Chanakya Niti: শিক্ষার্থীদের জন্য চাণক্যর এই বিশেষ নীতি; মানলেই মিলবে সাফল্য

Students will be successful if they follow this special Chanakya Niti: আচার্য চাণক্য হলেন প্রাচীন ভারতের একজন দক্ষ পন্ডিত। তার বাণী (Chanakya Niti) আজও অক্ষরে অক্ষরে পালন করা হয়। তিনি বলেছেন যে, পড়ুয়াদের জীবন হল অমূল্য। তাই ছাত্র জীবনে কোন ভুল যাতে না করা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি এই সময় কোন ভুল করেন তাহলে তার মাশুল আপনাকে সারা জীবন বলতে হবে। অলসতা বা আলস্য হল পড়ুয়াদের সবচেয়ে বড় শত্রু। পড়ুয়াদের এই স্বভাব অবশ্যই ত্যাগ করতে হবে।

ভবিষ্যতের লক্ষ্য স্থির রেখে আপনি এগিয়ে চলুন আপনার লক্ষ্যের দিকে। জীবনে পরিকল্পনা অনুযায়ী এ কোনটাই বুদ্ধিমানের কাজ না হলে বিপদে পড়তে হবে। এই পদ্ধতি মানলে সফলতা আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও। পরিকল্পনা তৈরির পর নিতে হবে প্রস্তুতি। একাগ্রচিত্তে কোন কিছুর অধ্যাবসায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ; এতে জীবনে আসো সাফল্য। চাণক্য তার অর্থশাস্ত্রে (Chanakya Niti) এই ব্যাপারে বিস্তারিতভাবে বলে গেছেন।

আচার্য চাণক্য (Chanakya Niti) উপদেশ দিয়েছেন যে সর্বদা সময়েরর কাজ সময়ে করা উচিত, না হলে ভবিষ্যতে অনেক বিপদে পড়তে হবে। যখন আপনি সময়ের কাজ সময় করবেন না তখন অনেক কাজ জমে যাবে ফলে আপনার সমস্যা হতে পারে। আচার্য চাণক্যর মতে, পড়ুয়াদের সঙ্গী বা বন্ধু বেছে নিতে হবে ভাবনা-চিন্তা করে। যদি আপনার খারাপ সঙ্গ হয় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে।

আরো পড়ুনঃ আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানুন চলতি বছরের বিপত্তারিণী ব্রতর শুভ সময় ও দিন

তিনি পড়ুয়াদের সর্বদা নেশা করার থেকে দূরে থাকতে বলেছেন। কারণ নেশা মানুষের শরীর ও মনের পাশাপাশি স্বাস্থ্য এবং সম্পদও শেষ করে দেয়। পড়ুয়াদের জীবন হল সংযমের জীবন তাই পড়ুয়াদের প্রশ্ন করার মানসিকতা তৈরির পরামর্শ (Chanakya Niti) দিয়েছেন।

শিক্ষার্থীদের সর্বদা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞানলাভ করা উচিত যাতে তারা বিভিন্ন রকম পরিস্থিতিতে নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক উপায় বার করে সমস্যার সমাধান করাই হলো আদর্শ শিক্ষার্থীর লক্ষণ।।