Tulsi vivah 2023: কেটে যাবে বিবাহ বাধা, এই দিনে করুন তুলসী বিবাহ। রইল তুলসী বিবাহের সময়সূচী

If there are repeated obstacles in marriage, do Tulsi marriage on this day of 2023: হিন্দু ধর্মের নানান ধর্মীয় উৎসবের মধ্যে তুলসী বিবাহ অন্যতম একটি ধর্মীয় উৎসব। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেসব ছেলে-মেয়েদের বিবাহে নানা বাধা আসছে তারা এই দিন তুলসী বিবাহ করলে সেই বাধা থেকো মুক্ত হতে পারবে। শুধু বিবাহ নয়, জীবনের নানা জটিলতা থেকে মুক্তি পাওয়া যায় এই তুলসী বিবাহ উৎসব পালন করলে। সেই অনুযায়ী ২০২৩ সালে তুলসী বিবাহ (Tulsi vivah 2023) কবে পড়ছে? পুজোর শুভ সময় কখন? পুজোর নিয়মাবলী কি রয়েছে? আসুন সেই বিষয়েই জেনে নেওয়া যাক।

নিয়ম অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে এই উৎসব পালন করা হয়। প্রাদোষ কালে এই তুলসী বিবাহের আয়োজন করা হয়। এদিন তুলসী দেবীর সাথে ভগবান শালিগ্রামের মিলন দিবস পালন করা হয়। যা পরিবারের দাম্পত্য সুখ এবং দীর্ঘায়ু কামনা করে।

তুলসী বিবাহের দিন (Tulsi vivah 2023)

পঞ্জিকা মতে দ্বাদশী তিথি পড়ছে ২৩শে নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, রাত ৯০:১। ২৪শে নভেম্বর ২০২৩ শুক্রবার, সন্ধ্যা ৭:০৬ সমাপ্ত হবে দ্বাদশী তিথি। আর এই সময়টি তুলসী বিবাহের সময়। শুভ সময় কখন?

তুলসী বিবাহের শুভক্ষণ

নিয়ম অনুযায়ী চলতি বছরে তুলসী পূজার শুভ সময় হল ২৪শে নভেম্বর ২০২৩ শুক্রবার। এদিন সকাল ৬:৫০ থেকে দুপুর ১২:০৭ পর্যন্ত তুলসী বিবাহের শুভ সময় রয়েছে। কি কি করতে হয়?

তুলসী বিবাহের নিয়মাবলী
  • তুলসী বিবাহের দিন সকাল সকাল স্নান সেরে পুজোর প্রস্তুতি শুরু করতে হয়।
  • প্রথমে পূজার ঘর সাজানো হবে। তারপর তুলসী দেবী এবং ভগবান শালিগ্রামকে এক জায়গায় স্থাপন করতে হবে
  • তারপর তুলসী দেবীকে শাড়ি, ওড়না, লাল টিপ সহ আরো যাবতীয় জিনিস দিয়ে কনের সাজে সাজানো হবে। অপরদিকে ভগবান শালিগ্রামকে বর সাজে সাজানো হবে।
  • এরপরে পুরোহিতের দ্বারা তাদের পুজো করা হবে। বিভিন্ন ফল, মিষ্টি গুড়, খীর, আখের রস নিবেদন করা হবে।
  • তারপর আরতি করা হবে এবং ১১ বার তুলসী গাছকে প্রদক্ষিণ করতে হবে। সন্ধ্যা পর্যন্ত ভক্তদের উপোস থাকতে হবে। তারপর পুজোর প্রসাদের মাধ্যমে সেই উপোস ভঙ্গ করবেন।
তুলসী বিবাহের তাৎপর্য

প্রায় প্রতি হিন্দু বাড়িতে তুলসী দেবীকে পবিত্র গাছ বলে মনে করা হয়। প্রতিদিনই সকাল-সন্ধ্যা তুলসী গাছে পুজো করা হয়। সকালে তুলসী গাছে জল নিবেদন করেন বাড়ির গৃহিণীরা। সন্ধ্যাবেলায় জ্বালানো হয় প্রদীপ। মূলত দুঃখ, কষ্ট, দারিদ্রতা ইত্যাদি থেকে মুক্ত হওয়ার জন্য তুলসী দেবীর আরাধনা করা হয়। পাশাপাশি জীবনের সঠিক সঙ্গী খোঁজার জন্য এবং যেসব ব্যক্তিরা নিঃসন্তান তারা সন্তান লাভের জন্য তুলসী দেবীকে নিজের সন্তান মনে করে তুলসী বিবাহ (Tulsi vivah 2023) পালন করেন।