শিবনিবাস কৈলাশ! অজেয় পর্বতের ৫ রহস্য

কৈলাশ পর্বতের উচ্চতা ৬,৬০০ মিটার। এই পর্বত আজও যাত্রীদের কাছে দুর্ভেদ্য

কৈলাশ পর্বতের চারদিকে চারটি নদী -  ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু,  করনালী নদীর উৎপত্তি হয়েছে।

কৈলাশের কাছাকাছি  একটি ধ্বনি শোনা যায়। য ডমরু বা ওঙ্কারের মতো শুনতে।

কৈলাশ পর্বতকে পৃথিবীর কেন্দ্র বলা হয়।

যিনি জীবদ্দশায় পূণ্যকর্ম করেন, মৃত্যুর পর তাদের ঠাঁই হয় কৈলাশে

হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ