Vastu Tips of Tulsi: জীবনে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে বৈশাখ মাসে মেনে চলুন এই নিয়মগুলি

Follow these Vastu Tips of Tulsi in the month of Boishakh to maintain happiness and prosperity in life: শাস্ত্রমতে, তুলসি গাছ (Tulsi Plant of Tulsi) আমাদের হিন্দুধর্মে অত্যন্তই পবিত্র। হিন্দুধর্মের মানুষের মধ্যে একটি গভীর বিশ্বাস যে, এই গাছের মধ্যে বসবাস করে স্বয়ং নারায়ন। এছাড়াও তুলসী গাছে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বিরাজ করে। যদি আপনি জীবনে সুখ সমৃদ্ধি বজায় রেখে সমস্ত সমস্যা দূর করতে চান তাহলে এই মাসেই কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে। বাস্তু বিশেষজ্ঞরা এই গাছ সম্পর্কিত বহু তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। চলতি বৈশাখে তুলসি গাছ সম্পর্কিত বেশ কিছু নিয়ম (Vastu Tips of Tulsi) যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার মঙ্গল হবে।

বর্তমানে বহু মানুষ বাস্তু মেনে নিজেদের জীবনের এবং বাড়ির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই বাস্তু মেনেই সমস্ত কাজ করা উচিত, এতে আপনি সহজেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নিম্নে কয়েকটি নিয়মের (Vastu Tips of Tulsi) ব্যাপারে আলোচনা করা হলো যা বৈশাখ মাসেই পালন করতে হয়।

আরো পড়ুনঃ চলতি মাসেই ভাগ্য ফিরতে চলেছে এই চার রাশির; হতে পারে অর্থপ্রাপ্তি

  • হিন্দু শাস্ত্র অনুযায়ী, বৈশাখ মাসকে মাধব মাসও বলা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসির পুজো করলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায়।
  • আপনি যদি নিয়ম (Vastu Tips of Tulsi) মেনে বৈশাখ মাসে তুলসি তলায় সকালবেলা জল আর সন্ধ্যেতে প্রদীপ জ্বালান তাহলে অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আসবে।
  • বাস্তু বিশেষজ্ঞরা সর্বদাই বৈশাখ, কার্তিক এবং মাঘ মাসে প্রাতঃস্নান করার পরামর্শ দিয়ে থাকেন। তাই এই কয়েকটি মাস সূর্য উদয়ের ৪৮ মিনিটের মধ্যে স্নান করলে শুভ মনে করা হয়।
  • রোজ বাড়ির নারায়ণকে তুলসি দিলে আপনি অবশ্যই এর শুভ ফল লাভ করবেন। ভগবানের আরাধনা করার সময় কিছু নিয়ম (Vastu Tips of Tulsi) মানতে হয় যেমন চন্দন, গঙ্গাজল-সহকারে এই পুজো করুন। তাহলে আপনার মঙ্গল হবে।
  • বৈশাখের তীব্র গরমে চারিদিক একেবারে শুকিয়ে যায়। এই সময় তুলসী গাছে ঝরা দেওয়ার রেওয়াজ আছে। এই মাসে একটি মাটির ঘটে ছিদ্র করে তুলসী গাছের উপর ঝুলিয়ে রাখলে ও তাতে জল দিলে শ্রীহরি সন্তুষ্ট হবেন। তবে জ্যোতিষ বিজ্ঞানীদের মতে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের দিন তুলসিগাছে জল দিতে নেই।