Bhogs for goddess: প্রিয় ভোগে সন্তুষ্ট হবে দেব-দেবী! কৃপা লাভে জেনে নিন কোন দেব-দেবীকে কী ভোগ নিবেদন করবেন

These Bhogs are offered to gods and goddesses to make satisfied: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। প্রতিমাসেই লেগে রয়েছে কোনো না কোনো দেব-দেবীর অনুষ্ঠান। অপরদিকে আবার হিন্দু শাস্ত্রে সপ্তাহের সাতটি দিনেরই বিশেষ গুরুত্ব রয়েছে। সাতটি দিন পৃথক পৃথক দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। তবে সনাতন ধর্মের প্রতি দেব-দেবীর জন্য যেমন আলাদা আলাদা দিন রয়েছে। তেমনি পূজার আচার অনুষ্ঠানের আয়োজনও রয়েছে ভিন্ন ভিন্ন। শুধু তাই না, দেবতাদের পৃথক পৃথক প্রিয় ফুল-ফল, ভোগও রয়েছে (Bhogs for goddess)। যা নিবেদন করলে ঈশ্বরের বিশেষ কৃপা লাভ করা যায়। আজকের এই প্রবন্ধে সেরকমই আলাদা দেব-দেবীদের আলাদা আলাদা ভোগের তালিকা উল্লেখ করা হয়েছে। ফলস্বরূপ, আপনি জেনে নিতে পারেন কোন দেবতার কৃপা লাভে তুষ্ট করতে কোন ভোগ নিবেদন করবেন।

দেব-দেবী অনুযায়ী ভোগের তালিকা

গণেশ:- শাস্ত্র মতে, গণপতি বাপ্পা হলেন বিঘ্নহর্তার দেবতা। যেকোনো বিপদে বা সমস্যায় ঢাল হয়ে দাঁড়ান সিদ্ধিদাতা গণেশ। তাই গণেশ দেবতার কৃপা পেতে গণেশ পূজায় নিবেদন করুন মোদক (Bhogs for goddess)। বিশেষ করে বুধবার এই ভোগ অর্পণ করুন গণপতি বাপ্পার কাছে। যা গনেশ দেবতার অত্যন্ত প্রিয়।

শ্রী হরি বিষ্ণু:- সুখ-সমৃদ্ধির দেবতা হলেন শ্রী হরি বিষ্ণু। যার কৃপা লাভে জীবনের দুঃখ দুর্দশা ঘুচে গিয়ে আনন্দের আগমন ঘটে। ক্ষীর ও হালুয়া হল বিষ্ণুর প্রিয় ভোগ। বৃহস্পতিবার শ্রী হরি বিষ্ণুর কাছে নিবেদন করুন চাল ও দুধ দিয়ে তৈরি ক্ষীর ও হালুয়া। যা ভক্তদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।

শ্রীকৃষ্ণ:- ভগবান শ্রীকৃষ্ণের কাছে মাখন, মিষ্টি, ক্ষীর অত্যন্ত প্রিয়। সন্তান সুখ, সংসারে শান্তি তথা ব্যক্তি আশীর্বাদ লাভে চিনি, মিষ্টি, ক্ষীর, মাখন মিছরি ভোগ (Bhogs for goddess) হিসেবে শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করতে পারেন। ভগবান কৃষ্ণ অত্যন্ত খুশি হয়ে ব্যক্তির উপর সদয় হবেন। বিশেষ করে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের কাছে ভোগ হিসেবে এই খাবারগুলি নিবেদন করুন। শুভ ফল পাবেন।

মহাদেব:- সোমবার হল মহাদেবের বার। এদিন বহু নারীরা স্বামীর মঙ্গল কামনার্থে তথা সংসারের সুখ শান্তির জন্য শিবের বার করেন।.উপোস করে শিবলিঙ্গে জল অর্পণ করেন। এর পাশাপাশি এদিন শিবের বিশেষ আশীর্বাদ পেতে শিবের কাছে ভোগ হিসেবে নিবেদন করুন ভাঙ এবং পঞ্চামৃত। যা মহাদেবের কাছে অত্যন্ত প্রিয় নৈবেদ্য। এছাড়া ভক্তি ভরে মহাদেবকে যা নিবেদন করবেন তিনি তাতে সন্তুষ্ট হয়ে ব্যক্তির উপর সদয় হবেন।

মা লক্ষ্মী:- ধন-সম্পদের দেবী বলা হয় মা লক্ষ্মীকে। ফলস্বরূপ যে পরিবারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই পরিবার সবসময় ধন-সম্পদ, ঐশ্বর্য-প্রতিপত্তিতে পরিপূর্ণ থাকে। তাই মা লক্ষ্মীর কৃপা লাভে ভোগ হিসেবে মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন ক্ষীর (Bhogs for goddess)। পাশাপাশি মা লক্ষ্মীর প্রিয় ফল হিসেবে নারকেল নিবেদন করতে পারেন। লক্ষ্মী দেবী তুষ্ট হয়ে ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করবে। বৃহস্পতিবার-শুক্রবারে নিবেদন করুন মায়ের প্রিয় ভোগ।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?