Rules of Puja Prasad: ঠাকুরকে ভোগ দিন চিনি এবং নকুলদানা ফল মিলবে হাতেনাতে

If you follow these rules while offering Prasad in Puja, you will get good results: প্রত্যেকটি হিন্দু বাড়িতে ভগবানের জন্য আলাদা কোন স্থান থাকবে না সেটা হতেই পারে না। অবশ্য একেক জন একেক রকমের রীতি মেনে ভগবানকে ভোগ নিবেদন করে থাকেন। কেউ ফল মিষ্টি দিয়ে ঈশ্বরকে পুজো করেন আবার কেউ কেউ মিছরি কিংবা নকুল দানা দিয়ে। অনেকে আবার ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতাও অর্পণ করে থাকে। কিন্তু হিন্দু শাস্ত্র মতে ভগবানকে আসলে কিসের ভোগ দেওয়া উচিত তা আদৌ কেউ কেউ স্পষ্টভাবে জানেন না (Rules of Puja Prasad)। আজকের প্রতিবেদনে কিন্তু এটাই আলোচ্য বিষয়।

শাস্ত্র মেনে আপনি যদি সঠিক নিয়মে (Rules of Puja Prasad) ভগবানকে ভোগ নিবেদন করেন তাহলেই আপনি পূণ্য লাভ করতে পারবেন। আপনি যখনই ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন তখন অবশ্যই একটি ধোয়া থালা এবং গ্লাসে সেই ভোগ নিবেদন করবেন। এতে আপনি খুব তাড়াতাড়ি তার ফল লাভ করতে পারবেন।

এমন অনেক ব্যক্তি আছেন যারা ভগবানের মূর্তি কিংবা ছবি অথবা শিবলিঙ্গের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে থাকেন। এই পদ্ধতি একেবারেই সঠিক নয়। এর ফলে সেই লিঙ্গে কিংবা ছবিতে মিষ্টির রস লেগে থাকে যার ফলে পিঁপড়েরা খুব সহজেই সেখানে জমা হতে পারে। এছাড়া সেই রসে ধুলো জমে সেই মূর্তি কিংবা প্রতিমা খুব সহজেই নোংরা হয়ে যায়। তাই এই পদ্ধতিতে কখনোই আপনারা ভগবানকে ভোগ নিবেদন করবেন না (Rules of Puja Prasad)।

আরো পড়ুনঃ আর্থিক সমৃদ্ধি লাভ করতে তুলসী গেছে দিন এই জিনিসটি

ভোগ নিবেদনের সময় ভগবানের সামনে অন্তত ৭ মিনিট আপনাকে ধ্যানে বসতে হবে (Rules of Puja Prasad)। এছাড়া ভগবানের ভোগ সব সময় বিশুদ্ধ হওয়া উচিত। তাতে কোনোভাবেই যেন পেঁয়াজ কিংবা রসুনের ছোঁয়া না লাগে। এতে ভোগ আর শুদ্ধ থাকে না। যখনই ঈশ্বরকে ভোগ নিবেদন করবেন হাতজোড় করে অবশ্যই প্রার্থনা করবেন, এতে ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকবে।

আরো পড়ুনঃ আপনার কি চরম অর্থসংকট? আজই জপ করুন লক্ষ্মীর ১৮ পুত্রের নাম

ভগবানকে ভোগ নিবেদন করার সময় কখনোই তা সঙ্গে সঙ্গেই প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না। ভোগ নিবেদনের পর অন্তত তিন থেকে চার মিনিট সময় নেবেন তারপরেই তা প্রসাদ হিসেবে নিজে গ্রহণ করবেন এবং অন্যান্য ভক্তদের মধ্যে বিলি করে দেবেন।যদি নিয়ম মেনে ঈশ্বরকে অন্ন নিবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মন্ত্র জপ করতে হবে। মন্ত্র জপের মাধ্যমে অন্ন নিবেদন করা যায়