Akaay: বিরুষ্কার দ্বিতীয় সন্তানের নাম হলো অকায়; কি অর্থ এই অদ্ভুত নামের?

What is the meaning of the name of Virushka’s second child Akaay: ব্যক্তির নামের উপর তার ভাগ্য অনেকটাই নির্ভর করে। সংখ্যা জ্যোতিষ অনুসারে নামের প্রথম অক্ষর ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। এমনকি নামের আদ্যক্ষরের সাহায্যে ব্যক্তির স্বভাব ও গুণ সম্পর্কে আপনি জানতে পারবেন। বর্তমানে সদ্যজাত পুত্র ও কন্যা নিয়ে বিরুষ্কার সুখের সংসার। বিরাট ও অনুষ্কা তার নাম রেখেছেন অকায় (Akaay), যার অর্থ পূর্ণিমা। অর্থাৎ পুত্র সন্তানের নামের প্রথম অক্ষরে আছে A। শাস্ত্র মতে, প্রতিটি অক্ষরের রয়েছে নিজস্ব শক্তি ও গুণ। নামের আদ্যক্ষর ব্যক্তিকে চিনতে সুবিধা করে। অকায়ের নামের আদ্যক্ষর ‘A’ তার ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ সম্পর্কে জানায়। A অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় সেইসব জাতকদের স্বভাব, ব্যক্তিত্বের বিশেষ দিকগুলি এখানে তুলে ধরা হল।

যেসব ব্যক্তিদের নামের প্রথম অক্ষর A সেইসব জাতকদের মধ্যে থাকে অত্যন্ত ধৈর্য। নিজের ওপর কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হয় সেটা তারা ভালই জানে। এই ধরনের মানুষেরা পরিশ্রম করতেও ভয় পান না। মানসিক দিক দিয়ে দৃঢ়চেতা এই জাতকরা পরিশ্রমের জোরে সাফল্য লাভ করেন। যে কোনও সমস্যায় পড়লে ভয় না-পেয়ে তার সমাধান বের করে থাকেন। অকায় (Akaay) নাম তাই অনেক ভেবেই রাখা হয়েছে।

সংখ্যা জ্যোতিষ অনুসারে A অক্ষরটিকে যুক্ত করা হয় সংখ্যা ১-এর সঙ্গে। এই জাতকরা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী হন। নিজেদের পছন্দ মতই ভাবমূর্তি এরা গড়ে তোলেন। জ্যোতি শাস্ত্র অনুসারে যেসব ব্যক্তিদের নামের প্রথম অক্ষর A তারা সর্বদাই আত্মবিশ্বাসে ভরপুর হয় এবং যেকোনো বিষয়ে এরা দৃঢ় হয়। নিজেদের পছন্দ মতোই জীবন যাপন করতে এরা ভালবাসেন।

আবার যাদের নামের প্রথম অক্ষর হল A তারা কিন্তু ভালো ব্যবসায়ী, শিক্ষক, গবেষক হতে পারেন। নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে পারবেন এমন পদে থাকতে এরা পছন্দ করেন। পরিস্থিতি যেমনই হোক না কেন নিজেদেরকে গড়ে তুলতে এদের কোন অসুবিধা হয় না। শীঘ্র কোনও কিছুর উদ্যোগ নেন না এঁরা। কিন্তু একবার নিজের উদ্যোগে কিছু শুরু করলে লক্ষ্য লাভ করে দম নেন। এই নামের জাতকরা কঠিন পরিস্থিতি তো নিজেদেরকে তুলে ধরতে পারেন। তাই বিরাট অনুষ্কার পুত্রের নামের প্রথম অক্ষর (Akaay) এই ধরনের চিন্তা ভাবনা মাথায় রেখেই করা হয়েছে।

আরো পড়ুনঃ কি আছে বিরাট-অনুষ্কার ভাগ্যে? ছেলে মেয়ে সহ গোটা পরিবারের রাশিফল দেখুন এক নজরে

A দিয়ে যাদের নামে প্রথম অক্ষর হয় তারা অন্যদের নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। নেতৃত্ব করার দক্ষ ক্ষমতা থাকে এদের মধ্যে। এরা কিন্তু ভালো নেতা বা টিম লিডার হতে পারেন। নামের জাতক-জাতিকারা নিজেদের শর্তে জীবন যাপন করতে পছন্দ করেন। এদের চিন্তাভাবনা খুবই প্রাকটিক্যাল হয়। এরা খুব রোম্যান্টিক হন এবং যেকোনো সম্পর্ককে স্থায়ী এবং গম্ভীর ভাবে নিতে এরা পছন্দ করেন। জীবনসঙ্গীকে যে কোন শর্তে এরা সুখী রাখতে চান। আবার যাদের নামে একের বেশি A অক্ষর থাকে তারা খুব স্বার্থপর স্বভাবের হয় এমনকি কারোর কথাই এরা শোনে না।

আরো পড়ুনঃ পূরণ হবে মনস্কামনা, বিবাদ-কলহ কেটে গিয়ে আসবে সুখ! নিত্যদিন জপ করুন এই মন্ত্র

A আদ্যক্ষরের জাতকরা পড়াশোনা ও কাজ সম্পর্কে একাগ্র ও প্রতিবদ্ধ হন। এরা খুব স্বাধীনচেতা মনোভাবের হয়। এই জাতকদের সহজে বোকা বানানো যায় না। কারণ এঁরা পরিস্থিতি ও ব্যক্তিত্ব চিনতে ভুল করেন না। আকর্ষক, খোলামেলা চিন্তাভাবনা সম্পন্ন ও গম্ভীর ব্যক্তিত্বের অধিকারী হন এঁরা। তাই তারকা দম্পতি বিরাট এবং অনুষ্কার সদ্যোজাত পুত্র সন্তানের নাম (Akaay) ঠিক করার আগে অবশ্যই হয়তো দেখা হয়েছে এইসব বিষয়গুলিকে।