অযোধ্যার রাম মন্দিরের নির্মাণকাজ প্রায় সম্পূর্ণ। ট্রাস্টের তরফে মন্দিরের ভিতরের ছবি প্রকাশ করা হয়েছে।

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের দেওয়াল থেকে ছাদ বিশেষ কারুকাজ সম্বলিত। পাথর খোদাই করে বিশেষ নকশা করেছেন শিল্পীরা।

প্রাচীন যুগের আদলেই রাম মন্দিরের ভিতরের অংশজুড়ে রয়েছে গম্বুজাকৃতি একাধিক স্তম্ভ। দেওয়াল ও ছাদে জালি-জালি বিশেষ কারুকাজ করা হয়েছে।

রাম মন্দিরের গর্ভগৃহের দরজা সোনা-খচিত ও বিশেষ কারুকাজ সম্বলিত

রাম মন্দিরের গর্ভগৃহের প্রবেশদ্বারটিও বিশেষ নকশা সম্বলিত ও পাদুকা চিহ্ন দিয়ে করা হয়েছে। যা সকলের নজর কাড়বে।

দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দির নির্মাণে অংশগ্রহণ করেছে দেশের দক্ষ কারিগররা। তারই নজির ফুটে উঠেছে দেওয়ালের কারুকাজে।

হাতে আর খুব বেশি সময় নেই। তাই মন্দির দেওয়ালে নকশার শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে।

আরও পড়ুন