Agrahayan purnima 2023: বছরে শেষ পূর্ণিমায় রয়েছে বড় শুভ যোগ! জানুন ২৫ না ২৬ ডিসেম্বর সেই শুভক্ষণ

Two major auspicious yogas are going to happen on Agrahayan purnima 2023: হিন্দু ধর্ম অনুসারে প্রতিমাসে অমাবস্যা, একাদশী উপবাস পালন করার রীতি রয়েছে। যা নিয়ম করে পালন করলে শুভ ফল পাওয়া যায়। তেমনি প্রতিমাসে পূর্ণিমা তিথিতে উপবাস করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এ বছরে সেই পূর্ণিমা অগ্রহায়ণ পূর্ণিমা (Agrahayan purnima 2023) দিয়ে শেষ হবে। শাস্ত্র অনুযায়ী সেই শেষ পূর্ণিমায় তৈরি হবে শুক্ল যোগ ও ব্রহ্মযোগের। সেই মুহূর্তে লক্ষ্মী-নারায়ণ পূজো ও চন্দ্র দেবের পূজা করা অত্যন্ত শুভ। জীবনের অশুভ দশা থেকে মুক্ত হওয়া যায়। এই পূর্ণিমায় উপবাস করা মানে অন্ন, অর্থ, সুখ-সমৃদ্ধির জন্য উপবাস করা। কবে পড়ছে এই পূর্ণিমা? দুই শুভ যোগের শুভক্ষণ কখন? এই শুভযোগে কি কি করলে শুভ ফল পাওয়া যাবে? সমস্ত কিছু আলোচনা নিম্নে উপস্থাপন করা হইল।

অগ্রহায়ণ পূর্ণিমা তিথি শুরু ও সমাপন

ইংরেজি ক্যালেন্ডারের ২৬শে ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার সকাল ৫:৪৬ মিনিটে শুরু পূর্ণিমা (Agrahayan purnima 2023) তিথি। সমাপ্ত হবে ২৭শে ডিসেম্বর ২০২৩, বুধবার সকাল ৬:০২ মিনিটে। নিয়ম অনুযায়ী ২৬শে ডিসেম্বর মঙ্গলবার এই মার্গশীর্ষ বা অগ্রহায়ণ পূর্ণিমার উপবাস পালিত হবে।

শুক্ল যোগ ও ব্রহ্ম যোগের সময়

সময় তিথি অনুযায়ী শুক্ল যোগের সময় ২৬শে ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার সকাল ৪:২৩ মিনিট থেকে ২৭শে ডিসেম্বর ভোররাত ৩:২২ মিনিট পর্যন্ত। তার পরবর্তী সময় থেকেই শুরু ব্রহ্ম যোগ। এই ব্রহ্ম যোগে স্নান করা অত্যন্ত শুভ। এই পূর্ণিমায় স্নান করার শুভ সময় হল সকাল ৫:২২ মিনিট থেকে ৬:১৭ মিনিট পর্যন্ত।

এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজা করার রীতি রয়েছে। তবে সেই সত্যনারায়ণ পূজা করারও বিশেষ সময় রয়েছে। সেই সময় হল সকাল ৯:৪৬ মিনিট থেকে দুপুর ১:৩৯ মিনিট পর্যন্ত। এই পূর্ণিমায় (Agrahayan purnima 2023) চন্দ্র দেবের পূজা করা উচিত। সেইমতো এই তিথিতে চন্দ্র উদয় হবে সন্ধ্যা ৪:৪৫ মিনিটে। পাশাপাশি এদিন পালিত হবে অন্নপূর্ণা জয়ন্তী-গীতা জয়ন্তী। ফলে বছরের এই শেষ পূর্ণিমা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই শুভ। এই পূর্ণিমায় বেশ কিছু জিনিস করলে জীবনে অন্ন অর্থের অভাব ঘটবে না। গৃহ সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে। আসুন সেই কর্মগুলি জেনে নেওয়া যাক।

মার্গশীর্ষ পূর্ণিমায় শুভ ফলের কর্ম বিশ্লেষণ

তুলসী গাছে মাটি দেওয়া:- অগ্রহায়ণ পূর্ণিমায় দান করা ব্যক্তির জন্য অত্যন্ত শুভফলদায়ক।পাশাপাশি এদিন তুলসী দেবীর গাছের শিকড়ে মাটি দিয়ে গঙ্গা নদীতে স্নান করলে বিশেষ কৃপা পাওয়া যায়। লক্ষ্মী-নারায়ণ প্রসন্ন হন। ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষন করেন। ব্যক্তি যা দান করেন তার অধিক গুণ বৃদ্ধি পায়।

লক্ষ্মী-নারায়ণের পুজা:- শাস্ত্র বলছে এই মার্গশীর্ষ পূর্ণিমায় (Agrahayan purnima 2023) শুভ যোগে গঙ্গা স্নান করা অত্যন্ত পবিত্র। কিন্তু বাড়ির কাছাকাছি গঙ্গা নেই? তাহলে বাড়িতে গঙ্গা জলে স্নান করলেও পবিত্র হওয়া যাবে। এদিন লক্ষ্মী-নারায়ণের পুজো করা অত্যন্ত শুভ। পুজোর শুভ সময় হল রাত ১১:৫৪ মিনিটে থেকে ১২:৪৯ মিনিট পর্যন্ত। ভগবান বিষ্ণু ও লক্ষ্মীকে প্রিয় ফুল, ফল, নৈবেদ্য দিয়ে আরাধনা করলে দেব-দেবীর বিশেষ কৃপা পাওয়া যায়। সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করলে সাংসারিক সুখ শান্তি আসে। দারিদ্রতা থাকলে তা কেটে যাওয়ার যোগ তৈরি হয়। আয় উন্নতির পথ তৈরি হয়।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?