Basant Panchami Tips: বাগদেবীর আরাধনার দিন আনুন এই জিনিস; জ্ঞান-বুদ্ধি-সমৃদ্ধি বাড়বে নিশ্চিতভাবে

If you follow these tips on Basant Panchami, you will get the blessings of Goddess Saraswati: সরস্বতীদেবী হলেন জ্ঞানের দেবী এমনটাই উল্লেখ করা হয়েছে ঋগ্বেদের দশম মণ্ডলে। এদেশের বেদ কিংবা পুরাণে দেবী সরস্বতী মাহাত্ম্য অপরিসীম। বেদ-পুরাণ ও শাস্ত্র অনুসারে, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত, সুর, কাব্যপ্রতিভা, বাগ্মীতা, সৃজনশীল কর্ম ও আত্মার পবিত্রতার প্রতীক হলেন দেবী সরস্বতী। তবে প্রাচীন হিন্দু সাহিত্য অনুসারে সরস্বতীকে নানা নামে অভিহিত করা হয়েছে। না জানলে আজকে এই প্রতিবেদনে জেনে নিন। সর শব্দের অর্থ হল সার বা নির্যাস, আর স্ব শব্দের অর্থ হল আত্ম। তাহলে সরস্বতীর অর্থ হল যিনি সার বা পরমবরহ্মের আত্মার সঙ্গে মিলিত করেন। কিভাবে দেবীর আশীর্বাদ লাভ করবেন আপনি?মানতে ন্ত্রকিচু নিয়ম (Basant Panchami Tips)?

যদি জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় রাখতে চান তাহলে বসন্ত পঞ্চমীর দিন বেশ কিছু জিনিস কেনা খুবই শুভ। বসন্তের আগমনে যেমন প্রকৃতিও নতুন রূপে সেজে ওঠে তেমনি পশু পাখি সকলে আনন্দে মেতে উঠে। মাঘ মাস জুড়ে থাকে বসন্তকাল আর এই সময় দেবী সরস্বতীর আরাধনা করা হয়। প্রাচীনকাল থেকেই কথিত আছে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বাগদেবীর জন্মদিন হিসেবে পালিত হয়। এই বসন্ত পঞ্চমীর দিন এমন কি করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আসুন জেনে নিয়ে বিস্তারিতভাবে (Basant Panchami Tips)।

সরস্বতী পুজো হলো শিক্ষার্থীদের পুজো, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালন করা হয়। হিন্দু ধর্ম শাস্ত্র অনুসারে বিভিন্ন নিয়মকানুন পালন করা হয়। জ্ঞানের দেবী সরস্বতীকে আরাধনার মাধ্যমে জ্ঞান, বুদ্ধি, সঙ্গীত ও কর্মে সাফল্য পাওয়া যায়। তবে পাশাপাশি আপনি বাড়িতে বেশ কয়েকটি জিনিস যদি কিনে নিয়ে আসেন তাহলে দেবী সরস্বতী সন্তুষ্ট হবেন আপনার ওপর (Basant Panchami Tips)।

আরো পড়ুনঃ হিন্দু-মুসলিম সম্প্রীতির নিদর্শন রয়েছে যোগীরাজ্যেই! মুসলিম ধর্মের মানুষের কাছ থেকে পুজো পান মহাদেব!

চলতি বছর ১৪ ফেব্রুয়ারিতে পালিত হবে বসন্ত পঞ্চমী। এই বিশেষ দিনে বাড়িতে কিনে নিয়ে আসুন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস। বাস্তুশাস্ত্র অনুসারে, বসন্ত পঞ্চমীর দিন বাড়িতে একটি ময়ূরপঙ্খী গাছ আনা খুবই শুভ। জোড়ায় জোড়ায় এনে বাড়ির পূর্ব দিকে লাগালে গুরুত্ব বেড়ে যায়। এমনকি আপনারা প্রয়োজনে লাগাতে পারেন ড্রয়িং রুমে বা বাড়ির প্রধান প্রবেশদ্বারেও। বাড়িতে এই বিশেষ গাছ লাগালে সরস্বতীর আশীর্বাদ থাকে সন্তানদের উপর (Basant Panchami Tips)। এছাড়াও এই বিশেষ দিনে কিনে আনতে পারেন একটি নতুন গাড়ি। যদি গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে বসন্ত পঞ্চমীর দিন অত্যন্ত শুভ।

আরো পড়ুনঃ সরস্বতী পুজোর আগে কেন খাওয়া যায় না কুল? জানুন বিস্তারিত খুঁটিনাটি

এদিনে আপনার বাড়িতে নিয়ে আসুন সরস্বতীর একটি মূর্তি কিংবা ছবি। জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তবমতে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সরস্বতীর মূর্তি এনে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন,তাতে বাচ্চাদের উপর ইতিবাচক প্রভাব পড়ে এবং পড়াশোনায় মনযোগ বাড়বে। পৌরাণিক কাহিনি অনুসারে, ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ের সময় বসন্ত পঞ্চমীর দিন বিয়ের আগে ভগবান শিবের কাছে তিলক লাগানো হয়েছিল। তাই বাড়িতে বিয়ে থাকলে এই বিশেষ দিনে বিবাহ সামগ্রী কিনে আনতে পারেন তা অবশ্য শুভ বলে মনে করা হয়। বিয়ের পোশাক, গয়না ও বিয়ের সামগ্রী কিনতে পারেন। পাশাপাশি আরও একটি জিনিস কিনে আনতে পারেন এই বসন্ত পঞ্চমীর দিনে। এই দিনে হলুদ রঙের বিশেষ তাৎপর্য বলে মনে করা হয়। কারণ দেবী পার্বতী হলুদ রঙের জিনিস খুব প্রিয়। সেই কারণে হলুদ শাড়ি কিংবা হলুদ রংয়ের ফুল দেবীকে অর্পণ করলে আপনার অবশ্যই মঙ্গল হবে। বসন্ত পঞ্চমীর দিন পুজো করার আগে বাড়িতে হলুদ ফুলের মালা নিয়ে আসতে পারেন।