Lord Shiva: জানেন কেন থাকে মহাদেবের জটায় অর্ধচন্দ্র? কি রহস্য আছে এর পিছনে?

Why is there always a crescent moon in Lord Shiva’s lap: সামনেই আসন্ন মহাশিবরাত্রি, গোটা দেশ জুড়ে ধুমধাম করে পালন করা হবে এই দিনটি। শিব (Lord Shiva) ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। তবে শিব পূজার মাহাত্ম্য নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল বরাবর। হিন্দু শাস্ত্র থেকে শুরু করে শিব পুরাণ পর্যন্ত বিভিন্ন জায়গায় শিব পুজোর মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকের প্রতিবেদনে এটাই কিন্তু আলোচ্য বিষয়।

হিন্দুধর্ম সম্পর্কে বহু অজানা তথ্য আছে যা আমাদের জানা নেই। অজানা তথ্য জানতেই আজকের প্রতিবেদনটি আপনার পক্ষে একেবারে উপযুক্ত। আদিদেব মহাদেব হলেন সমস্ত দেবতাদের দেবতা। না তার কোন ধ্বংস আছে, এমনকি তার সৃষ্টি সম্পর্কেও সঠিক কোন ব্যাখ্যা নেই। তিনি সাধারণ থেকে অসাধারণ। দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান কিন্তু তাকে সন্তুষ্ট করা খুব কঠিন ব্যাপার।

প্রত্যেক সোমবার তার পুজো করলে ভক্তরা তার আশীর্বাদ লাভ করতে পারবে। এছাড়াও শ্রাবণ মাসটিকে বাবার মাস হিসাবেই বিবেচিত করা হয়। মহাদেবের জীবন এবং নাম হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে সন্তুষ্ট করতে গেলে ভক্তদের দুধ, ঘি, মধু এবং বেলপাতা নিবেদন করতে হয়। এছাড়া ধুতুরা কিংবা আকুন্দ ফুলেও শিব (Lord Shiva) সন্তুষ্ট হন। তার পূজা উপকরণগুলোর পিছনে কিন্তু বহু অজানা কাহিনী লুকিয়ে আছে। পৌরাণিক বিভিন্ন কাহিনীতে মহাদেবের বিভিন্ন রূপ এবং নামের পরিচয় আমরা পেয়েছি। তার পোশাক সমস্ত দেবতাদের থেকে একেবারেই আলাদা। তিনি পরিধান করেন বাঘের ছাল, গলায় থাকে রুদ্রাক্ষের মালা এবং সাপ, জটায় থাকে অর্ধচন্দ্র। তার জটায় কেন অর্থ চন্দ্র থাকে সেটি কখনো কি ভেবেছেন?

আরো পড়ুনঃ হোলির আগেই মালামাল হবে এই তিন রাশি; সামনেই আসছে ধনশক্তি রাজযোগ

এর পেছনেও কিন্তু লুকিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী। আসুন আজকের প্রতিবেদনে আমরা তা জেনে নি। যখন দেবতা এবং রাক্ষসদের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়েছিল গোটা বিশ্বসংসারের অবস্থা ছিল টালমাটাল। এটি সমুদ্র মন্থন নামে আশা করি সবাই জানে। মন্থনের সময় সমুদ্র থেকে ফলাফল নামে এক বিষাক্ত দিস নির্গত হতে থাকে যা, গোটা বিশ্ব সংসারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। শিব (Lord Shiva) সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেছিল এবং তার নাম হয়েছিল নীলকন্ঠ। এই বিষের জ্বালা যখন তিনি সহ্য করতে পারছিলেন না তখন চন্দ্র দেবসহ অন্যান্য দেবদেবীরা তার জটায় চন্দ্র ধারণ করার কথা বলেন যা তাকে বিষের যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল।

আরো পড়ুনঃ শিব পুরাণ অনুসারে চিনে নিন দেবাদিদেব মহাদেবকে; কবে প্রথম আবির্ভূত হয়েছেন তিনি?

পৌরাণিক কাহিনী পড়লে আপনি জানতে পারবেন চন্দ্র দেব নিজের অভিশাপ দূর করার জন্য মহাদেবের আরাধনা করেছিলেন এবং তাকে এই পরামর্শ দেন মহর্ষি নারদ। শিবের (Lord Shiva) আশীর্বাদ এই পূর্ণিমার চাঁদ তার সম্পূর্ণরূপ ধারণ করতে পারে এবং মহাদেবের জটায় স্থান পেয়েছে অর্ধচন্দ্র। সেই কারণে কিন্তু ভক্তরা মহাদেবের সঙ্গে সঙ্গে চন্দ্রদেবকেও পূজা করে। শিবের মাথায় অর্ধ চন্দ্র হল তার একটি অলংকার। ভক্তরা যদি শুদ্ধচিত্তে তার আরাধনা করে তাহলে মহাদেব অবশ্যই সেই ডাকে সাড়া দেন।