Shree Krishna quotes: যে যেমন ঈশ্বর ভজনা করবেন, সে তেমনি ঈশ্বরের সান্নিধ্য পাবেন, উল্লেখ রয়েছে গীতার এই শ্লোকে

Shree Krishna quotes of Gita can change your life: প্রাচীন ভারতীয় সংস্কৃতির প্রধান দুটি মহাকাব্য হল রামায়ণ-মহাভারত। সেই মহাকাব্যের মধ্যে মহাভারতের এক অন্যতম অংশ হলো শ্রীমদ্ভাগবত গীতা। যা ৭০০ শ্লোক এবং ১৮টি অধ্যায় নিয়ে সংগঠিত। এই গীতাকে সপ্তসতীও বলা হয়। যার রচয়িতা হলেন বেদব্যাস এবং কথক হলেন শ্রীকৃষ্ণ। মূলত মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে সত্যের পথ অনুসরণ করার যে পরামর্শ দিয়েছেন তাই শ্লোক আকারে গীতায় বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি শ্লোক (Shree Krishna quotes) আজকের এই প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্ত যেমন ভজনা করবে, ঈশ্বরও ভক্তের তেমন ভজনা করবে।

হিন্দু ধর্মে ঈশ্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলা হয় শ্রীকৃষ্ণকে। পরম পুরুষোত্তম ভগবান তিনি। পুরাণ মতে, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার বলা হয় তাঁকে। গীতায় উল্লেখিত তাঁর মুখনিঃসৃত বাণী সত্যের পথ দেখায় ভক্তদের। অন্ধকার কাটিয়ে কিভাবে আলোর জগতে ফেরা যায় তার নির্দেশ দেয় শ্রীকৃষ্ণের গীতায় বর্ণিত বাণীগুলি (Shree Krishna quotes)। এর পাশাপাশি ঈশ্বর সান্নিধ্য কিভাবে পাওয়া যাবে সেই উক্তিও শ্লোক আকারে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আসুন সেই উদ্ধৃতি সহ তাৎপর্য জেনে নেওয়া যাক।

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, “যে যথা মাং প্রপদারে তাথৈরমম বৰ্ম্মানুবর্তে মনুষ্যাঃ পার্থ পার্থ সর্বশঃ॥” যা বর্ণিত রয়েছে গীতার ১১ নম্বর শ্লোকে। উদ্ধৃতির বাংলা করলে এটা বলা হয় যে, “হে অর্জুন! যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন, আমিও সেইভাবেই তার ভজনা করি; কারণ সকল মানুষই সর্বতোভাবে আমার পথই অনুসরণ করে৷৷” কিন্তু প্রশ্ন হল শ্রী ভগবানের এই উক্তির তাৎপর্য কী? তিনি কি বোঝাতে চেয়েছেন?

উপরে উল্লেখিত উক্তির মাধ্যমে ভগবান কৃষ্ণ বলতে চেয়েছেন, সকল ভক্তের ঈশ্বর সাধনা বা ঈশ্বর ভজনা সমান নয়। ভিন্ন ভিন্ন উদ্দেশ্য পূরণে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন ভক্তরা। সেই অনুসারী ভগবান কৃষ্ণ বলেছেন, তাঁর ভক্তরা তাঁকে যে রূপে, যে জ্ঞানে ডাকবে তিনি ভক্তদের সেইরূপে, সেই প্রার্থনায় সারা দেবেন। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ভক্ত যদি কৃষ্ণকে রুক্মিণীর স্বামী হিসেবে স্মরণ করে প্রার্থনা করেন তাহলে শ্রী ভগবান সেই রূপেই ভক্তের মনবাঞ্ছা পূরণ করেন। যদি শ্রীরাম রূপে স্মরণ করেন, শ্রীবিষ্ণুরূপে স্মরণ করেন, নন্দ-যশোদার পুত্র হিসেবে স্মরণ করেন, গোপিনীদের প্রিয়তম হিসেবে স্মরণ করে মনস্কামনা জানান সেই রূপেই ভক্তদের দর্শন দিয়ে কল্যাণ করবেন ভগবান কৃষ্ণ।

এছাড়াও এই উক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ বলেন, ভক্তরা তাঁর সাথে যেমন ব্যবহার করবেন যেমন ভাবে ডাকবেন তিনিও ভক্তদের সাথে তেমনি ব্যবহার করবেন। উদাহরণস্বরূপ কোনো ভক্ত যদি শ্রীকৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে ওঠেন তাহলে তিনিও তাঁর ভক্তের জন্য ব্যাকুল হবেন। আবার কোনো ভক্ত যদি শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য সবকিছু অর্পণ করেন ভগবান কৃষ্ণ তাঁর ভক্তের জন্য সব কিছু অর্পণ করবেন। অর্থাৎ মূল কথা হল যে যেমন ব্যবহার করবে সে তেমনটাই ফিরে পাবে।

এই উদ্ধৃতিতেই শ্রীকৃষ্ণ আরও একটি কথা বলেছেন যে, সকল ভক্ত তাঁর পথই অনুসরণ করেন। এর অর্থ হল জগতে ধর্ম স্থাপন করা। অর্থাৎ কৃষ্ণ ভক্তরা ভগবান কৃষ্ণেরই পথ অনুসরণ করে চলে। সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ যদি নীতি প্রচারের উদ্দেশ্যে সৎ ব্যবহার, প্রেম, প্রীতি, ভালোবাসা দেখায় বা ভালো আচরণ করে তাহলে তাঁর ভক্তরাও সেই নীতি অনুসরণ করবেন (Shree Krishna quotes)। সকলের সাথে ভালো ব্যবহার করবে। এই সু অভ্যাস গঠনের কথাই শ্রীকৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে প্রচার করেছেন গীতায়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?