Maa Annapurna: আসছে অন্নপূর্ণা জয়ন্তী! কবে পড়েছে অন্নপূর্ণা জয়ন্তী? এই তিথি পালনের তাৎপর্য কি?

What is the significance of celebrating Maa Annapurna Jayanti: হিন্দু ধর্মে ৩৩ কোটি দেব-দেবীর উপস্থিতি রয়েছে। প্রতিমাসেই বিভিন্ন দেব-দেবীর পূজার প্রচলন রয়েছে। তেমনি এক অন্যতম দেবী হলেন মা অন্নপূর্ণা (Maa Annapurna)। মূলত দেবী পার্বতীর রুপই হল মা অন্নপূর্ণার রূপ। আমরা কম-বেশি সকলেই জানি দেবী পার্বতী পৃথিবীবাসীকে বিপদ থেকে রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূতা হয়েছেন। আর সেই রূপেই তিনি প্রতিবছর পূজিতা হন। তেমনি একটি রূপ হলো অন্নপূর্ণা রূপ। মার্গশীর্ষ মাসে মায়ের এই রূপের আবির্ভাব দিবস পালিত হয়। সেই অনুযায়ী ২০২৩ সালে কবে শুরু অন্নপূর্ণা জয়ন্তী? এই তিথি পালনের মাহাত্ম্য কি রয়েছে? সব বিস্তারিত বিবরণ রয়েছে আজকের এই প্রবন্ধে।

মা অন্নপূর্ণার ছবি দেখলে লক্ষ্য করবেন মা অন্নপূর্ণা বসে রয়েছেন। পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা ভোলেনাথ। মায়ের থেকে ভিক্ষা চাইছেন অন্ন। মা অন্ন দিচ্ছেন শংকরদেবকে। এই ছবির মধ্যেই রয়েছে মা অন্নপূর্ণার (Maa Annapurna) বিশেষত্ব। কিন্তু প্রশ্ন হল মহাদেব অন্নপূর্ণার থেকে ভিক্ষা কেন চাইছেন?

পুরাণ কাহিনী অনুসারে জানা যায়, পূর্বে ধরাধামে খাদ্যের প্রবল ঘাটতি দেখা দেয়। দুর্ভিক্ষ সৃষ্টি হয়। সেই সময় প্রাণ বাঁচাতে মানুষ খাদ্যের জন্য হাহাকার করে। খাবার এবং জল পাওয়ার জন্য ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বরের পূজা করেন। তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু, ধরিত্রীবাসীদের কষ্টের কথা শুনে যোগনিদ্রা থেকে উঠে মহাদেবকে সমস্যার কথা জানান। পৃথিবীবাসীকে বাঁচাতে তখন সন্ন্যাসী রুপ ধারণ করেন দেবাদিদেব মহাদেব। অপরদিকে দেবী পার্বতী রূপ নেয় মা অন্নপূর্ণার।

এরপর সন্ন্যাসী রুপী হয়ে দেবী অন্নপূর্ণার কাছে ভিক্ষা চাইতে যান শংকরদেব। অন্ন গ্রহণ করে ধরাধামে আবির্ভাব ঘটে মহাদেবের। সকল ভক্ত তথা বিশ্ববাসীকে সেই খাবার দান করেন শংকরদেব। যার পর থেকে আর কখনোই পৃথিবীতে খাদ্য এবং জলের অভাব দেখা দেয়নি। এই কারণেই মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিলেন শঙ্করদেব। পাশাপাশি যেদিন অন্নপূর্ণার এই রুপের আবির্ভাব হয় সেই দিনটিকে অন্নপূর্ণা জয়ন্তী হিসেবে পালন করা হয়। বছরের বিশেষ দিনে মা অন্নপূর্ণার পুজো করা হয়।

সময় তিথি অনুযায়ী, চলতি বছরে অন্নপূর্ণা জয়ন্তী পালনের দিন হলো ২৬শে ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার। যেহেতু অন্নপূর্ণা (Maa Annapurna) মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে আবির্ভূতা হয়েছিলেন তাই সেই অনুযায়ী মার্গী পূর্ণিমা তিথি পড়েছে ২৬শে ডিসেম্বর, মঙ্গলবার। আর এই দিনেই অন্নপূর্ণা জয়ন্তী। পাশাপাশি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের চৈত্র-বৈশাখ মাস করে মা অন্নপূর্ণার বিশেষ পূজার প্রচলন রয়েছে।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?