Shavana Bramha Yoga: শ্রাবণ মাসের শেষ সোমবার তৈরি হচ্ছে বিরাট মহাযোগ! শুধু শিব পুজো নয়, করুন এই ৪ কাজ!

Shavana Bramha Yoga: শ্রাবণের শুরু থেকেই তৈরি হয়েছে একের পর এক যোগ। এরফলে ভাগ্যবান হয়ে ওঠেন অনেকেই। যদিও গোটা শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা করা হয়। তবে সোমবার যেহেতু বাবার দিন তাই এইদিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইতিমধ্যেই শ্রাবণের তিনটি সোমবার অতিক্রান্ত হয়েছে। এবার আসতে চলেছে চতুর্থ সোমবার। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, আগামী ১২ই অগাস্ট শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শুক্লপক্ষের সপ্তমী দিন। এরফলে তৈরি হবে শুক্ল ও ব্রহ্মযোগ (Shavana Bramha Yoga)। এই যোগে যদি এই বিশেষ নিয়ম মেনে আরাধনা করতে পারেন। তাহলে আপনিও সিদ্ধি লাভ করতে পারবেন। স্বয়ং মহাদেব আপনাকে নিজের হাতে সাফল্যের দুয়ার খুলে দেবেন। কি কি কাজ করবেন দেখুন

১) ব্রহ্ম মুহূর্তে (Shavana Bramha Yoga) শিব পুজো করুন:

শাস্ত্র অনুসারে, ব্রহ্ম মুহূর্তে যে কোন কাজ করলেই ইতিবাচক ফলাফল পাওয়া যায়। তাই চতুর্থ সোমবারে একেবারে ব্রহ্ম মুহূর্তে উঠে শিবের আরাধনা করুন। ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে সবার আগে স্নান সেরে নিন। স্নান করার পর শিবের মাথায় জল দিয়ে অভিষেক করুন। এছাড়াও প্রভুর পায়ে নিবেদন করুন তিনটি পাতাযুক্ত বেলপাতা। এতে করে যেরকম মহাদেব তুষ্ট হবেন পাশাপাশি মা লক্ষ্মীও খুশি হবেন বলে মনে করছেন পন্ডিতরা। এতে করে সংসার থেকে অর্থাভাব দারিদ্রতা সমস্ত কিছুই দূর হবে।

২) ছাই দিয়ে পুজো:

এই দিন শুক্লযোগের (Shavana Bramha Yoga) সময় প্রভুকে ছাই দিয়ে পুজো করুন। তবে অবশ্য গঙ্গাজল ও দুধের সঙ্গে ছাই মিশিয়ে তারপর মহাদেবের নামে অর্পণ করুন। এতেই মহাদেব তুষ্ট হবেন। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব অল্পতে প্রসন্ন। কিন্তু যাই করবেন মন পরিষ্কার রেখে করবেন তাহলেই ফল পাবেন। দেখবেন এই নিয়ম মানার পর থেকেই আপনার ভাগ্য খুলতে শুরু করেছে। এমনকি মহাদেবের আশীর্বাদে শুভ কাজে বাঁধা আসাও বন্ধ হবে।

৩) পঞ্চামৃত:

শিব পুজোর জন্য পঞ্চামৃত সবথেকে গুরুত্বপূর্ণ। তাই এই বিশেষ যোগে ভোলা মহেশ্বরকে পঞ্চামৃত দিয়ে পুজো করুন। পঞ্চামৃত বলতে দুধ ঘি, মধু, ডাবের জল এবং সিদ্ধি এইসমস্ত উপকরণ একসাথে নিয়ে শিবাভিষেক করুন। আর সাথে শিব মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। এই সামান্য উপকরণেই মহাদেব হবেন ব্যাপক প্রসন্ন। এর ফলে আপনার সংসারে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে। পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে।

৪) ১০৮ বার শিবের মন্ত্র জপ করুন:

এই সোমবার (Shavana Bramha Yoga) নিয়ম মেনে ১০৮ বার শিবের মন্ত্র জপ করুন। দেখবেন, এতে করে আপনার জীবনের তৈরি হওয়া সমস্ত অশুভ শক্তি কেটে গেছে। শাস্ত্র অনুসারে শিব মন্ত্রে এক আলাদাই ক্ষমতা রয়েছে যে মন্ত্র পাঠ করলে মানুষের জীবন থেকে সমস্ত ব্যথা, বেদনা, কষ্টের উপশম হয়। সাথে ইতিবাচক শক্তির উত্থান ঘটে। এছাড়াও জীবন শত্রুদের কাঁটা থেকে রেহাই মেলে।