Tulsi plant care: তুলসী গাছের যত্ন নিতে হলে অবশ্যই আপনাকে মানতে হবে গুরুত্বপূর্ণ এই ৬টি টিপস

To take Tulsi plant care must follow these 6 important tips: তুলসী গাছ এমন একটি গাছ যা সহজেই যেখানে সেখানে বেড়ে ওঠে এবং যার যত্ন নেওয়া (Tulsi plant care) খুবই সহজ। এর ঔষধি গুণাবলী আপনাকে অবাক করে দেবে নিমেষে। বাড়িতে যদি তুলসী গাছ থাকে অবশ্যই তাকে যত্ন সহকারে বড় করে তুলতে হবে। আজকের প্রতিবেদনে কিছু টিপস আলোচনা করা হবে যার তুলসী গাছের জন্য একেবারে কার্যকরী।

যদি বাড়িতে তুলসী গাছ লাগাতে চান তাহলে পুষ্টি সমৃদ্ধ মাটি ব্যবহার করতে হবে এবং তার সাথে প্রয়োজন একটি ড্রেনেজ গর্তসহ ১০ ইঞ্চি ব্যাসের একটি মাটির পাত্র। এতে আপনি বাগানের মাটি, কম্পোস্ট এবং বালি মিশ্রণ করে পূরণ করতে পারবেন। নিয়মিত তুলসী গাছে জল দেওয়া প্রয়োজন কিন্তু খেয়াল রাখতে হবে অতিরিক্ত জল দিলে এই গাছের শিকড় পচে যেতে পারে (Tulsi plant care) ।

এই গাছে জল দেওয়ার সময় কিছু বিষয়ে মাথায় রাখতে হবে আঙ্গুল দিয়ে মাটির আর্দ্রতা দেখে নেবেন। যখনই মাটির উপরের নিচে শুকিয়ে যাবে তখন গাছে জল দেবেন ড্রেনেজ গর্ত থেকে জল বের হওয়া শুরু হলে জল দেওয়া বন্ধ করে দিন। প্রত্যেকটি গাছের জন্যই সূর্যালোক প্রয়োজনীয়। তুলসী গাছ এমন জায়গায় রাখবেন (Tulsi plant care) যাতে দিনে কম করে ৬ ঘন্টা সূর্যালোক পায়।

গরম জলবায়ুতে যদি আপনি থাকেন তাহলে দিনের উষ্ণতম সময় গুলিতে অবশ্যই ছায়ায় রাখার চেষ্টা করবেন। বসন্ত কাল থেকে শরৎকাল পর্যন্ত তুলসী গাছের সার দিতে পারেন এতে এর বৃদ্ধি আরো ভালোভাবে হবে (Tulsi plant care)। যদি মাটিতে কম্পোস্ট ব্যবহার করেন তাহলেও কিন্তু এর বৃদ্ধি অনেক তাড়াতাড়ি সম্পন্ন হবে। পাশাপাশি নিয়মিত এই গাছটিকে ছাটাই করা প্রয়োজন। কান্ডের উপর থেকে দুটি করে পাতা যদি সরিয়ে দেন তাহলে এর বৃদ্ধি পরিপূর্ণ হবে।

তুলসী গাছে বিভিন্ন সময় পোকামাকড় হতে দেখা যায় এর থেকে বাঁচার একমাত্র উপায় হল, নিম তেল এবং কীটনাশক সাবানের মিশ্রণ যদি স্প্রে করতে পারেন তাহলে এর হাত থেকে আপনি মুক্তি পাবেন। গাছে যেই অংশটা রোগগ্রস্ত হবে সেটা অবশ্যই সরিয়ে ফেলবেন। এইসব দিকগুলো খেয়াল রাখলে আপনি তুলসী গাছের যত্ন ভালো ভাবে নিতে পারবেন।