Graha dosh remedies: রান্নাঘরের এই জিনিসে কেটে যাবে সব গ্রহদোষ, শুধু এক চিমটে ব্যবহার

You can easily restore your luck by doing a few things: রাশিচক্রের অন্তর্গত ১২ টি রাশিতে নবগ্রহ নানা স্থানে অবস্থান করেন। তাদের অবস্থান ও স্থান পরিবর্তনের প্রভাব পড়ে সেই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশির বিভিন্ন কক্ষে বিভিন্ন গ্রহের অবস্থান কখনো জাতকের সৌভাগ্যের প্রতীক হয়, জীবনে সুখ সমৃদ্ধি বর্ষিত হয়। আবার কখনো জাতকের গ্রহদোষ তৈরি হলে জীবন নানা ভাবে অশুভ প্রভাবের মুখোমুখি হয় (Graha dosh remedies)। আর্থিক সমস্যা সৃষ্টি হয়। কোনো না কোনো ভাবে সাফল্য আটকে যায়। এই কারণে গ্রহ দোষ থেকে মুক্তি পেতে গ্রহকে সন্তুষ্ট করার প্রয়োজন পড়ে।

তবে বাস্তুশাস্ত্র বলছে গ্রহ দোষ কাটাতে রান্নাঘরের বেশ কিছু উপাদানই কাজে লাগতে পারে। এক্ষেত্রে আমাদের প্রতিদিন রান্নাঘরে ব্যবহৃত ময়দা অত্যন্ত কাজে লাগে। জেনে নিন রান্নাঘরের সহজলভ্য এই উপাদানের মাধ্যমে গ্রহ দোষ কাটানোর উপায় গুলি (Graha dosh remedies)।

১) জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সোমবার ময়দা মাখার সময় যদি জলে কিছুটা পরিমাণ দুধ দেওয়া হয় তাহলে পরিবারের উপর সুখ শান্তি নেমে আসে। পরিবারের সদস্যদের মানসিক চাপ অনেক কমে যায়। ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে। এছাড়া চন্দ্র গ্রহ তুষ্ট হয়ে জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেন।

২) মঙ্গলবার ময়দা মাখার সময় তাতে কিছুটা গুড় যোগ করে সেই ময়দা দিয়ে রুটি তৈরি করলে মঙ্গল শক্তিশালী হয়। মঙ্গল গ্রহ প্রসন্ন হলে দাম্পত্য জীবনের সমস্যাগুলি দূর হয়। জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ফলে সাফল্য আসে খুব তাড়াতাড়ি।

৩) জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধবার ময়দার সঙ্গে কিছুটা পরিমাণ ধনে মিশিয়ে তারপর জল দিয়ে ময়দা মেখে সেই ময়দার রুটি খাওয়া উচিত। কারণ এভাবে ময়দা মাখলে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং এর অশুভ প্রভাব কমে যায়। সেই সঙ্গে বুধের শুভ আশীর্বাদে জীবন শান্তিপূর্ন থাকে।

৪) বৃহস্পতিবার ময়দা মাখার সময় তাতে সামান্য হলুদ মেশালে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। সেই সঙ্গে জাতকের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি গ্রহের অবস্থানও ঠিক হয় (Graha dosh remedies)। এর ফলে পরিবারের উপর থেকে বিভিন্ন সমস্যা দূর হয়ে জীবনে সুখ শান্তি বজায় থাকে।

৫) জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহ জীবনে সুখ-শান্তি বৃদ্ধি করে। তাই ময়দা মাখার সময় তাতে সামান্য ঘি বা চিনি মেশালে শুক্র গ্রহ সন্তুষ্ট হয়ে আশির্বাদ দান করেন। এর ফলে জীবন থেকে হারিয়ে যাওয়া অর্থ-সম্পদ এবং সুখ-শান্তি পুনরায় ফিরে আসে (Graha dosh remedies)।

৬) কোনো জাতক জাতিকাদের জীবনে শনির কোপ পড়লে তিনি যদি ময়দা মাখার সময় তাতে সামান্য সরিষার তেল মেশান তাহলে শনিদেব সন্তুষ্ট হন। সেই সঙ্গে শনির অশুভ প্রভাব থেকে সেই জাতক মুক্তি পান এবং জীবনে আসা সব সমস্যা নিমেষে দূর হয়ে যায়।
সুতরাং আর দেরী না করে অতি সহজলভ্য এই উপাদানটি কাজে লাগিয়েই ফিরিয়ে আনুন আপনার সৌভাগ্য।