Vastu Tips : বাস্তু সমস্যা? চেনা এই দেবতার হাতেই সমাধান! জানেন নাকি?

Vastu Tips : আচ্ছা, বিশ্বকর্মা দেবের কথা বললে আমরা কি বুঝি? যন্ত্রপাতির দেবতা। যানবাহনের দেবতা। মূলত সমস্ত কারখানা, অথবা যন্ত্রাংশ নিয়ে যেখানে কাজ হয়, সেখানেই বিশ্বকর্মার বেশি বাড়বাড়ন্ত। আর যাদের বাড়িতে দু চাকা, চার চাকা যানবাহন রয়েছে, তাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হতে দেখা যায়। কিন্তু জানেন কি বাস্তুর সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে রয়েছেন বিশ্বকর্মা দেব।

এর জন্য প্রথমেই আপনাকে জানতে হবে বিশ্বকর্মা দেবের আবির্ভাব সম্পর্কে। জানতে হবে দেবশিল্পী বিশ্বকর্মার কার্যকলাপ সম্পর্কে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ব্রহ্মার থেকে সৃষ্টি হয়েছিল বিশ্বকর্মা দেবের। সৃষ্টির দেবতা ব্রহ্মার নাভিমূল থেকে আবির্ভূত হয়েছিলেন দেব শিল্পী। তারপর ব্রহ্মা এই সৃষ্টি সাজানোর দায়িত্ব তুলে দিয়েছিলেন বিশ্বকর্মার কাঁধে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিশ্বকর্মা দেব সত্য যুগ থেকে কলি – বিভিন্ন স্থাপত্য শিল্পে নিজের প্রভাব রেখেছেন। পৃথিবী তৈরি করার পাশাপাশি বিশ্বকর্মার হাতে তৈরি দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরী। রাবণের স্বর্ণলঙ্কাও তৈরি করেছেন বিশ্বকর্মা। আবার দ্বাপর যুগে দ্বারকা নগরী তৈরি হয়েছিল বিশ্বকর্মার হাতে। কলির জাগ্রত দেবতা জগন্নাথ দেবের রূপদান করেছেন বিশ্বকর্মা। এখান থেকেই খুব স্পষ্ট আমাদের সনাতন ধর্মে সেরা স্থপতি হিসেবে স্থান দেওয়া হয়েছে বিশ্বকর্মাকে।

হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, বাস্তুর সঙ্গে জড়িয়ে রয়েছেন দেবতাদের ইঞ্জিনিয়ার। কারণ পৃথিবীতে যত নির্মাণ রয়েছে, সবকিছুর নিয়ন্ত্রণ রয়েছে বিশ্বকর্মা হাতে। তাই মনে করা হয় বাড়িতে বিশ্বকর্মার পুজো করা হলে কেটে যায় বাস্তু দোষ। শুধুমাত্র যানবাহনের সুরক্ষা বা যন্ত্রপাতির সুস্বাস্থ্য নয়, আপনার বসতবাড়ির সুরক্ষাও দেবেন বিশ্বকর্মা। কারণ তিনি যে সমস্ত প্রকৌশলীদের আরাধ্য। তিনি সমস্ত নির্মাণের অধিপতি। তিনি এই আধুনিক যন্ত্রযুগের নির্মাতা। তাই বাস্তু দোষ কাটাতে বা বসতবাড়িতে কোনও সমস্যা রয়েছে বলে মনে হলে, নির্দ্বিধায় করতে পারেন বিশ্বকর্মার পুজো। সমস্যা কেটে যেতে সময় লাগবে না।