Shiv Puja Rituals: প্রতি সোমবার শিব পূজা করেন? সঠিক নিয়মে পূজা না করলেই অতিষ্ঠ হতে পারে জীবন

These Mistakes in Shiv Puja Rituals can lead to danger: হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা তিনি। যেমন শান্ত তেমনি আবার রুদ্ররূপী। অল্পতেই সন্তুষ্ট হন এই দেবতা। তবে পুজোর নিয়মে ত্রুটি ঘটলেই প্রলয়ঙ্করী রূপ ধারণ করেন দেবতা মহাদেব। ভগবান শিবের আশীর্বাদের হাত যে ব্যক্তির উপর থাকে তার কোনো কিছুতেই সমস্যা বা অভাব তৈরি হয় না। সর্বক্ষণ মহাদেবের দুই বাহুতে আবদ্ধ থাকেন সেই ব্যক্তি। তাই অনেকেই মহেশ্বরের আশীর্বাদ পেতে শিব পূজা করেন। শিবলিঙ্গে দুধ, বেলপাতা, গঙ্গাজল নিবেদন করেন। বিশেষ করে সোমবার। তবে মহেশ্বরের আশীর্বাদ পেতে শিবলিঙ্গ বা শিব পূজার বিশেষ কিছু নিয়ম (Shiv Puja Rituals) রয়েছে। যা নির্দিষ্ট ভাবে পালন করলে ভগবান শিবের প্রিয় ভক্ত হয়ে ওঠেন সেই ব্যক্তি। ফলেই মহাদেবের প্রিয় ভক্ত হতে জেনে নিন শিব পূজার নিয়মাবলী।

সপ্তাহের প্রত্যেকটি দিনে কোনো না কোনো দেব-দেবীর জন্য উৎসর্গীকৃত। তেমনি বাবা ভোলেনাথের দিন হলো সপ্তাহের সোমবার। এদিন বহু শিব ভক্ত উপবাস করে শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল নিবেদন করেন। বাবার কাছে মনস্কামনা জানান। তবে অনেকেই শিব পূজার নিয়মে (Shiv Puja Rituals) কিছু ভুল ত্রুটি করেন। যার ফলে মহাদেবের আরাধনা করা সত্ত্বেও মহাদেবকে পাশে পান না। আজকের এই প্রতিবেদনে শিব পূজার সেই ভুল ত্রুটিগুলি জেনে নিয়ে সঠিক নিয়মে শিব পূজা করুন। দেখবেন মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না।

আরো পড়ুনঃ আগামীকাল শনি ও বুধের মিলনে ভাগ্য খুলবে এই তিন রাশির; জেনে নিন বিস্তারিতভাবে

শিব পূজায় যে ভুলগুলি করবেন না

মহাদেবের অন্যতম রূপ হল শিবলিঙ্গ। তাই বহু শিব ভক্ত শিবমূর্তির বদলে শিবলিঙ্গ পূজা করেন। এক্ষেত্রে বিশেষ কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন –

  • বারংবার শিবলিঙ্গের স্থান পরিবর্তন করা উচিত নয়। এক্ষেত্রে ভোলেনাথ রুষ্ট হন। যদি কারণবশত স্থান পরিবর্তন করতেই হয় তাহলে ঠান্ডা দুধ ও গঙ্গাজল নিবেদন করে তারপর শিবলিঙ্গের স্থান পরিবর্তন করুন।
  • ভগবান শিবের স্থান কখনোই গৃহের কোণ বরাবর যেন না হয়।
  • শিবলিঙ্গ পূজায় তুলসী পাতায় এড়িয়ে চলুন। তার বদলে দিন বেলপাতা।
  • ভুলেও কখনো শিব আরাধনায় হলুদ জল বা হলুদ রঙের কোনো উপাদান দেবেন না। যা অত্যন্ত অশুভ হলে মনে করা হয়।
  • শিব পূজায় নিবেদন করা ভোগ প্রথমে নিজে গ্রহণ করা উচিত নয়। এতে বাবা ভোলেনাথ রাগ করেন। তাই ভোলেনাথকে ভোগ নিবেদনের পর সেই ভোগ বিতরণ করে তারপরই নিজে গ্রহণ করা উচিত। এতে ভোলেনাথের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। মহেশ্বর খুশি হন।

আরো পড়ুনঃ আপনার নামের আদ্যক্ষর বদলে দেবে আপনার ভাগ্য; জানুন যাবতীয় খুঁটিনাটি

শিব পূজার নিয়মাবলী

শিবমূর্তি বা শিবলিঙ্গ পূজা (Shiv Puja Rituals) করলে প্রথমে শিবমূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করতে হয়। তার জন্য রয়েছে নির্দিষ্ট দিক। শিবমূর্তি বা শিবলিঙ্গ স্থাপন করার শুভ দিক হলো উত্তর অথবা পূর্ব দিক। তবে অবশ্যই শিবলিঙ্গের পাশে স্থাপন করতে হবে দেবী পার্বতী বা গণেশ মূর্তি। মূর্তি স্থাপনের পর দেবাদিদেবের পূজা করুন। তার জন্য প্রথমে গরুর দুধ ও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। তারপর শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন। এই অল্পতেই সন্তুষ্ট হয় ভগবান শিব। তাতেই প্রসন্ন হয়ে ভক্তের উপর সারা বছর আশীর্বাদের হাত রাখেন মহেশ্বর। সব বিপদ থেকে রক্ষা করেন ভক্তকে। তবে শুধু নিয়ম মেনে পুজো করলেই হবে না। পাশাপাশি ভগবানের প্রতি ভক্তি থাকতে হবে ভক্তের। তবেই সেই পূজায় সন্তুষ্ট হবেন বাবা ভোলেনাথ।