Mopping: ঘর মোছার জলে মিশিয়ে দিন এই ১টি জিনিস, পাংচার ভাগ্যের চাকা সেরে উঠবে

Mopping: অনেক সময় দেখা যায়, হাজার চেষ্টা করেও সুখ সমৃদ্ধি বিরাজ থাকছে না। শুধু তাই নয়, আয় উন্নতিও বন্ধ হয়ে যাচ্ছে। যতই কঠোর পরিশ্রম করুন না কেন ততই খালি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। তাই সংসারের হাল ফেরাতে ভাগ্যের পরিবর্তন করতে ঘর মোছার জলে মিশিয়ে দিন এক চিমটে নুন। শুধু ঘর মোছার (Mopping) জল নয়, সেইসাথে নুনকে ব্যবহার করুন এই বিশেষ উপায়। দেখবেন ভাগ্য কিভাবে ঝড়ের গতিতে দৌঁড়ায়। সাথে বাড়ির সুখ-সমৃদ্ধ থাকবে বজায়।

১) ঘর মোছার জলে নুন

যখনই ঘর মুছতে (Mopping) যাবেন তখনই এই কাজটি করুন। এক বালতি জলে দু তিন চামচ নুন মিশিয়ে দিন। আর সেই জল দিয়েই ঘরের প্রতিটি কোণা পরিস্কার করুন। বাস্তুশাস্ত্র অনুসারে নুন এমন একটি উপাদান এতে করে সংসারে ভাঙনের মত সমস্যা দূর হয়। শুধু তাই নয় পাশাপাশি আপনার সংসারে আয় উন্নতির যোগ তৈরি হতে থাকে। রোজগারের পথে যত রকমের বাধা-বিপত্তি ছিল সব কেটে যায়। তবে এই নুন মেশানোর সময় যেন আপনাকে কাজটি করতে কেউ না দেখে। নইলে আপনার সংসারে ক্ষতি হতে পারে।

২) প্রবেশদ্বারে রেখে দিন নুন

একটি লাল কাপড়ে সামান্য নুন বেঁধে নিন। এরপর সেই নুনের পুটলি নিয়ে আপনার প্রবেশদ্বারের সামনে রেখে দিন। সেখানে যেন কেউ হাত না দেয় এ বিষয়েও সচেতন থাকুন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই কাজটি করতে পারলে আর কোনোরকমের অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করতে পারে না। এছাড়াও আপনার শুভ কাজে কোন বাধা সমস্যা হয়ে দাঁড়ায় না।

৩) বাথরুমে নুন রাখুন

আপনার ভাগ্যে কি রাহুর প্রভাব রয়েছে। তাহলে তো জীবনে কখনোই উন্নতি করতে পারবেন না। রাহুর বাঁধা কাটাতে করুন এই টোটকা। একটি বাটিতে টইটম্বুর করে নুন ভরে রেখে দিন। এরপর সেই বাটি নিয়ে গিয়ে বাথরুমের একটি কোণায় রেখে দেবেন। এতে করে আপনার ভাগ্যে থাকা রাহুর দোষ কেটে যায়। তবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই নুন কিন্তু বদলে ফেলতে হবে তাহলেই কাজ করবে। তবে হ্যাঁ এই কাজটি করার আগে অবশ্যই পণ্ডিতদের মতামত নিয়ে নিন। তারপর এই কাজটি করুন।

৪) কাচের পাত্রে নুন রেখে দেওয়া

বাড়িতে কি অর্থাভাব ঘিরে ধরেছে? কোনমতেই টাকা জমাতে পারছেন না। তাহলে একটি কাঁচের পাত্রে সব সময় নুন রাখা উচিত। কাঁচের বোতল হোক কিংবা জার রাখলেই হল। তবে সেই বোতলে কয়েকটি লবঙ্গ অবশ্যই রেখে দেবেন। ধীরে ধীরে দেখবেন আপনার সংসার থেকে অর্থাভাব কেটে গিয়েছে। শুধু তাই নয়, অতিরিক্ত অর্থ ব্যয়ের বদলে আয় হতে শুরু করেছে।