Clean Brass Utensils: ঠাকুরের পিতলের বাসন পরিষ্কার করা নিয়ে নাজেহাল? জেনে নিন উপকারী কিছু টিপস

Some great tips for cleaning brass utensils of God: ঠাকুরের পুজোতে পিতলের বাসন অবশ্যই প্রয়োজনীয়। ভগবানকে পিতল কিংবা কাঁসার থালাতে ভোগ সাজিয়ে দিতে প্রত্যেকটি ভক্তই পছন্দ করে এবং সেই কারণে প্রত্যেকের বাড়িতেই এই ধরনের বাসন রয়েছে। বাড়িতে পুজো হলে এইসব বাসন অবশ্যই নামাতে হয়। কিন্তু এই ধরনের ভারী বাসন পরিষ্কার করার মুখের কথা নয়। বিশেষ করে যদি এই ধরনের বাসন পুরনো হয় তাহলে তার সঠিক রং আনতে অনেক পরিশ্রম করতে হয়। কিভাবে খুব সহজেই এই ধরনের পিতলের বাসন পরিষ্কার করবেন (Clean Brass Utensils) আসুন জেনে নিই চটজলদি।

পিতলের বাসনের কালচে দাগ ওঠাতে যেন জীবন ওষ্ঠাগত হওয়ার উপক্রম। বিশেষ করে পুজোর দিনে যদি পিতল কিংবা কাঁসার বাসন পরিষ্কার না হয় তাহলে তা দেখতে মোটেই ভালো লাগেনা। জেনে নিন কী কী ব্যবহার করলে পিতলের বাসন সহজেই চকচকে হয়ে যায় (Clean Brass Utensils)। আজকের প্রতিবেদনটি প্রত্যেকের কাছে খুবই প্রয়োজনীয়।

টোম্যাটো সস্

টোম্যাটো সস্ এমন একটি জিনিস যা ছোট থেকে বড় সকলের পছন্দ। মুখরোচক খাবারের সঙ্গে টোম্যাটো সস্ হলে আর কথাই নেই। পকোড়া কিংবা চাউমিন এর সঙ্গে টোম্যাটো সস্ একেবারে পারফেক্ট কম্বিনেশন। পিতলের বাসন পরিষ্কার করতে (Clean Brass Utensils) সস্ই হলো অন্যতম প্রধান উপায়। আপনি একটি সুতির কাপড়ে প্রথমে বেশি করে সস্ মাখিয়ে বাসনের গায়ে মাখিয়ে নিন। মিনিট দশেক রাখার পরে ভাল করে ঘষে ঘষে জলে ধুয়ে ফেললেই চমৎকার দেখতে পাবেন। আপনার কোনরকম পরিশ্রম কিংবা কোনও রকম ঝক্কি পোহাতে হবেনা। পিতলের বাসন ঝাঁ-চকচকে হয়ে যাবে।

আরো পড়ুনঃ বিয়ের আগে দেখে নিন পাত্রীদের রাশি; দাম্পত্য জীবন নির্ভর করছে এর ওপরে

লেবু ও নুনের স্ক্রাব

লেবু ও নুনের স্ক্রাব পিতলের বাসন পরিষ্কার (Clean Brass Utensils) করতে খুবই কাজে লাগে। শনি যদি বাসন পরিষ্কার করার তরল সাবানের সঙ্গে সামান্য নুন এবং লেবুর রস মেশান তাহলে একটি মিশ্রণ তৈরি হবে। বাসন মাজতে এটি খুব ভালোভাবে কাজে লাগে। পুজোর পিতলের বাসনে এই মিশ্রণটি ভাল করে মাখিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিন এবং তারপরে দেখতে পারবেন কত সহজেই তা পরিষ্কার হয়ে যাচ্ছে।

আরো পড়ুনঃ বুধ বিপরীত রাজযোগ তৈরি করেছে, এতে ধন-সমৃদ্ধি বৃদ্ধি পাবে ৩ রাশির

ভিনিগার আর বেকিং সোডার মিশ্রণ

পুজোর পিতলের বাসন চকচকে করতে ভিনিগার আর বেকিং সো়ডার মিশ্রণ আপনার সত্যিই খুব উপকারে লাগবে। দু’টি উপাদানই সম পরিমাণে নিয়ে একটি বাটিতে ভাল করে মিশিয়ে নিন। তারপর আপনি একটি স্পঞ্জে মিশ্রণটি নিয়ে ভাল করে পিতলের সমস্ত বাসনে মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিন। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলে বাসন হয়ে যাবে নতুনের মত।