Jyotirlinga Temples: দেশের কোথায় কোথায় আছে শিবের এই ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির; জানুন এই প্রতিবেদনে

Where are these 12 Jyotirlinga temples of Shiva in the country: ভারতবর্ষে এমন বহু আশ্চর্য জিনিস আছে যা কোন দেশে নেই। সবথেকে বড় জিনিস হল এ দেশের হিন্দুদের মধ্যে ভগবানের প্রতি আস্থা ও ভক্তি। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বহু মন্দির ছড়িয়ে আছে যা হিন্দু ধর্মে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে উল্লেখযোগ্য হল ১২টি জ্যোতির্লিঙ্গ মন্দির (Jyotirlinga Temples) । এই স্থানগুলো দর্শন করা সত্যি ভাগ্যের ব্যাপার। ভগবান শিব এই সবস্থানে অধিষ্ঠান করেন বলে ধারণা জনমানসে। দেশের কোথায় কোথায় অবস্থিত? এই মন্দির গুলো আসুন দেরেরি আজকের প্রতিবেদনে।

মল্লিকার্জুন মন্দির, অন্ধ্র প্রদেশ

শ্রীসাইলাম পাহাড়ে অবস্থিত মন্দিরটি হিন্দুদের কাছে খুবই পবিত্র একটি স্থান। মহাদেব এবং পার্বতী জড়িয়ে এই মন্দিরের সঙ্গে। এমনকি এই মন্দিরটিকে সতীপীঠ হিসাবেও ধরা হয়। নাল্লমালা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় এই মন্দিরে।

সোমনাথ মন্দির, গুজরাট

বিশ্বের প্রথম জ্যোতির্লিঙ্গ মন্দির (Jyotirlinga Temples) হলো গুজরাটের সোমনাথ মন্দির। এই মন্দির খুবই পবিত্র হিসাবে বিবেচিত হয়। বহু পুণ্যার্থী প্রতিবছর এখানে এসে ভিড় করেন।

কেদারনাথ মন্দির, উত্তরাখণ্ড

গারোয়াল হিমালয়ে অবস্থিত কেদারনাথ মন্দির ভক্তদের কাছে একটি অতি পবিত্র তীর্থস্থান। চারধাম যাত্রার অন্যতম এই মন্দির। মহাভারতের পাণ্ডবদের সঙ্গেও জড়িয়ে এর নাম।

মহাকালেশ্বর মন্দির, মধ্য প্রদেশ

শিপ্রা নদীর ধারে উজ্জয়িনীতে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ মন্দির (Jyotirlinga Temples)। এই মন্দিরের ভস্ম আরতি ভক্তদের কাছে আকর্ষণীয়। বহু ভক্ত এখানে ভিড় জমান মহাদেবের দর্শনের জন্য।

ভীমশঙ্কর মন্দির, মহারাষ্ট্র

পুণের কাছে অবস্থিত এই ভীমশঙ্কর মন্দির হিন্দুদের কাছে একটি পবিত্র তীর্থস্থান হিসেবেই বিবেচিত হয়ে আসছে। সবুজে ঘেরা এলাকার মধ্যে এই মন্দিরের প্রাকৃতিক দৃশ্য মন জুড়িয়ে দেবে। একবার গেলে এই জায়গায় আপনার বারবার যেতে ইচ্ছা করবে।

ওমকারেশ্বর মন্দির, মধ্য প্রদেশ

নর্মদা নদীতে অবস্থিত ওম আকৃতির দ্বীপে অবস্থিত এই মন্দির। এর কাছেই মিশেছে নর্মদা এবং কাবেরী নদী। ১২ টি জ্যোতির্লিঙ্গ মন্দিরের (Jyotirlinga Temples) মধ্যে এটিও অন্যতম।

ত্র্যম্বকেশর, মহারাষ্ট্র

নাসিকের কাছে অবস্থিত এই মন্দির। এর কাছেই গোদাবরী নদীর উৎপত্তিস্থল। ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের মুখ রয়েছে জ্যোতির্লিঙ্গের (Jyotirlinga Temples) উপরে থাকা মুকুটে।

কাশী বিশ্বনাথ মন্দির, উত্তর প্রদেশ

হিন্দু ধর্মালম্বী মানুষেরা জীবনে একবার হলেও দর্শন করে কাশী বিশ্বনাথের। বারাণসীতে অবস্থিত এই মন্দির দেশের অন্যতম পুরনো মন্দির। এই জ্যোতির্লিঙ্গ (Jyotirlinga Temples) জ্ঞান এবং আধ্যাত্মিকতার প্রতীক বলে মনে করা হয়। মনে করা হয় বারাণসীতে এসে কাশী বিশ্বনাথ দর্শন না করলে জীবন বৃথা।

আরো পড়ুনঃ পুজোর কাজ ছাড়াও কর্পূরকে ব্যবহার করুন রূপচর্চায় ফল পাবেন হাতেনাতে

রামেশ্বর মন্দির, তামিলনাড়ু

রামেশ্বরম দ্বীপে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ। শ্রী রামের কাহিনী জড়িয়ে আছে এই মন্দিরের সঙ্গে। এই মন্দিরের সুবিশাল করিডর দেশে আর কোথাও নেই।

ঘৃষ্ণেশ্বর, মহারাষ্ট্র

ঔরঙ্গাবাদ শহর থেকে ২৮ কিমি দুরে অবস্থিত মহারাষ্ট্রের বিখ্যাত ইলোরা গুহা থেকে ১ কিমি। দুরে ঘৃষ্ণেশ্বর শিব মন্দির অবস্থিত।

আরো পড়ুনঃ জানেন কেন থাকে মহাদেবের জটায় অর্ধচন্দ্র? কি রহস্য আছে এর পিছনে?

বৈদ্যনাথ মন্দির, ঝাড়খণ্ড

দেওঘরে অবস্থিত এই মন্দিরে বছরের বেশিরভাগ সময় ভক্তদের ভিড় দেখা যায়। হিন্দু ধর্মে মানুষের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান।

নাগেশ্বর মন্দির, গুজরাট

দ্বারকার কাছে অবস্থিত মহাদেবের এই মন্দিরটি জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলোর মধ্যে অন্যতম। তীর্যযাত্রার সূচনা এখান থেকে করা উচিত বলে কথিত রয়েছে।