Kal Bhairav: কবে পালিত হবে কালাষ্টমী? পূজোর শুভক্ষণ কখন? কিভাবে পূজা করলে তুষ্ট হবেন কাল ভৈরব?

worship process to please Kal Bhairav: সনাতনী ধর্মের অন্যতম দেবতা তিনি। তাঁকে প্রসন্ন করলে রোগ, শোক, ভয় থেকে মুক্তি পাওয়া যায়। শিবের এক অন্যতম অবতার তিনি। কে তিনি? তিনি হলেন কাল ভৈরব (Kal Bhairav)। যাঁর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁর অর্থ। প্রতিবছরই অঘ্রান মাসে পালিত হয় কাল ভৈরব জয়ন্তী। এদিন কাল ভৈরবদেবকে প্রসন্ন করলে সেই ব্যক্তির মনস্কামনা পূর্ণ করেন তিনি। সেইমতো চলতি বছরে কাল ভৈরব জয়ন্তী কবে? পুজোর শুভ সময় কখন? দেবতাকে প্রসন্ন করার কি নিয়মাবলী রয়েছে? বিস্তারিত বিবরণ জেনে নিন এখান থেকে। তবে তার আগে জেনে নেওয়া যাক এই কাল ভৈরবের সৃষ্টি কিভাবে।

কালভৈরব (Kal Bhairav) -এর পৌরাণিক কাহিনী

পৌরাণিক কাহিনী অনুযায়ী জানা যায়, একদা বাক-বিতণ্ডা বাঁধে সৃষ্টিকর্তা ব্রহ্মা-বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে। যার ফলে শিবের উপর ক্রুদ্ধ হয়ে তীব্র নিন্দা করেন ব্রহ্মা। যা মেনে নিতে পারেননি ভগবান শিব। তিনি এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ধারণ করে এক রুদ্র রূপ। আর সেই রূপের নামই হলো কাল ভৈরব। ভগবান শিব কাল ভৈরব রূপ ধারণ করে ব্রহ্মার হত্যা করেন। তাঁর পঞ্চম মস্তক ছেদ করেন। এই অপরাধের থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শিব তাঁকে প্রায়শ্চিত্ত করার পরামর্শ দেয়। কাল ভৈরবকে বলেন ত্রিলোক ভ্রমণ করলে তবেই তাঁর পাপনাশ হবে। আর সেই ত্রিলোক ভ্রমণে বেরিয়ে কাশিতে গিয়ে পাপ মুক্তি ঘটে কাল ভৈরবের। আর সেখানেই তিনি প্রতিষ্ঠিত হন। এর ফলে এই দেবতা ‘কাশির কোতোওয়াল’ নামেও পরিচিত।

কাল ভৈরবের (Kal Bhairav) ভিন্ন নাম ও অর্থ

মহেশ্বরের অন্যতম রূপ বলা হয় কাল ভৈরবকে। যাঁর নামের অর্থ হল ভয় থেকে রক্ষা করেন যিনি তিনি হলেন ভৈরব। তবে অন্যদিকে আবার কাল ভৈরব ‘দণ্ড পাপী’ নামেও পরিচিত। যার অর্থ যিনি পাপীদের দণ্ড দেন, শাস্তি দেন। যেই কারণেই তিনি ত্রিশূল ও লাঠি ধারণকারী। এছাড়াও তাঁর বাহন কুকুর বলে তাকে ‘স্বাসবা’ নামে উল্লেখ করা হয়। তিনি পাপীদের যেমন দণ্ড দেন তেমনি তাঁর ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। নেতিবাচকতা দূর করে পজিটিভ এনার্জি প্রবেশ করায় তাঁর ভক্তদের মনে, সাহস জোগায়। তাঁর পূজা করলে সেই ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষিত হয়। তাই জেনে নিন কাল ভৈরব দেবের পূজার সময়ক্ষণ।

কাল ভৈরব (Kal Bhairav) জয়ন্তী সময়সূচী

অষ্টমী তিথি শুরু – বৈদিক পঞ্জিকা মতে অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় কাল ভৈরব জয়ন্তী। সেই অনুযায়ী ২০২৩ সালে অগ্রহায়ণ মাসের কৃষ্ণঅষ্টমী তিথি পড়েছে ৪ ডিসেম্বর ২০২৩ সোমবার, রাত ৯:৫৯ মিনিটে।

অষ্টমী তিথি সমাপণ – ৫ই ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার, বেলা ১২:৩৭ মিনিটে সমাপণ হচ্ছে অষ্টমী তিথি। নিয়ম অনুযায়ী কাল ভৈরব জয়ন্তী পালনের দিন হলো ৫ই ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার।

কাল ভৈরবকে (Kal Vairab)  প্রসন্ন করার নিয়মাবলী

মূলত এই দিন ভগবান শিবের পূজা করা হয়। তাই এই কৃষ্ণ অষ্টমী তিথিতে বেলপাতা দিয়ে পুজো করে ভগবান শিবকে প্রসন্ন করুন। বেলপাতা নিয়ে তাতে লাল বা সাদা চন্দন দিয়ে লিখুন “ওম নমঃ শিবায়”। তারপর তা পূর্ব বা উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে অর্পণ করুন। তার সাথে নিজের মনস্কামনা জানান। কাল ভৈরবদেব তুষ্ট হয়ে আশীর্বাদ বর্ষণ করবেন

ভূত-প্রেতে ভয় পান? মনে সর্বক্ষণ নেগেটিভ চিন্তাভাবনা চলে? এই কালাষ্টমী তিথিতে কালভৈরবাষ্টক পাঠ করুন। তাঁর মন্ত্র জপ করুন। সমস্ত ভয় দূর হবে। মানসিক শান্তি আসবে।

এই কালভৈরব জয়ন্তীর দিন কুকুরকে খাওয়ান। মিষ্টি, রুটি, গুড়ের মালপোয়া খাওয়ান। জীবনের দুঃখ-কষ্ট নাশ হবে। নেতিবাচক শক্তি ধ্বংস হবে। কারণ কুকুর হল কাল ভৈরবের বাহন। তাই এই কাজ করলে তিনি খুশি হবেন।