনি দেবতার আশীর্বাদ পাওয়া যায়৷ শাস্ত্র অনুযায়ী মনে করা হয় এই দুটি গাছ শনিদেবের অত্যন্ত পছন্দ৷ তাই এই দুই গাছের পুজো করলে তিনি খুশি হন৷ সুতরাং প্রতি শনিবার এই দুটি গাছকে ভক্তিভরে পুজো করুণ, গাছের তলায় প্রদীপ জ্বালান৷

শনিবার অসহায় গরীব মানুষদের কিছু দান করলেও শনিদেব অত্যন্ত তুষ্ট হন৷ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় লোহা, তিল, সরিষার তেল এবং ছায়া দান করলে শনিদেবের প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ তাই শনিবার এই সমস্ত দাতব্য কাজগুলি করে মানুষের মঙ্গলসাধনের পাশাপাশি নিজের মঙ্গলের উদ্দেশ্যেও ক্রুদ্ধ শনিদেবকে সন্তুষ্ট রাখুন৷

বলা হয় শনিকে তুষ্ট রাখতে “ওম শন শনাইশ্চরায় নমঃ” মন্ত্রটি অত্যন্ত কার্যকরী৷ এই মন্ত্র প্রতিনিয়ত নিয়মমাফিক জপে শুভ ফল পাওয়া সম্ভব৷ এছাড়া শনিবার শনি দেবতার পুজো করলে ও শনিবার হনুমান চল্লিশা পড়লে শনির সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্তি মেলে৷

এই সব উপায়গুলি মেনে চললেই এবছর শনির সাড়ে সাতি দশা(Shani sade sati 2023) আর আপনার জীবনকে বিপন্ন করে তুলতে পারবে না৷ এগুলি মেনে চলুন এবং শনিদেবকে সন্তুষ্ট রাখার মাধ্যমে নিজের জীবনকেও সুখ-সমৃদ্ধিতে পূর্ণ রাখুন৷