Money Plant: মানিপ্ল্যান্টে আজই বাঁধুন এই ধাগা; ফল পাবেন আশ্চর্যজনকভাবে

Tied this thread in Money Plant and you will get amazing results: বর্তমানে বেশিরভাগ মানুষ বাস্তু শাস্ত্রে বিশ্বাস করে নিজেদের জীবন এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য। এমন কিছু বিশেষ গাছ রয়েছে যেগুলো মানুষকে সমস্ত রকম নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। এই গাছগুলি নেতিবাচক শক্তির প্রবাহকে বন্ধ করে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি করে। যার ফলে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। পরিবারের সদস্যদের মধ্যে সর্বদাই ভালো সম্পর্ক বজায় থাকবে এবং আপনার আর্থিক উন্নতি হবে নিমেষে। এমনই একটি গাছ হল মানি প্ল্যান্ট (Money Plant)। তবে অবশ্যই এই কাজটি বাড়ির সঠিক দিকে লাগাতে হবে এর ফলে লক্ষ্মীর আশীর্বাদে সুখ-সমৃদ্ধি, ধন-সম্পদ লাভ করা যায়। বাস্তু মতে মানি প্ল্যান্টে একটু সুতো বাঁধলে দুর্ভোগ থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে করবেন এই কাজ জেনে নিন বিস্তারিতভাবে।

বাস্তু বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন এই গাছে আপনাকে লাল রঙের মৌলী সুতো বাঁধতে হবে এটি অত্যন্ত শুভ। সপ্তাহের বিশেষ দিনে করুন এই কাজ। শুক্রবার মানি প্ল্যান্টে (Money Plant) লাল রঙের সুতো বেঁধে দিন। মৌলী সুতো না-থাকলে যে কোনও রঙের লাল সুতোও বাঁধতে পারেন। ধাগা বাঁধার সময়ে লক্ষ্মীর কাছে সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য কামনা করুন।

কখনই আপনি লাল মৌলী সুতো বাঁধবেন কিছু বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে সেটি হল শুদ্ধতার বিষয়। আপনাকে এই দিকটি কিন্তু বিশেষ নজর দিতে হবে। ভোরবেলা স্নান করে স্বচ্ছ পোশাক পরে নিন। সমস্ত রকম নিয়মকানুন মেনে মা লক্ষ্মীর পুজো করুন ও তাঁকে লাল মৌলী সুতো নিবেদন করবেন। তার পর প্রদীপ-ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন। তারপর লক্ষ্মীর ধ্যান করে মানি প্ল্যান্টে (Money Plant) এই সুতো বেঁধে দিন। যদি আপনি এই নিয়মটি মানেন কিছুদিনের মধ্যে এর প্রভাব আপনার জীবনে পড়বে।

আরো পড়ুনঃ পূর্ণিমার শুভ তিথিতে প্রজ্জ্বলিত হবে এই ৬ রাশির ভাগ্য; তালিকায় আছে নাকি আপনার নাম?

বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে মানি প্ল্যান্ট লাগানোর সময়ে বিশেষ দিক আপনাকে মেনে তারপরে লাগাতে হবে। বাস্তু পরামর্শ মেনে বাড়ির দক্ষিণ-পূর্ব দিক অর্থাৎ অগ্নি কোণে মানি প্ল্যান্ট (Money Plant) গাছ লাগানো শুভ। এই দিকের অধিপতি গণেশ ও প্রতিনিধি শুক্র। ফলে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে। তবে কখনো ভুলেও মানিপ্ল্যান্ট গাছ বাড়ির বাইরে লাগাবেন না

আরো পড়ুনঃ রান্নাঘরে রাখুন এই বিশেষ জিনিস! সঠিক দিকে রাখলেই আসবে প্রচুর টাকা!

সুবিধার পাশাপাশি কিছু কিছু অসুবিধা আছে যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে বিশেষ কিছু বিষয়ে লক্ষ্য রাখতে হয়। যেহেতু মানি প্ল্যান্ট আর্থিক উন্নতি ও সমৃদ্ধির সঙ্গে জড়িত, সর্বদা সতর্কভাবে এর যত্ন নেবেন। চেষ্টা করবেন কখনো এর পাতা যাতে হলুদ হয়ে শুকিয়ে না যায়। এটি আর্থিক অবনতির কারণ এবং এরকম হলে সঙ্গে সঙ্গে সেই পাতা ফেলে দিন। মানিপ্ল্যান্ট গাছ যখন বড় হবে খেয়াল রাখবেন তার পাতাগুলো যেন উপরের দিকে উঠতে পারে। দরকার হলে সেই গাছের সাথে কোন দড়ি কিংবা কাঠ দিয়ে দেবেন। বাস্তু মতে, মানি প্লান্টের পাতা মাটি স্পর্শ করা অশুভ। এতে বাড়ির ক্ষতি হতে পারে। এই কাজ কখনোই কাউকে দান করবেন না কিংবা উপহার হিসেবে দেবেন না।