Margashirsha 2023: শুরু মার্গশীর্ষ মাস! ভাগ্য বদলাতে এই মাসে পুজো করুন এই দেবতার, রইল নিয়মকানুন

Worship this deity in Margashirsha month of 2023 to change your luck: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বাংলা মাসের অষ্টম মাস এবং শকাব্দের নবম মাসকে বলা হয় মার্গশীর্ষ মাস। সেই অনুযায়ী বাংলার ১২টি মাসের অষ্টম মাস হল অঘ্রাণ মাস। আর এই অঘ্রান মাসকেই মার্গশীর্ষ মাস বলে আখ্যা দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস, কার্তিক মাসের মতো এই মাসে দেব-দেবীর পূজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশ্বাস করা হয়, এই মাসে এমন কিছু দেব-দেবী আছে যাদের উপাসনা করলে জীবনের সমস্ত দুঃখ-কষ্টের অবসান হয়। জীবনে অর্থপ্রাপ্তি, সুখের দেখা মেলে। সেই অনুযায়ী ইংরেজির নভেম্বর-ডিসেম্বর মাসে এই মার্গশীর্ষ মাস শুরু হয়। তাহলে চলতি বছরে মার্গশীর্ষ মাস কবে থেকে শুরু (Margashirsha 2023)? এই মাসে কোন দেব-দেবীর পূজা করলে মিলবে ফল কোন কোন কাজ করা শুভ? জেনে নিন এই প্রতিবেদনে।

মার্গশীর্ষ মাস শুরু

নিয়ম অনুযায়ী ২০২৩ সালের মার্গশীর্ষ মাস ২৮শে নভেম্বর ২০২৩ থেকে শুরু হচ্ছে। যা থাকবে ২৬শে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। জেনে নেওয়া যাক এই মার্গশীর্ষ মাসে শাস্ত্র কোন কোন কাজের পরামর্শ দিচ্ছেন।

মার্গশীর্ষ মাসে যে কাজগুলি করবেন

ঈশ্বর আরাধনা – মার্গশীর্ষ মাস (Margashirsha 2023) হল দেব-দেবীদের মাস। এই মাসে বেশিরভাগ সময়টাই ঈশ্বরের জন্য দিন। ঈশ্বর আরাধনা করুন। জপ করুন “ওম নমো ভগবতে বাসুদেবায়” মন্ত্র। জীবনের নেগেটিভ এনার্জির পথ বন্ধ হবে। কেরিয়ার জীবনে উন্নতি করতে পারবেন।

পবিত্র নদীতে স্নান – জ্যোতিষশাস্ত্র বলছে, এই বিশেষ মাসে পুণ্য লাভ করতে পবিত্র নদীতে স্নান করুন। যমুনা নদীতে স্নান করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে যে কোনো পবিত্র নদীতে স্নান করে ভগবানকে স্মরণ করলে মনস্কামনা পূরণ হবে।

বিষ্ণু পূজা – মার্গশীর্ষ মাসে (Margashirsha 2023) ভগবান বিষ্ণুর উপাসনা করুন। তুলসী তলায় বিরাজমান ভগবান বিষ্ণু। তাই তুলসী তলায় প্রদীপ জ্বালুন। তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর কাছে। জীবনের সমস্ত বাধা-বিপত্তি কেটে যাবে। অর্থপ্রাপ্তি ঘটবে।

ভগবত গীতা পাঠ – সাংসারিক ঝামেলা অশান্তি দূর করতে, শত্রুদের হাত থেকে নিজেকে রক্ষা করতে এই মাসে পাঠ করুন ভগবত গীতা। যা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ধ্বংস হয় নেগেটিভ এনার্জি। বিপরীতে আগমন ঘটে ইতিবাচকতার।

শঙ্খ পূজা – শাস্ত্র বলছে, এই পবিত্র মাসে শঙ্খ পূজার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই মাসে বিশেষ সময়ে শঙ্খ গঙ্গা জলে পূর্ণ করে ভগবানের চারপাশে ঘুরিয়ে পূজা করুন। তারপর সেই জল বাড়িসহ বাড়ির চারিপাশে ছড়িয়ে দিন। বাড়িসহ বাড়ির চারপাশের সমস্ত নেতিবাচকতা কেটে যাবে। সংসারে শান্তি আসবে, সদস্যদের মধ্যে শক্ত বন্ধন তৈরি হবে। শুধু শঙ্খ পুজো নয়, এই পবিত্র মাসে বিশেষ কিছু দেব-দেবীর পূজা করাও ব্যক্তির জন্য অত্যন্ত শুভ। কোন কোন দেব-দেবী? রইল তালিকা…..

মার্গশীর্ষ মাসে পূজা করুন এই দেব-দেবীর

সূর্য দেবতা – বহুবিধ নামে আখ্যায়িত সূর্য দেবতা। তবে তাঁর অন্যতম একটি নাম হল বরুণ। মার্গশীর্ষ মাসে (Margashirsha 2023) এই নামে আরাধনা করুন সূর্য দেবতার। নিবেদন করুন অর্ঘ্য। রোগ, শোক থেকে মুক্তি ঘটবে। মনবাঞ্ছা পূরণ হবে।

তুলসী পূজা – শাস্ত্র বলে, দেবী লক্ষ্মীর বাসস্থান হল তুলসীতলা বা তুলসী মঞ্চ। যা প্রতি হিন্দু বাড়িতেই রয়েছে। মার্গশীর্ষ মাসে এই তুলসী পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। ফলেই সুখ-সমৃদ্ধি লাভে এই মাসে তুলসী পূজা করুন। সকাল বেলা উঠে স্নান সেরে তুলসী গাছে কাঁচা দুধ ও জল নিবেদন করুন। সন্ধ্যেবেলা তুলসী পূজা করে প্রদীপ জ্বালুন। মা লক্ষ্মীর আগমন ঘটবে।

শ্রীকৃষ্ণের পূজা – মার্গশীর্ষ মাসকে (Margashirsha 2023) শ্রীকৃষ্ণের মাস বলা হয়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের কেশব রূপের পূজা করা হয়। ভগবানকে প্রসন্ন করার জন্য দুধ জাফরানের মিশ্রণ নিবেদন করা হয়। এতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত সেই ব্যক্তির উপর পড়ে। তাই এই মাসে আপনিও শ্রীকৃষ্ণের পূজা এই নিয়মে করতে পারেন।

মা লক্ষ্মীর আরাধনা – প্রতি হিন্দু বাড়িতে অর্থপ্রাপ্তির জন্য মা লক্ষ্মীর আরাধনা করা হয়। কারণ তিনি ধন-সম্পদের দেবী। সেই অনুযায়ী এই বিশেষ মাসে পদ্মাসনা দেবীর আরাধনা করা উচিত। শুক্রবারে দেবীর প্রিয় ফুল, ফল, নৈবেদ্য দিয়ে আরাধনা করুন। উপচে পড়বে লক্ষ্মী। বিশ্বাস করা হয়, এই মাসে মা লক্ষ্মী তাঁর ভক্তদের কাছে আসে এবং তাঁদের আশীর্বাদ বর্ষণ করেন। সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন।

Vastu Tips: পকেটে এই মশলা রাখলেই ঘুচবে অর্থাভাব! দারিদ্র্য পালাবে কয়েক দিনেই Krisha break his flute How to Worship : এই ভুলগুলি করলে পুজোর ফল পাবেন না! হনুমানজির এই ১২ নামে সকল কষ্টনাশ স্বপ্নে নগ্ন হচ্ছেন! জানেন কি হবে?