Powerful Mantras: এই ৬ টি মন্ত্রই দূর করবে আপনার জীবনের যাবতীয় সমস্যা! নিয়ম মেনে করুন এই মন্ত্র জপ!

These 6 Powerful Mantras will remove all problems in your life: হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে মন্ত্র জপ করার মাহাত্ম্য অপরিসীম। মন্ত্র জপের মাধ্যমেই নিজের কাঙ্খিত মনোবাসনা পৌঁছে দেওয়া যায় সরাসরি আরাধ্য ভগবানের কাছে। আমাদের জীবনে আসা প্রতিটি সমস্যা দূরীকরণ করতে বিভিন্ন মন্ত্র দারুন ভাবে কার্যকরী হয়। এই কারণেই জ্যোতিষ শাস্ত্র বিশেষজ্ঞরা বিভিন্ন মন্ত্র জপের পরামর্শ দেন। মন্ত্রর মাধ্যমে সমস্ত বিপদ থেকে দূরে থাকা সম্ভব হয়। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে দেখে নিন বিশেষ এই ছটি শক্তিশালী মন্ত্র (Powerful Mantras), যা আপনার জীবনে আসা যাবতীয় বিপদ ও সমস্যাকে নিমিষে দূর করে দিতে সক্ষম হয়।

১) “ওম গং গনপতয়ে নমঃ”

হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে ভগবান গণেশকে বিঘ্নবিনাশকারী বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষ ও হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় গণেশের এই মন্ত্রটি জপ (Powerful Mantras) করলে জীবনে আসা প্রতিটি বাধা বিপত্তি ভগবান গণেশের আশীর্বাদে দূর হয়ে যাায়। শুধু তাই নয়, এই মন্ত্রের শক্তির প্রভাবে নতুন করে কিছু করার ক্ষেত্রে মনের বল এবং নতুন আশা জাগ্রত হয়।

২)‌ “ওম হ্রীং শ্রীলক্ষ্মীভয়ো নমঃ।”

জীবনে আসা অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকেই ধন সম্পদের দেবী লক্ষীকে তুষ্ট করতে চান। শাস্ত্র অনুসারে লক্ষী দেবীকে তুষ্ট করার জন্য এই মন্ত্র দারুন কার্যকরী। এই মন্ত্র নিয়মিত নিয়ম মেনে জপ করলে লক্ষী দেবীর আশীর্বাদ লাভ করেন সেই ভক্ত। লক্ষ্মী দেবীর আশীর্বাদে তার জীবন থেকে সমস্ত ধরনের অভাব দূর হয় এবং ভক্তের জীবন ধন সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে।

৩) “ওম নমঃ শিবায়”

ভগবান মহাদেবের আরাধনার জন্য এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এই মন্ত্র জপ করলে যে কোনো কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি পায় এবং ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় আমাদের মনের মধ্যে হতাশা গ্রাস করে। যার ফলে কোনো কাজে আমরা আগ্রহ প্রকাশ করতে পারি না। এই মন্ত্র নিয়মিত জপ করলে সেই মন্ত্রের শক্তিতে জীবন থেকে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যায় এবং জীবনে প্রবেশ করে ইতিবাচক শক্তি। এই ইতিবাচক শক্তির প্রভাবের সমস্ত কাজে সফলতা লাভ করা সম্ভব হয়।

৪) “ওম অম মহাসরস্বতী নমঃ।”

বিদ্যা এবং জ্ঞানের দেবী মা সরস্বতীকে তুষ্ট করার জন্য এই মন্ত্রের গুরুত্ব অপরিসীম। এই মন্ত্র জপের প্রভাবে ভক্তের মনে আধ্যাত্বিক শক্তি জাগ্রত হয় এবং জ্ঞান বৃদ্ধি পায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে দেবী সরস্বতীর আশীর্বাদ লাভ করার জন্য এই মন্ত্র অত্যন্ত কার্যকর।

৫) “ওম ভূরভুঃ স্বঃ তৎসবিতুর বরেণ্যা ভার্গ দেবস্য ধীমহি ধীয়ো যো নাস প্রচোদ্যত।”

হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি গায়ত্রী মন্ত্র নামে পরিচিত। শাস্ত্র অনুসারে গায়ত্রী মন্ত্রের ভূমিকা অপরিসীম। অতি শক্তিশালী এই মন্ত্রকে (Powerful Mantras) সকল মন্ত্রের গুরু বলে চিহ্নিত করা হয়। গায়ত্রী মন্ত্র জপ করলে ভক্ত তার জীবনে নানাবিধ সুফল অনুভব করতে পারেন। সেই সঙ্গে এই মন্ত্র শক্তিতে আধ্যাত্মিক বোধ জাগ্রত হয় এবং মনে পজেটিভ এনার্জির সঞ্চার হয়।

৬) “ওম হং হনুমতে নমঃ”

এই মন্ত্রকে শাস্ত্র অনুসারে সকল শক্তির আধার বলে চিহ্নিত করা হয়। হনুমানের এই মন্ত্র জপ করলে ভক্তের দৈহিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পায়। সেই সঙ্গে ভগবান হনুমানের আশীর্বাদে সমস্ত কাজের বাধা বিপত্তি নিমেষে দূর হয়ে যায়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?