Navaratri vastu tips: নবরাত্রিতে এই ৫ বাস্তু টিপস আপনার ভাগ্য ফেরাবে

These 5 Vastu tips will restore your luck on Navratri: আজ থেকে শুরু হলো দেবীপক্ষ। দেবীপক্ষ শুরুর সাথে সাথেই শুরু হয়ে যায় মায়ের আরাধনা। প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথি থেকে অবাঙালি দের নবরাত্রি উৎসব শুরু হয়ে যায়। এবং দশমী তিথি তে দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয় নবরাত্রির উৎসব। এই নবরাত্রি উৎসবের নয় দিনে দেবী দুর্গার ৯ রূপকে শক্তি রূপে পূজা করা হয়। নিয়ম অনুসরে এই নবরাত্রি বছরে দুবার পালন করা হয়। একবার চৈত্র মাসে এবং অপরটি আশ্বিন মাসে। আশ্বিন মাসের এই নবরাত্রি এবং দুর্গাপুজো স্বাভাবিকভাবেই বিশেষ অর্থ বহন করে। বাস্তুবিদদের মতে এই নবরাত্রির সময় কয়েকটি টোটকা মেনে চললে জীবনের সুখ শান্তি বজায় থাকবে। দেখে নিন টোটকা গুলো (Navaratri vastu tips)।

১) হিন্দু সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই বলা হয় বাড়ির প্রধান দরজায় এসময় স্বস্তিক আঁকলে তা বাড়ির জন্য অত্যন্ত শুভ ফল দেয়। এটি পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। জীবনের সব দুঃখ দূর হয়। রোগ নিরাময় করে। একারণেই বাস্তুশাস্ত্র বলে নবরাত্রিতে প্রধান দরজায় স্বাস্তিক চিহ্ন আঁকলে তা বাড়িতে সুখ, ধন ও শস্যের বৃদ্ধি করে (Navaratri vastu tips)।

২) যে কোনো সময় বাড়িতে তুলসী গাছ লাগানো অত্যন্ত উপকারী। তবে এই নবরাত্রির সময় তুলসী গাছ লাগেলে সংসারে সকলের মঙ্গল হয়। বাড়ির মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হয়। তুলসী গাছকে মা লক্ষ্মী মনে করা হয়। এই গাছের পুজো করলে ধনসম্পদ বৃদ্ধি পায়।

৩) নবরাত্রিতে বাড়িতে দেবীর মূর্তি স্থাপন করতে গেলে দিক নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তু মতে বাড়ির ঠাকুর ঘর পূর্ব বা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত। এই অন্যথা হলে সংসারে অমঙ্গল নেমে আসে (Navaratri vastu tips)।

৪) বাড়ির প্রধান দরজার ওপর আমের পাতা ঝুলিয়ে রাখলে বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না।ঘরে ইতিবাচক শক্তি বেশি থাকলে জীবন থেকে যে কোনো সমস্যা সহজেই দূর হয়।

৫) নবরাত্রি তিথিতে বাড়িতে অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখলে বাড়ির সুখ শান্তি বজায় থাকে (Navaratri vastu tips)।