Navaratri tips: দেবীর আরাধনায় মনস্কামনা জানাতে চান? জেনে নিন শুভ সময়

The way you worship the goddess on Navratri: প্রতি বছরের মতো এই বছরেও বাঙালির এক বছর অপেক্ষার অবসান প্রায় হয়েই এসেছে। গত ১৪ই অক্টোবর শনিবার মহালয়ার পর থেকে শুরু হয়েছে নবরাত্রি। এই নবরাত্রি থেকেই দেবীর নয়টি রূপের পুজো করা হয়। তবে প্রিয় উৎসব দুর্গোৎসবে দেবীর দুর্গার রূপেরই পুজো করা হয়। দেবীর বোধন হতে আর কয়েকটা দিনের অপেক্ষা (Navaratri tips)। গ্রাম থেকে শহর চারিদিকে আলোকিত হয়ে উঠেছে। ইতিমধ্যে প্রতি প্যান্ডেলেই পৌঁছে গিয়েছে দেবীর সিংহবাহিনী-মহিষাসুরমর্দিনী মূর্তি। সাথে রয়েছে লক্ষ্মী-সরস্বতী এবং কার্তিক-গণেশ। পুজো উপলক্ষে বাঙালির কেনাকাটাও প্রায় শেষের দিকে। বড় উৎসবের আয়োজন নিয়ে চরম উৎসাহে সকল বাঙালি।

উৎসবের আয়োজনের পাশাপাশি দেবীর আরাধনায় মায়ের কাছে মনস্কামনা জানানো এবং তা পূরণের দাবি রাখেন কমবেশি সকল ভক্ত। অনেকেই হয়তো দেবীর ঘরে ঢোকার সময় থেকে দেবীর আরাধনার শেষ সময় পর্যন্ত কোনো না কোনো সময় মহামায়ার কাছে মনস্কামনা জানিয়ে থাকেন। কিন্তু ধর্ম বিশারদরা বলছেন দেবীর কাছে মনস্কামনা জানানোর সঠিক সময় রয়েছে। সেই সময় মহামায়ার কাছে প্রার্থনা করলে তা পূরণ হতে পারে (Navaratri tips)। দুর্গাপুজোর কোন সময় মনস্কামনা জানানোর শুভ সময় বলছেন ধর্ম বিশারদরা? আসুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সনাতন ধর্ম বিশেষজ্ঞ তথা ব্রাহ্মণ টাস্টের সদস্য দামোদর চক্রবর্তী পুরান তত্ত্ব অনুযায়ী ব্যাখ্যা স্বরূপ দূর্গা পূজার কোন সময় মনস্কামনা জানানোর শুভ সময় তা জানিয়েছেন। পাশাপাশি অশুভ সময়টির কথাও তুলে ধরেছেন এবং তার ব্যাখ্যাও দিয়েছেন।

সনাতন ধর্ম বিশেষজ্ঞ দামোদর চক্রবর্তীর কথায়, দেবীর আরাধনা চলাকালীন মনস্কামনা জানানোর শুভ সময় হল নবমী তিথি। ব্যাখা স্বরূপ তিনি জানিয়েছেন, বোধনের পর মহামায়া সিদ্ধিদাত্রী রূপে পূজিতা হন এই নবমী তিথিতে। এই সময়টি মনবাসনা বা মনস্কামনা জানানোর সঠিক সময়। কারণ এই সময়টিতে দেবী দুর্গা ভক্তদের ওপর সদয় হন। ভক্তদের মনবাসনা পূরণ করেন। তাই নবমী তিথিতে মহাযজ্ঞের আহূতির সময় দেবীর চরণে মনবাসনা বা মনস্কামনা নিবেদন করুন। দেখবেন আপনার সেই মনোবাঞ্ছা পূরণ হবেই। মহামায়া তার ভক্তদের কাউকেই ফিরিয়ে দেন না।

তবে শুভ সময়ের পাশাপাশি অশুভ সময়টিরও ব্যাখ্যা দিয়েছেন সনাতন ধর্ম বিশেষজ্ঞ দামোদর চক্রবর্তী। বিশেষজ্ঞর কথায়, আমরা কমবেশি সকলেই দুর্গাপুজোর একটি বিশেষ পূজার কথা জানি। সেই বিশেষ পূজা হল ‘সন্ধিপূজা’। যা অষ্টমী তিথিতে হয়। এই সময়টিকে আমরা সকলেই প্রার্থনা জানানোর সঠিক সময় হিসেবে মনে করি। কিন্তু বিশেষজ্ঞের কথায়, মহামায়া এই সময় রুদ্র রূপে পূজিতা হন। দেবী এতটাই রুদ্র রূপ ধারণ করেন যে তিনি মহাদেবের কথাও শোনার মত অবস্থায় থাকেন না। তাই এই সময় মনস্কামনা জানানো একদমই উচিত না। তাহলে কি করা উচিত? এই সময় জগৎ মাতার কাছে জগতের কল্যাণে দেবী যাতে শান্ত হন তার প্রার্থনা করা উচিত (Navaratri tips)।