Room of Worship: নতুন বাড়ির ঠাকুরঘর কোথায় হবে তাই নিয়ে চিন্তিত? মন দিয়ে দেখুন আজকের প্রতিবেদনটি

Where will the Room of Worship be in the new home: যখন আপনি নতুন বাড়ি নির্মাণ করেন তার সঠিক দিক বিচার করে তবেই নির্মাণ করে থাকেন। তেমনই বাড়ির ঠাকুর ঘরটিও (Room of Worship) সঠিক দিকে নির্মাণ করা উচিত তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। ঠাকুর ঘর কিংবা ঠাকুরের সিংহাসন অবশ্যই সঠিক দিকে হওয়া উচিত। বাস্তুশাস্ত্রে ঠাকুর পূজো দেওয়ার নিয়ম, নৈবেদ্য, ঠাকুরের মূর্তি ইত্যাদি সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করা আছে। আসুন চট জলদি দেখে নিই আজকের প্রতিবেদনে কি বলা রয়েছে।

সর্বদা ঠাকুর ঘর (Room of Worship) কিংবা ঠাকুরের সিংহাসন উত্তর কিংবা পূর্ব দিকে রাখবেন। এছাড়াও ঠাকুরের প্রতিমার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তা যেন বুড়ো আঙ্গুলের থেকে লম্বায় বেশি না হয়। যদি আপনার বাড়িতে বুড়ো আঙ্গুলের থেকে বড় আকারের শিবলিঙ্গ থাকে তা অবশ্যই বাড়ির বাইরের একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া সিংহাসনের কোন মূর্তি যেন ছয় ইঞ্চির বড় না হয়।

ভগবানকে অন্ন ভোগ অবশ্যই দেওয়া উচিত। গীতায় এই বিষয়ে বলা হয়েছে। ভগবানকে অন্ন ভোগ না দিয়ে কোনো কাজ করা উচিত নয়। এমনকি অন্ন ভোগ দেবার পরই নিজেরা অন্ন গ্রহণ করা যায়। কিন্তু কোন ভগবানকে কতটা ভোগ দেবেন তা নির্ভর করে কাকে নিবেদন করছো তার উপর। তাই যখন ঠাকুর ঘরে (Room of Worship) পূজোর আয়োজন করবেন এইসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে।

আরো পড়ুনঃ আপনার মন কি কোন কারনে চঞ্চল হয়ে আছে? জানুন আসল কারণ

আপনার ঠাকুর ঘরে প্রত্যেক দেবদেবীকে তাদের নিয়ম অনুযায়ী পূজো করতে হবে। কোন দেব-দেবীকে অবহেলা করলে চলবে না। কখনোই তামসিক এবং সাত্বিক দেবদেবীকে একসঙ্গে রাখবেন না তাদের স্থান পৃথক হওয়া দরকার। যেমন ভৈরব কালীর মত দেবীর সঙ্গে রাম কিংবা শ্রীকৃষ্ণের মতো সাত্ত্বিক দেবতাদের একসঙ্গে রাখা যায় না। ঠাকুর ঘর (Room of Worship) নির্মাণ করার সময় এবং ঠাকুর পাতার সময় এইসব ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে।

আরো পড়ুনঃ পেট খারাপ থেকে প্রেমে বাধা সব হবে দূর, করলে এই প্রতিকারগুলি

কখনোই নিজের গৃহস্থ বাড়িতে উগ্র দেবদেবীর পূজা করবেন না। কারণ এই ধরনের দেব-দেবীদের সাধনা করে থাকেন তান্ত্রিকরা। তাই বাড়িতে কখনোই এই দেবদেবীর পূজা করা যায় না। এতে আপনার এবং বাড়ির অমঙ্গল হতে পারে। যারা পারিবারিক সীমানায় শান্তশিষ্ট জীবনযাপন করেন এমন দেবদেবীর পূজা করা উচিত।