Sun Transit: সূর্যের প্রবেশ হবে মীনে; যার প্রভাবে কারো জীবনে নামবে অন্ধকার কারো ঘটবে ভাগ্যোদয়?

Sun transit is going to change the fortunes of some zodiac signs: প্রত্যেকটি মানুষ কৌতুহলী থাকে তার ভাগ্য সম্পর্কে। গ্রহের স্থান পরিবর্তন মানুষের ভাগ্যকে প্রভাবিত করে চরম ভাবে। মানুষের ভাগ্যে সূর্য একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে। তাই তার স্থান পরিবর্তন (Sun Transit) এর প্রভাব অবশ্যই পড়বে বিভিন্ন রাশির ওপর। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

আমরা অনেকেই জানি যে কোন কোন মানুষের জন্মকুণ্ডলীতে সূর্য খুবই শক্তিশালী স্থান অবস্থানে করে। সেই ব্যক্তি তাঁর জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে যান। হিন্দুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে, সূর্যের কৃপায় যে কোন মানুষের প্রভাব-প্রতিপত্তি এবং সম্মান বৃদ্ধি পায়। চলতি মাসের, ১৪ মার্চ দুপুর ১২ টা ২৩ মিনিটে মীন রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। মীন রাশিতে সূর্যের এই আগমন বদলে দেবে কিছু মানুষের ভাগ্য উজ্জ্বল। কিন্তু, দুটি রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই স্থান পরিবর্তন (Sun Transit) খুবই অশুভ হবে। দুই রাশির জাতকদের নানা ক্ষতি হবে, এমনকি সম্মানহানিও হিতে পারে। আজকের প্রতিবেদনে জানা যাবে কোন দুটি রাশির ভাগ্যে নেমে আসতে চলেছে চরম দুর্ভোগ।

কন্যা রাশি

সূর্যের ট্রানজিট (Sun Transit) এই রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে চরম অশান্তির ছায়া বয়ে নিয়ে আসবে। জীবনসঙ্গীর সঙ্গে বিভিন্ন কারণে মনোমালিন্য দেখা দিতে পারে এবং তা থেকে সম্পর্কের অবনতি ঘটতে পারে। শুধু তাই নয়, নানা ক্ষেত্রে এঁদের সমস্যা বাড়তে পারে। সূর্যের এই গোচরের জেরে স্বাস্থ্যের দিক থেকে চিন্তিত থাকতে হবে এই রাশির জাতকদের। এ সময়ে এঁদের সব সময়েই একটু সতর্ক থাকা জরুরি।

আরো পড়ুনঃ প্রাণায়ামের মাধ্যমে আনুন কাজে মনোযোগ; টিপস জানতে পড়ুন আজকের প্রতিবেদনটি

সিংহ

সূর্যের এই ট্রানজিট (Sun Transit) সিংহ রাশির জাতকদের জন্য একেবারেই ফলপ্রসূ হবে না। এর প্রভাবের ফলে এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে আসবে প্রচুর উত্থান এবং পতন। সূর্যের এই মীনযাত্রা এঁদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে চোখ, হার্ট এবং হাড় সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এমনকি আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে অবনতি দেখা দেবে।

আরো পড়ুনঃ নববর্ষের দিন মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি লাভ করতে পারে এই চার রাশি

সূর্য গোচরের (Sun Transit) নেতিবাচক প্রভাবের প্রতিকার

সূর্যের এই গোচরের জন্য যে দুটি রাশির উপরে নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তা এড়াতে গেলে আদিত্যস্তোত্র পাঠ করুন। পাশাপাশি গরিব মানুষকে দান করুন। এছাড়া রবিবার কোনও মন্দিরে ফল, বিশেষ করে ডালিম দান করুন। আপনি যদি এটা করতে পারেন সূর্যের নেতিবাচক প্রভাব কমে যাবে। আর তামার পাত্রে একটু সিঁদুর মিশ্রিত জল নিন তারপর সেটি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করুন।

তবে এই দুটি রাশি বাদ দিয়ে বাকি সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবনে সূর্যের এই ট্রানজিটের নেতিবাচক প্রভাব তেমন পড়বে না বলেই মনে করা হচ্ছে। তাই বিশেষভাবে এই দুটি রাশিকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে।