Benefits of Tulsi Root: তুলসী মূলে বসবাস মা লক্ষ্মীর! আশীর্বাদ পেতে মেনে চলুন তুলসী শিকড়ের ৪ প্রতিকার

So many benefits are available only from the root of Tulsi plant: সনাতন ধর্মে শুধু দেব-দেবী নয়, উদ্ভিদেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বেশ কিছু গাছ রয়েছে যে গাছগুলিকে হিন্দু ধর্মে ‘পবিত্র’ শব্দে আখ্যায়িত করা হয়। তেমন একটি গাছ হল তুলসী গাছ। প্রচলিত কথা অনুযায়ী এই গাছেই অধিষ্ঠান রয়েছে লক্ষ্মী-নারায়ণের। এই তুলসী গাছের বিভিন্ন অংশ ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে তুলসী মূলের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে, বাড়িতে তুলসী শিকড় (Benefits of Tulsi Root) রাখলে পাওয়া যায় নানান উপকারিতা। দূর হয় অর্থ সংকট। স্বাস্থ্য উন্নতি ঘটে। তবে তার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন উপায়। আসুন সময় থাকতে সেই তুলসী মূলের প্রতিকার জেনে নেওয়া যাক।

প্রায় প্রতি হিন্দু বাড়িতেই বাড়ির উঠোনে তুলসী মঞ্চ বা তুলসী মন্দির পরিলক্ষিত হয়শ যেখানে সকাল-সন্ধ্যা গৃহিণীরা তুলসী গাছের পূজা করেন, প্রদীপ জ্বালান। তুলসী গাছকে পূজা করা মানে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে পূজা করা। এতে লক্ষ্মী-নারায়নের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও যে কোনো পূজার্চনা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। তবে শুধু তুলসী পাতা নয়, তুলসীর মূল ভাগ্য পরিবর্তনেও বিশেষ কার্যকরী। জেনে নিন সেই তুলসী মূলের গুণাগুণ (Benefits of Tulsi Root)।

তুলসী মূলে লাল কাপড় জড়ানো

অর্থ সংকটে ভুগছেন? কঠোর পরিশ্রমের পরেও ঠিকঠাক আয় হচ্ছে না? অর্থ সঞ্চয় করতে পারছেন না? একটি তুলসী মূল নিন। তাতে লাল কাপড় জড়িয়ে ঠাকুর ঘরে স্থাপন করুন। নিত্যদিন পূজা করুন। বিশেষ আশীর্বাদ লাভ করবেন।

গৃহ মন্দিরে তুলসী শিকড় স্থাপন

জ্যোতিষ মতে, অনেকেরই জন্ম কোষ্ঠীতে শনি অশুভ স্থানে অবস্থান করে। যার ফলে ব্যক্তির জীবনে শনির অশুভ দশা প্রভাবিত হয়। এছাড়াও আরো নানান দোষ লাগে। তাই সেই অশুভ দোষ থেকে মুক্তি পেতে গৃহ মন্দিরে স্থাপন করুন তুলসী শিকড়। নিয়মিত সেই তুলসী মূলের পূজা করুন। জীবনের সমস্ত অশুভ ছায়া কেটে যাবে। আসবে উন্নতি।

তুলসী মূলে হলুদ কাপড় জড়ানো

অশান্তি, কলহ, বিবাদে পরিবারের শান্তি নেই? সদস্যদের মধ্যে বিচ্ছেদ? তুলসী শিকড় নিয়ে তাতে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন। তারপর সেই তুলসী শিকড়ে একটি হলুদ কাপড় জড়িয়ে গৃহ মন্দিরে রেখে দিন। প্রতিদিন সেই তুলসী শিকড়ের পূজা করুন। কেটে যাবে সমস্ত কলহ, বিবাদ। আসবে সুখ-শান্তি।

তুলসী মূলের মালা তৈরি

তুলসী মূলের অন্যতম উপকারিতা (Benefits of Tulsi Root) বা গুণাগুণ হল নেতিবাচকতার বিনাশ ঘটানো। এই পবিত্র গাছের মধ্যে এমন শক্তি বিরাজ করে যা নেগেটিভ এনার্জির আগমনের পথ বন্ধ করে দেয়। তার জন্য রয়েছে বিশেষ প্রতিকার। কি? তুলসী মূলের মালা তৈরি করতে হবে। তারপর তা ঠাকুর ঘরে রেখে দিতে হবে। তাতেই সমস্ত নেতিবাচকতা নির্মূল হবে।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?