Money attracring tips: পার্সে রাখুন কয়েকটি জিনিস! দেখুন কেমন ভাগ্য বদলে যাবে।

Keep these few things in your purse to change your luck: প্রতিটি মানুষই চান তার টাকা রাখার ব্যাগ অর্থাৎ পার্স যেনো সব সময় টাকা পয়সায় পরিপূর্ন থাকে। কিন্তু চাইলেই তো তা পাওয়া সম্ভব হয়ে ওঠে না। অনেক সময় ভাগ্য নানা কারণে এমন দুর্যোগের সম্মুখীন হয় যা অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। টাকা হতে এলেও জলের মত তা খরচ হয়ে যায়। বাস্তু অনুযায়ী কয়েকটি বিশেষ টিপস মেনে চললে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং সব সময় পার্স ভরে টাকা থাকে। জেনে নিন টিপস গুলি (Money attracring tips)।

১) রুপোর মুদ্রা- আর্থিক সমৃদ্ধির জন্য ধন দেবী লক্ষ্মীকে একটি রুপোর মুদ্রা অর্পণ করে সেটি সর্বদা পার্সে রেখে দিলে ধন সম্পদ বৃদ্ধি পায় (Money attracring tips)।

২) শ্রী যন্ত্র- পুরাণ অনুসারে মনে করা হয় শ্রী যন্ত্র হল মা লক্ষ্মীর প্রতীক। এটির মধ্যে থাকা ইতিবাচক শক্তি অর্থকে আকর্ষণ করে। তাই পার্স এর মধ্যে একটি শ্রী যন্ত্র সব সময় রাখলে অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়।

৩) কড়ি- ধনদেবী লক্ষ্মীর অত্যন্ত পছন্দের দ্রব্য হল কড়ি। আর্থিক সংকট থেকে সর্বদা দূরে থাকতে চাইলে পার্সে ৭টি কড়ি রাখা অত্যন্ত শুভ। এর মাধ্যমে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ ভক্তের উপর বর্ষিত হবে।

৪) গোমতী চক্র- দেবী লক্ষ্মীর অন্যতম প্রিয় জিনিস হল গোমতী চক্র। পার্সে গোমতী চক্র রাখলে দেবী লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব (Money attracring tips)।

৫) প্রবীণদের কাছ থেকে পাওয়া অর্থ- প্রবীণরা প্রায়ই আশীর্বাদ স্বরূপ আমাদের টাকা দেন। এই টাকা খরচ না করে পার্সে রেখে দিলে আর্থিক সংকটে পড়তে হয় না। গুরুজনদের আশীর্বাদে সব সময় আর্থিক অবস্থা সুনিশ্চিত থাকে।

৬) ১ টাকার নোট- জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মনে করা হয় ১ টাকার নোট টাকা আকর্ষণ করে। তাই আপনার পার্সে সবসময় ১ টাকার নোট রাখুন। এতে আপনার পার্স সব সময় অর্থে পরিপূর্ন থাকবে।

৭) অক্ষত- লক্ষ্মীর পূজায় ব্যবহৃত অক্ষত ২১ দিন পার্সে রাখলে ধন দেবী তুষ্ট হন এবং আশীর্বাদ করেন।

৮) অশ্বথ পাতা- অশ্বথ গাছে ঈশ্বর থাকেন বলে মনে করা হয়। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পাতা অত্যন্ত শুভ। অশ্বথ পাতা গঙ্গাজল দিয়ে ধুয়ে পার্সে রাখুলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

৯) দেবী লক্ষ্মীর ছবি- আর্থিক সচ্ছলতার জন্য সর্বদা আপনার পার্সে ধন লক্ষ্মীর একটি ছোট ছবি রাখুন। এটি যেমন আর্থিক সমৃদ্ধির বৃদ্ধি করে তেমনি ঋণ থেকেও মুক্তি দেয়।